বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালি জগাছা
সমষ্টি উন্নয়ন ব্লক
বালি জগাছা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বালি জগাছা
বালি জগাছা
বালি জগাছা ভারত-এ অবস্থিত
বালি জগাছা
বালি জগাছা
পশ্চিমবঙ্গের মানচিত্রে বালি জগাছার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৮′৩৮″ উত্তর ৮৮°১৯′৩০″ পূর্ব / ২২.৬৪৩৮৯° উত্তর ৮৮.৩২৫০০° পূর্ব / 22.64389; 88.32500
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
লোকসভা কেন্দ্রশ্রীরামপুর
বিধানসভা কেন্দ্রডোমজুড়
আয়তন
 • মোট২৭.৮২ বর্গমাইল (৭২.০৫ বর্গকিমি)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,০৯,৫০৪
 • জনঘনত্ব৭,৫০০/বর্গমাইল (২,৯০০/বর্গকিমি)
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০)
যানবাহন নিবন্ধনডব্লিউবি-১১, ডব্লিউবি-১২, ডব্লিউবি-১৩, ডব্লিউবি-১৪
সাক্ষরতার হার৮৭.৭৫%
ওয়েবসাইটhttp://howrah.gov.in/

বালি জগাছা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্নয়ন ব্লক

ভূগোল[সম্পাদনা]

হাওড়া জেলার মানচিত্র

অবস্থান[সম্পাদনা]

ঘোষপাড়ার স্থানাংক ২২°৩৮′৩৮″ উত্তর ৮৮°১৯′৩০″ পূর্ব / ২২.৬৪৪° উত্তর ৮৮.৩২৫° পূর্ব / 22.644; 88.325

বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের উত্তর দিকে রয়েছে হুগলি জেলার চণ্ডীতলা ২শ্রীরামপুর উত্তরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্ব দিকে ও দক্ষিণ দিকের খানিক অংশে রয়েছে হুগলি নদী ও তার অপর পাড়ে কলকাতা, দক্ষিণ দিকে রয়েছে সাঁকরাইল সমষ্টি উন্নয়ন ব্লক এবং পশ্চিম দিকে রয়েছে ডোমজুড় সমষ্টি উন্নয়ন ব্লক।

জেলা সদর হাওড়া থেকে বালি জগাছার দূরত্ব ৮ কিলোমিটার।

আয়তন ও প্রশাসন[সম্পাদনা]

বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের আয়তন ৭২.০৫ বর্গ কিলোমিটার।[১] এই সমষ্টি উন্নয়ন ব্লকটি হাওড়া মহানগর পুলিশের নিশ্চিন্দা থানা ও লিলুয়া থানার এক্তিয়ারভুক্ত এলাকার অন্তর্গত। বালি জগাছা পঞ্চায়েত সমিতিতে ৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সমষ্টি উন্নয়ন ব্লকে জনবসতিপূর্ণ গ্রামের সংখ্যা ৩।[২] ব্লকের সদর ঘোষপাড়া

গ্রাম পঞ্চায়েত[সম্পাদনা]

পঞ্চানন্দ মন্দির, চামরাইল, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লক

বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লক/পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলি হল: বালি, চাকপাড়া আনন্দনগর, চামরাইল, দুর্গাপুর অভয়নগর ১, দুর্গাপুর অভয়নগর ২, জগদীশপুর, নিশ্চিন্দা ও সাঁপুইপাড়া বসুকাটি।[৩]

জনপরিসংখ্যান[সম্পাদনা]

টেমপ্লেট:BPL families in CD Blocks of Howrah district

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ২০৯,৫০৪; যার মধ্যে ৯,৩০০ জন গ্রাম ও ২০০,২০৪ জন শহরাঞ্চলের বাসিন্দা। পুরুষের সংখ্যা ১০৭,৯২৬ (৫২%) ও নারীর সংখ্যা ১০১,৫৭৮ (৪৮%)। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ১৯,৯১৫। তফসিলি জাতির সংখ্যা ৩০,৬১৫ এবং তফসিলি উপজাতির ১,৮১৩।[৪]

২০০১ সালের জনগণনা অনুযায়ী, বালি জগাছা ব্লকের মোট জনসংখ্যা ছিল ১৬৪,৫২০, যার মধ্যে ৮৬,৪০৯ জন ছিল পুরুষ ও ৭৮,১১১ জন নারী। ১৯৯১-২০০১ দশকে এই ব্লকের জনসংখ্যা বৃদ্ধির নথিভুক্ত হার ছিল ২৮.৬৩ শতাংশ (উল্লেখ্য, উক্ত দশকে হাওড়া জেলা ও পশ্চিমবঙ্গের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল যথাক্রমে ১২.৭৬% ও ১৭.৮৪%)। তফসিলি জাতির সংখ্যা ছিল ৩১,১৪১ (জনসংখ্যার প্রাত এক-পঞ্চমাংশ) এবং তফসিলি উপজাতির সংখ্যা ছিল ৩,৬২৯।[১][৫]

