তাগাব জেলা (কপিসা)
অবয়ব
তাগাব জেলা | |
District | |
দেশ | আফগানিস্তান |
---|---|
অঞ্চল | কপিসা প্রদেশ |
জনসংখ্যা | ৭১,৭০০ (২০০৬) |
জেলাটির কেন্দ্র | তাগাব |
জেলাটির রাজ্যপাল | মৌলভী মাসুদ |
তাগাব জেলা (from পশতু تګاب ولسوالۍ, "lone stream", ফার্সি: ولسوالی تگاب) আফগানিস্তানের কপিসা প্রদেশের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা।ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পারভন প্রদেশ, মাহমুদ রকি এবং নিজরব জেলার এর সীমানা যেটি উত্তর-পূর্বে নেওলো নামে পরিচিত, পূর্বে আলাসে জেলা এবং দক্ষিণ-পূর্বের কাবুল প্রদেশ অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৭১,৭০০ জন এর মত, যার মধ্যে অধিকাংশ পশতুন এবং পশাই সম্প্রদায়ের লোকজনের বসবাস। [১] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে তাগাব, যেটি জেলার পশ্চিম অংশে অবস্থান করছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]
আফগানিস্তান এর কপিসা প্রদেশের, অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |