শাহ আলে রাসুল মারহারাভী
মখদুম শাহ আলে রাসুল মারহারাভী কাদেরী বরকাতী (ফেব্রুয়ারি ১৭৯৫ – ডিসেম্বর ১৮৭৯) অনুযায়ী (রজব ১২০৯ – ১৮ জিলহজ্ব ১২৯৬ হিজরী) কাদেরিয়া তরিকার ৩৭ তম ইমাম ও শায়খ। তার উপাধি হল খাতিমুল আকাবির। তার পিতার নাম সৈয়দ শাহ আলে বরকাতী, তিনি সাতরে মিয়া নামেও পরিচিত।[১]
সৈয়দ শাহ আলে রাসুল মারহারাভী | |
---|---|
উপাধি | খাতিমুল আকাবির |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৭৯৫ সাল |
মৃত্যু | ১৮৭৯ সাল |
সমাধিস্থল | মারহারা শরীফ, উত্তর প্রদেশ, ভারত |
ধর্ম | ইসলাম |
পিতামাতা | সৈয়দ শাহ আলে বরকাতী |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
তরিকা | কাদেরী |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন |
সুফিবাদ এবং তরিকা |
---|
প্রবেশদ্বার |
জন্ম ও পরিচয়
[সম্পাদনা]আলে রাসুল মারহারাভী ১৭৯৫ সালে ভারতের উত্তর প্রদেশের মারহারায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ শাহ আলে বরকাতী প্রকাশ সাতরে মিয়া।
শিক্ষা
[সম্পাদনা]আলে রাসুল তার পিতার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অধ্যয়ন করেন। তিনি আইন-উল-হক শাহ আবদুল মজিদ বদায়ুনী, মাওলানা শাহ সালাসাত কাশফি বদায়ুনী, মাওলানা আনোয়ার সাহেব ফারঙ্গী মাহিলি, হযরত শাহ নূর-উল-হক লখনউ এবং মাওলানা আবদুল ওয়াসীর কাছেও ধর্মীয় জ্ঞান অধ্যয়ন করেন। তিনি মাওলানা শাহ আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলভীর হাদিস শিক্ষায় অংশ নেন এবং হাদীসের সনদ লাভ করেন।[১][২]
বায়আত ও খেলাফত
[সম্পাদনা]তিনি তার চাচা হযরত আলে আহমদ ("আছে মিয়া") থেকে বায়আত গ্রহণ করেন ও খেলাফতপ্রাপ্ত হন।
শিষ্য
[সম্পাদনা]তার অধিকাংশ শিষ্য (খলিফা) ছিলেন তাদের সময়ের সূফী। তাদের কয়েকজনের নাম এখানে দেওয়া হল:
- সৈয়দ শাহ জহুর হোসাইন
- সৈয়দ আবুল হাসান হোসাইন আহমদ নুরী
- আহমদ রেজা খান বেরলভী
- সৈয়দ শাহ মাহদী হাসান মারহারাভী
- সৈয়দ শাহ জহুরুল হাসান মারহারাভী
মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৮৭৯ সালে ভারতের মারহারায় মৃত্যুবরণ করেন৷ তার মাজার ভারতের উত্তর প্রদেশের খানকায়ে বরকাতীয়া মারহারা শরীফে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Murshid-e-AlaHadrat Khaatim al-Akaabir Hadrat Shah Aal-e-Rasool Marehrwi Alaihir raHmah"। ২০১৫-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২১।
- ↑ "اعلیٰ حضرت امام احمد رضا قادری کے اساتذہ کرام Pioneers of Islamic Beliefs And Protection. Islamic Magazine Tahaffuz Karachi, Pakistan"। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২১।