তাগাব জেলা (কপিসা)

স্থানাঙ্ক: ৩৪°৪৭′৫০″ উত্তর ৬৯°৪০′৪৫″ পূর্ব / ৩৪.৭৯৭২২° উত্তর ৬৯.৬৭৯১৭° পূর্ব / 34.79722; 69.67917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাগাব জেলা
District
দেশ আফগানিস্তান
অঞ্চল কপিসা প্রদেশ
জনসংখ্যা ৭১,৭০০ (২০০৬)
জেলাটির কেন্দ্র তাগাব
জেলাটির রাজ্যপাল মৌলভী মাসুদ

তাগাব জেলা (from পশতু تګاب ولسوالۍ, "lone stream", ফার্সি: ولسوالی تگاب) আফগানিস্তানের কপিসা প্রদেশের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা।ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পারভন প্রদেশ, মাহমুদ রকি এবং নিজরব জেলার এর সীমানা যেটি উত্তর-পূর্বে নেওলো নামে পরিচিত, পূর্বে আলাসে জেলা এবং দক্ষিণ-পূর্বের কাবুল প্রদেশ অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৭১,৭০০ জন এর মত, যার মধ্যে অধিকাংশ পশতুন এবং পশাই সম্প্রদায়ের লোকজনের বসবাস। [১] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে তাগাব, যেটি জেলার পশ্চিম অংশে অবস্থান করছে।

তথ্যসূত্র[সম্পাদনা]