চখনসুর জেলা

স্থানাঙ্ক: ৩১°১০′ উত্তর ৬২°০৪′ পূর্ব / ৩১.১৬৭° উত্তর ৬২.০৬৭° পূর্ব / 31.167; 62.067
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চখনসুর
Chakhansur

چخانسور
জেলা
চখনসুর Chakhansur আফগানিস্তান-এ অবস্থিত
চখনসুর Chakhansur
চখনসুর
Chakhansur
আফগানিস্তানে জেলাটি অবস্থান
স্থানাঙ্ক: ৩১°১০′ উত্তর ৬২°০৪′ পূর্ব / ৩১.১৬৭° উত্তর ৬২.০৬৭° পূর্ব / 31.167; 62.067
দেশ আফগানিস্তান
প্রদেশনিমরুজ প্রদেশ
রাজধানীচখনসুর
জনসংখ্যা
 • আনুমানিক (২০০৪)১১,১৬৫
সময় অঞ্চল+ ৪.৩০
দক্ষিণ আফগানিস্তান, পাকিস্তান, এবং ইরানের ঝড়ের ধুলাবালির উপগ্রহ চিত্র দেখানো হয়েছে

চখনসুর (ফার্সি: چخانسور) আফগানিস্তানের নিমরুজ প্রদেশের একটি জেলা ২০০৪ সালে আদমশুমারীর হিসাব অনুযায়ী চখনসুর জেলার জনসংখ্যা ছিল প্রায় ১১,১৬৫ জন এর মত, যার মধ্যে থেকে পশতুন, তাজিক, বেলুচ এবং হাজারা সম্প্রদায়ের লোক রয়েছে।[১]

অর্থনীতিক দিকে থেকে বলা হয়ে থাকে যে জেলাটিতে প্রাথমিকভাবে কৃষির উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে এবং সেচের জন্য প্রয়োজনীয় পানিটি সিস্তান বেসিনের স্থিতির উপর নির্ভরশীল, যেটি একটি প্রবহমান অববাহিকা যা নির্দিষ্ট সময়ে শুকিয়ে যায়।

আফগানিস্তানের এই অঞ্চলটি সিল্ক রোডের একটি মধ্যযুগীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, তবে বেশিরভাগ প্রাচীন কাঠামো বর্তমান সময়ে বালি দ্বারা আবৃত রয়েছে। খালগুলি সহ ঐতিহাসিক সেচ ব্যবস্থাগুসমূহের নিদর্শন এখনও চখানসুর এলাকায় দৃশ্যমান হয়ে থাকে, অন্যন্য খালসমূহ ভরাট এবং কৃষি ক্ষেত্রগুলি ভরাট বালি দিয়ে ঢেকে দেওয়া হয়। বর্তমানে এলাকাটিতে তুলনামূলকভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পানির সংকট এবং পর্যায়ক্রমিক বন্যা ও খরার সমস্যার কারণে জেলাটিতে ধারাবাহিক সমস্যা হিসেবে প্রভাব ফেলে আসছে।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chakhansor District" (পিডিএফ)Central Statistics Office Afghanistan। Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development। ২০০৪। ২০১৫-১২-২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৮ 
  2. "Floods kill three, destroy 300 houses in western Afghanistan"। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-৩১ 
  3. "History of Environmental Change in the Sistan Basin 1976 - 2005" (পিডিএফ)। ২০০৭-০৮-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২০ 
  4. "Restoration, Protection and Sustainable Use of the Sistan Basin"। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]