নাওয়া-ই-বারাকজায়ি জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাওয়া-ই-বারাকজায়ি
District
[[Image: |256px|none| জেলাটির দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট গ্রামের পরে এটি শামালান নামে পরিচিত ছিল ]]
জেলাটির দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট গ্রামের পরে এটি শামালান নামে পরিচিত ছিল
দেশ আফগানিস্তান
অঞ্চল হেলমান্দ প্রদেশ
রাজধানী নাওয়া-ই-বারাকজায়ি
ক্ষেত্র ৯৬৭ বর্গমাইল (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "৯"। বর্গকিলোমিটার)
জনসংখ্যা ৮৯,৮১৪ (২০০৮)
সময় অঞ্চল ইউটিসি+৪:৩০
প্রধান ভাষা পশতু
একজন আফগান কৃষক যানবাহন চেকপয়েন্ট দিয়ে যাচ্ছেন

নাওয়া-ই-বারাকজায়ি জেলা (পশতু: ناوۀ بارکزائی/ফার্সি: ناوۀ بارکزائی) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি প্রশাসনিক জেলা, যেটি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লস্কর গাহের দক্ষিণে হেলমান্দ নদী বরাবর অবস্থান করছে। এটি লস্কর গাহ, নাদ আলী, গারসির, এবং রিগ জেলার পাশাপাশি নিমরুজ এবং কান্দাহারের প্রদেশগুলি সীমানা দিয়ে ঘিরে রেখেছে। এটি মূলত পশতুনবাদ নামের পরিচিত এলাকার মধ্যে পড়ে (অর্থ্যাৎ পশতুনের ভূমি নামে পরিচিত), যার দক্ষিণপূর্ব আফগানিস্তান ও উত্তর পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ এলাকা নিয়ে গঠিত একটি এলাকা। এখানকার প্রধান প্রভাবশালী ভাষা হচ্ছে পশতু ভাষা এবং ৮৯,০০ বাসিন্দাদের অধিকাংশই পশতুনওয়ালী প্রথাগত নিয়ম অনুস্মরণ করে থাকে। নাওয়া-ই-বারাকজায়ির নাম বারাকজাই জেলার প্রধান পশতুন উপজাতিকে প্রতিফলিত করে। ১৯৭০ সালের পূর্বে, জেলাটির দক্ষিণ প্রান্তে একটি ছোট গ্রামের পরে এটি শামালান নামে পরিচিত ছিল।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Tuthill, Sgt. Brian A. (জানুয়ারি ৪, ২০১০)। "Karzai, McChrystal visit citizens, Marines in Nawa"। Regimental Combat Team 7, United States Marine Corps। জুন ৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১০ 
  2. "Taliban overruns another district in Helmand" 

বহিঃসংযোগ[সম্পাদনা]