মুহাদ্দিস
অবয়ব
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
মুহাদ্দিস হলেন সেই ব্যক্তি যিনি হাদিস শাস্ত্র এর বর্ণনা ও এ বিষয়ে জ্ঞান রাখেন। এভাবে তিনি হাদিসের অনেক বর্ণনা এবং বর্ণনাকারীদের অবস্থার সাথে পরিচিত।[১] মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন, সিহাহ সিত্তার ছয় জন লেখক- বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজি ও ইবনে মাজাহ। এছাড়াও শামস উদ্দিন আল-যাহাবি, আল-হাকিম আল-নিশাপুরি ইবনে কাছির আল-দামেশকি, আবু বকর ইবনে আবি সাইথামা, আল-দিনুরি, আল-সাখাভি, দারেকুতনি, ইবনে হাজর আসকালানী, জালালুদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ রেজা খান বেরলভী এবং ইবনে জুযরি।[২] সমসাময়িকদের মধ্যে আছেন যুফরুদ্দিন বিহারি, নঈম উদ্দিন মুরাদাবাদী, আমজাদ আলী আজমী, ইমাম আলবানী, শুয়াইব আরনাউত, আবু ইসহাক আল-হুওয়াইনি এবং মুস্তফা আল-আদাভী।[৩][৪][৫][৬]
উল্লেখযোগ্য মুহাদ্দিস
[সম্পাদনা]- ইমাম মালিক (৭১১-৭৯৫)
- আহমদ বিন হাম্বল (৭৮০-৮৫৫)
- আবদ আল রাজ্জাক আল সান'আনি (৭৪৪-৮২৬)
- ইমাম বুখারী (৮১০-৮৭০)
- আবু দাউদ (৮১৭-৮৮৯)
- ইমাম মুসলিম (৮২১-৮৭৫)
- ইমাম তিরমিজি (৮২৪-৮৯২)
- ইমাম ইবনে মাজাহ (৮২৪-৮৮৭)
- ইমাম নাসাই (৮২৯-৯১৫)
- ইবনে খুজায়মা (৮৩৭-৯২৩)
- ইবনে হিব্বান (৮৫৪-৯৬৫)
- আত-তাবারানি (৮৭৩-৯৭১)
- আল-দারাকুতনী (৯১৮-৯৯৫)
- হাকিম নিশাপুরী (৯৩৩-১০১৪)
- আল-বায়হাকী (৯৯৪-১০৬৬)
- ইবনে আবদুল বার (৯৭৮-১০৭১)
- আল-বাগাভী (১০৪১-১১২২)
- ইবনে আসাকির (১১০৫-১১৭৬)
- ইবনে জাওজি (১১১৬-১২০১)
- ইমাম নববি (১২৩৩-১২৭৭)
- ইমাম আয-যাহাবি (১২৭৪-১৩৪৮)
- ইবনে কাসির (১৩০১–১৩৭৩)
- তাজ উদ্দিন আস-সুবকি (১৩২৭-১৩৭০)
- ইবনে হাজার আসক্বালানী (১৩৭২-১৪৪৯)
- আল-সাখাভী (১৪২৮-১৪৯৭)
- জালালুদ্দীন সুয়ুতী (১৪৪৫-১৫০৫)
- মুল্লা আলী আল-ক্বারী (১৫২৯-১৬০৫)
- আবদুল হক দেহলভী (১৫৫১-১৬৪২)
- শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (১৭০৩-১৭৬২)
- শাহ আবদুল আজিজ (১৭৪৬-১৮২৪)
- আহমদ রেজা খান বেরলভী (১৮৫৬-১৯২১)
- আহমদ ইয়ার খান নঈমী (১৯০০-১৯৭০)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ تيسير مصطلح الحديث، د. محمود الطحان، مركز الهدى للدراسات، الإسكندرية، 1415 هـ، ص17
- ↑ ড, আব্দুল হালিম (২০১৮)। আমাদের অনন্য সনদ। হাটহাজারী, চট্টগ্রাম: আল-ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশন।
- ↑ আল্লামা, গোলাম রসুল সাঈদী। তাযকেরাতুল মুহাদ্দিসীন। ঢাকা: ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ।
- ↑ মুফতী, আমিমুল ইহসান রহঃ (২০১০)। হাদীসশাস্ত্রের ইতিহাস। আন্দরকিল্লা, চট্টগ্রাম: মুহাম্মদী কুতুবখানা।
- ↑ ড, আব্দুল হালিম (২০১৮)। আমাদের অনন্য সনদ। হাটহাজারী, চট্টগ্রাম: আল-ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশন।
- ↑ বারাকাতি, আমিমুল ইহসান রহঃ। তারীখে ইলমে হাদীস।