দেলারাম জেলা
দেলারাম জেলা আফগানিস্তানে নিমরুজ প্রদেশের একটি জেলা। জেলাটিতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সমস্বয়ে গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে, পশতুন, বেলুচ এবং তাজিক সম্প্রদায় উল্লেখযোগ্য।[১] দেলারাম জেলার রাজধানী শহরের নাম হচ্ছে দেলারাম নামক শহর।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Kang District" (পিডিএফ)। Central Statistics Office Afghanistan। Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development। United Nations। ২০০৪। ২০১৪-০৪-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৮।
![]() |
আফগানিস্তানের নিমরুজ প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |