আলাপ:মুহাদ্দিস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান![সম্পাদনা]

@মো. মাহমুদুল আলম ভাই!! মুহাদ্দিস বানানটা ঈ-কার থেকে ই-কার দিয়ে লিখলেই ভালো হয়। তদ্রূপ হাদিস, উলুমুল, কওমি এভাবে বানান লিখলে ভালো হয়। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:০৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বানান লিখে ছিলাম সফটওয়্যার নেয়নি। পরে ঈ দিলাম, নিল। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৯:৪৫, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম হ্যা। মুহাদ্দিস পাতাটি আগেই উইকিতে ছিলো। এইজন্য নেয়নি। @Al Riaz Uddin Ripon ভাই!! নিবন্ধটা মুহাদ্দিস নামে স্থানান্তর করুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১০:৫২, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ত সার্চ দিয়ে তারপর মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:৪৩, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram: করেছি। আপনি একটু নিবন্ধের ভেতরের উইকিসংযোগগুলো ও রচনাশৈলী ঠিক করে দেন। User:মো. মাহমুদুল আলম দেখতেছি ভুল উইকিসংযোগ ব্যবহার করেছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৫১, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
উইকি সংযোগ কি? মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:২০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম উইকি সংযোগ হচ্ছে, কোন লেখার সাথে নিবন্ধ যোগ করা। যেমনঃ