শাহ আলে রাসুল মারহারাভী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মখদুম শাহ আলে রাসুল মারহারাভী কাদেরী বরকাতী (ফেব্রুয়ারি ১৭৯৫ – ডিসেম্বর ১৮৭৯) অনুযায়ী (রজব ১২০৯ – ১৮ জিলহজ্ব ১২৯৬ হিজরী) কাদেরিয়া তরিকার ৩৭ তম ইমাম ও শায়খ। তার উপাধি হল খাতিমুল আকাবির। তার পিতার নাম সৈয়দ শাহ আলে বরকাতী, তিনি সাতরে মিয়া নামেও পরিচিত।[১]

সৈয়দ শাহ আলে রাসুল মারহারাভী
উপাধিখাতিমুল আকাবির
ব্যক্তিগত তথ্য
জন্ম১৭৯৫ সাল
মৃত্যু১৮৭৯ সাল
সমাধিস্থলমারহারা শরীফ, উত্তর প্রদেশ, ভারত
ধর্মইসলাম
পিতামাতাসৈয়দ শাহ আলে বরকাতী
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
তরিকাকাদেরী
ঊর্ধ্বতন পদ
যার দ্বারা প্রভাবিত

জন্ম ও পরিচয়[সম্পাদনা]

আলে রাসুল মারহারাভী ১৭৯৫ সালে ভারতের উত্তর প্রদেশের মারহারায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ শাহ আলে বরকাতী প্রকাশ সাতরে মিয়া।

শিক্ষা[সম্পাদনা]

আলে রাসুল তার পিতার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অধ্যয়ন করেন। তিনি আইন-উল-হক শাহ আবদুল মজিদ বদায়ুনী, মাওলানা শাহ সালাসাত কাশফি বদায়ুনী, মাওলানা আনোয়ার সাহেব ফারঙ্গী মাহিলি, হযরত শাহ নূর-উল-হক লখনউ এবং মাওলানা আবদুল ওয়াসীর কাছেও ধর্মীয় জ্ঞান অধ্যয়ন করেন। তিনি মাওলানা শাহ আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলভীর হাদিস শিক্ষায় অংশ নেন এবং হাদীসের সনদ লাভ করেন।[১][২]

বায়আত ও খেলাফত[সম্পাদনা]

তিনি তার চাচা হযরত আলে আহমদ ("আছে মিয়া") থেকে বায়আত গ্রহণ করেন ও খেলাফতপ্রাপ্ত হন।

শিষ্য[সম্পাদনা]

তার অধিকাংশ শিষ্য (খলিফা) ছিলেন তাদের সময়ের সূফী। তাদের কয়েকজনের নাম এখানে দেওয়া হল:

মৃত্যু[সম্পাদনা]

তিনি ১৮৭৯ সালে ভারতের মারহারায় মৃত্যুবরণ করেন৷ তার মাজার ভারতের উত্তর প্রদেশের খানকায়ে বরকাতীয়া মারহারা শরীফে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Murshid-e-AlaHadrat Khaatim al-Akaabir Hadrat Shah Aal-e-Rasool Marehrwi Alaihir raHmah"। ২০১৫-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২১ 
  2. "اعلیٰ حضرت امام احمد رضا قادری کے اساتذہ کرام Pioneers of Islamic Beliefs And Protection. Islamic Magazine Tahaffuz Karachi, Pakistan"। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২১