জনগণনা নগর ও বড়ো গ্রাম[সম্পাদনা]

বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের জনগণনা নগরগুলি হল (বন্ধনীতে ২০১১ সালের জনসংখ্যা): জগদীশপুর (১৬,২৫৯), জয়পুর বিল (৯,৫৯৮), বালি (১১৩,৩৭৭), চাকাপাড়া (৩৫,২৮২), চামরাইল (১১,৯২৩), একসারা (৭,৫০০) ও খালিয়া (৬,২৬৫)।[৪]

২০১১ সালের জনগণনার প্রতিবেদন থেকে জানা যায় যে, বালি জগাছা ব্লকে মাত্র একটি বড়ো গ্রাম (৪,০০০+ জনসংখ্যাবিশিষ্ট) রয়েছে (বন্ধনীতে ২০১১ সালের জনসংখ্যা): দেবীরপাড়া (৬,৫১৭).[৪]

সাক্ষরতা[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুযায়ী, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের মোট সাক্ষরের সংখ্যা ১৬৬,৩৬৪ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৮৭.৭৫%), যার মধ্যে সাক্ষর পুরুষের সংখ্যা ৮৯,০৩০ (৫৪%) এবং সাক্ষর নারীর সংখ্যা ৭৭,৩৩৪ (৪৬%)।[৪] উল্লেখ্য, উক্ত জনগণনা অনুযায়ী হাওড়া জেলার সাক্ষরতার হার ছিল ৭৮.৬৬%[৬] এবং সমগ্র রাজ্যের সাক্ষরতার হার ছিল ৭৭.০৮%।[৭] অন্যদিকে সারা দেশের সাক্ষরতার হার ছিল ৭৪.০৪%।[৭]

টেমপ্লেট:Literacy in CD Blocks of Howrah district

ভাষা[সম্পাদনা]

এই অঞ্চলের স্থানীয় ভাষা হল বাংলা

ধর্ম[সম্পাদনা]

বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের ধর্মবিশ্বাস
হিন্দু
  
৯৪.০৯%
মুসলমান
  
৪.৭০%
অন্যান্য
  
১.২১%

২০১১ সালের জনগণনা অনুযায়ী, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের হিন্দু জনসংখ্যা ১৯৭,১৩১ (মোট জনসংখ্যার ৯৪.০৯%), মুসলমান জনসংখ্যা ৯,৮৫২ (৪.৭০%) এবং অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা ২,৫২১ (১.২১%)।[৮]

অর্থনীতি[সম্পাদনা]

পরিকাঠামো[সম্পাদনা]

২০০৩-০৪ সালের আগে বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকে ১৪৩ হেক্টর অর্পিত জমি ছিল, যার মধ্যে ৮৩ হেক্টর জমি ১,৮৯৪ জনের মধ্যে বণ্টিত হয়। এই ব্লকের ৪০৬ হেক্টর জমিতে একাধিকবার ফলন হয়। ব্লকের মোট কৃষিজমির পরিমাণ ১,৭৩১ হেক্টর। ১০৮ হেক্টর জমি খাল দ্বারা সেচিত হয়। ২০০৪ সালের হিসেব অনুযায়ী ব্লকের তিনটি মোজায় বৈদ্যুতিকীকরণের কাজ সমাপ্ত হয়েছে।[২]

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

২০০৩-০৪ সালের হিসেব অনুযায়ী, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকের ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৮,৮৩০ জন, ৩টি মধ্য বিদ্যালয়ে ৯৯৫ জন, ৮টি উচ্চ বিদ্যালয়ে ৩,৯২৫ জন এবং ৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫,৮৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এই ব্লকে ১৯৫টি বিশেষ ও অ-প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ১৯,৮৯৩। এখানে একটি গণ-সাক্ষরতা কেন্দ্রও আছে।[২]

স্বাস্থ্য পরিষেবা[সম্পাদনা]

২০০৩ সালের হিসেব অনুযায়ী, বালি জগাছা সমষ্টি উন্নয়ন ব্লকে মোট ২৯টি শয্যাবিশিষ্ট ও ৮ জন চিকিৎসক সম্বলিত ৪টি স্বাস্থ্যকেন্দ্র, ২টি ক্লিনিক রয়েছে। ব্লকের মোট পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা ৩৯।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Provisional Population Totals, West Bengal. Table 4"Census of India 2001 – Howrah district। Census Commission of India। সেপ্টেম্বর ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০ 
  2. "District Statistical Handbook – 2004 – Howrah" (পিডিএফ)Tables 2.1, 2.2, 2.4 (b), 3.1, 4.4, 4.5, 8.2, 18.1, 18.3, 21.1। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬ 
  3. "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"Howrah – Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬ 
  5. "Provisional Population Totals, West Bengal. Table 4"Census of India 2001। Census Commission of India। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০ 
  6. "2011 Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ মে ২০১৬ 
  7. "Provisional population tables and annexures" (পিডিএফ)Census 2011:Table 2(3) Literates and Literacy rates by sex। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "C1 Population by Religious Community"West Bengal। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