পূর্ণ চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ণ চক্রবর্তী
জন্ম১৮৯৬
মৃত্যু১৯১৮(1918-00-00) (বয়স ২১–২২)
নাগরিকত্বব্রিটিশ ভারতীয়
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

পূর্ণ চক্রবর্তী (ইংরেজি: Purna Chakrabarty) (১৮৯৬ - ১৯১৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। বিংশ শতাব্দীর প্রথম দশকে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে অনুশীলন সমিতির সদস্যভুক্ত হন। তৎকালীন বাংলার বিভিন্ন স্থানে বিপ্লবী কার্যকলাপের জন্য কারাবাস করেন এবং অন্যতম সংগঠক হিসেবে পরিচিত হন। অল্পবয়সে মৃত্যু হয়।[১] তিনি ব্রিটিশ রাজের জেলে কয়েক বছর বন্দি জীবন অতিবাহিত করেন।[২]

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

পূর্ণ চক্রবর্তীর জন্ম নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসাউড়া গ্রামে।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদ্‌যাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ২৩৭।
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ৩২৬।