বিষয়বস্তুতে চলুন

মেলানি গ্রিফিথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেলানি গ্রিফিথ
২০১৬ সালে গ্রিফিথ
জন্ম
মেলানি রিচার্ডস গ্রিফিথ

(1957-08-09) ৯ আগস্ট ১৯৫৭ (বয়স ৬৭)
নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
শিক্ষাহলিউড প্রফেশনাল স্কুল
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৯–বর্তমান
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)[]
রাজনৈতিক দলডেমোক্রেটিক[]
দাম্পত্য সঙ্গীডন জনসন
(বি. ১৯৭৬; বিচ্ছেদ. ১৯৭৬)

(বি. ১৯৮৯; বিচ্ছেদ. ১৯৯৬)
স্টিভেন বাউয়ার
(বি. ১৯৮১; বিচ্ছেদ. ১৯৮৯)

অ্যান্টোনিও ব্যান্ডেরাস
(বি. ১৯৯৬; বিচ্ছেদ. ২০১৫)
সন্তান৩, ডাকোটা জনসন-সহ
পিতা-মাতাপিটার গ্রিফিথ
টিপ্পি হার্ডেন
আত্মীয়ট্রেসি গ্রিফিথ

মেলানি রিচার্ডস গ্রিফিথ (ইংরেজি: Melanie Richards Griffith; জন্ম: ৯ আগস্ট, ১৯৫৭)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি কৈশোরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং প্রাপ্তবয়স্ক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ছিল আর্থার পেনের পরিচালনায় জিন হ্যাকম্যানের বিপরীতে নাইট মুভস (১৯৭৫)। তিনি ব্রায়ান ডি পালমার বডি ডাবল (১৯৮৪) চলচ্চিত্র দিয়ে খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার লাভ করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৮৬ সালের সামথিং ওয়াইল্ড ছবিতে কাজের জন্য সমাদৃত হন এবং ১৯৮৮ সালের ওয়ার্কিং গার্ল ছবিতে কাজ করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন এবং শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

১৯৯০-এর দশকে গ্রিফিথকে সমালোচকদের দ্বারা প্রশংসিত কয়েকটি ধারাবাহিকে কাজ করতে দেখা যায়। তিনি বাফালো গার্লস (১৯৯৫) ও আরকেও টুএইটিওয়ান (১৯৯৯) ধারাবাহিকে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। অন্যদিকে তিনি শাইনিং থ্রো (১৯৯২) ছবিতে তার কাজের জন্য সবচেয়ে খারাপ অভিনেত্রী বিভাগে ও মুলহল্যান্ড ফলস (১৯৯৬) ছবিতে তার কাজের জন্য সবচেয়ে খারাপ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন রাসবেরি পুরস্কার লাভ করেন এবং দ্য বোনফায়ার অব দ্য ভেনেটাইজ (১৯৯০), বর্ন ইস্টারডে (১৯৯৩), টু মাচ (১৯৯৫), ক্রেজি ইন অ্যালাবামা (১৯৯৯), সেসিল বি. ডামেন্টেড (২০০০) ছবির জন্য সবচেয়ে খারাপ অভিনেত্রী বিভাগে গোল্ডেন রাসবেরি পুরস্কারে মনোনীত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Parish 2002, পৃ. 117।
  2. Daunt, Tina (অক্টোবর ১২, ২০১১)। "Antonio Banderas and Melanie Griffith Holding Obama Fundraiser at Their Home"The Hollywood Reporter। সংগ্রহের তারিখ মার্চ ৯, ২০১৫ 
  3. "Melanie Griffith"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস এলএলসি। ২৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]