বিষয়বস্তুতে চলুন

রূপম ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Rupam Islam থেকে পুনর্নির্দেশিত)
রূপম ইসলাম
রূপম ইসলাম
রূপম ইসলাম
প্রাথমিক তথ্য
জন্ম (1974-01-25) জানুয়ারি ২৫, ১৯৭৪ (বয়স ৫০)
উদ্ভবকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনবাংলা রক, আধুনিক বাংলা গান
কার্যকাল১৯৯৮-বর্তমান
ওয়েবসাইটwww.rupamislam.com

রূপম ইসলাম (জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৭৪) হলয় বাঙালি গায়ক, সুরকার, গীতিকার ও লেখক।[] তিনি বিখ্যাত বাংলা রক্‌ ব্যান্ড ফসিলস্‌-এর প্রধান কন্ঠ শিল্পী।[][] তিনি মূলত তাঁর সোলো অ্যালবাম এবং ফসিল্‌স-এর অ্যালবাম দ্বারা বিপুল খ্যাতি লাভ করেছেন। এছাড়াও তিনি বহু বাংলা ছবি-তে নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন। দুটো হিন্দি ছবি এবং একটি তেলুগু ছবিতে তিনি গান গেয়েছেন। বিভিন্ন বাংলা ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনের জন্যেও তাঁকে গান গাইতে শোনা গেছে। ২০১০ সালে বাংলা ছবি মহানগর@কলকাতা-তে নেপথ্য গায়ক হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯৭৪ সালের ২৫ জানুয়ারি, নুরুল ইসলাম এবং ছন্দিতা ইসলামের একমাত্র সন্তান রূপমের জন্ম। তিনি তাঁর বাবা-মা পরিচালিত ঝংকার শিল্পী গোষ্ঠির অনুষ্ঠানে প্রথমবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন; তখন তাঁর বয়স মাত্র চার। মাত্র ছয়-সাত বছর বয়সে অন্নদাশঙ্কর রায়-এর একটি ছড়ায় প্রথমবার সুর সংযোজনা করেন, এবং সে গান বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে গাইতে শুরু করেন। এমনকি আট বছর বয়স থেকে আকাশবাণী এবং দূরদর্শন-এও নিয়মিত অনুষ্ঠান করতে থাকেন।

কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন রূপম। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অধীনে বিএড শেষ করে টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা শুরু করেন।

সঙ্গীত

[সম্পাদনা]

শিক্ষকতার পাশাপাশি সঙ্গীতচর্চা চলতে থাকে রূপমের।[] ফসিল্‌স তৈরি হবার আগেও বিভিন্ন ব্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। যেমন 'রিদিম', 'রিদমিক', 'হরিদাসের ডানা' এবং 'দূরের গাংচিল। দুর্ভাগ্যবশত, সে ব্যান্ডগুলি চিরস্থায়ী হতে পারেনি।

১৯৯৮ সালে রূপমের প্রথম সোলো অ্যালবাম 'তোর ভরসাতে' এইচএমভি থেকে প্রকাশিত হয়, তবে তা বাণিজ্যিকভাবে অসফল থেকে যায়। পরবর্তীতে ২০০৩ সালে সে অ্যালবামটি 'নীল রং ছিল ভীষণ প্রিয়' নামে পুনঃপ্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

১৯৯৮ সালে ফসিল্‌স-এর আত্মপ্রকাশ ঘটে। ২০০২ সালে তাঁদের প্রথম অ্যালবাম 'ফসিল্‌স' আশা অডিও থেকে প্রকাশিত হয়।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৩ সালে রূপমের সাক্ষাত হয় রূপসা দাসগুপ্তের সাথে। রূপসা তখন ফসিল্‌স সহ চারটে ব্যান্ডকে নিয়ে একটি বিখ্যাত ব্র্যান্ডের জন্য অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কর্মরত ছিলেন। সেই সূত্রেই তাঁদের আলাপ হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরী হয়, এবং বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। ২০০৭ সালের ২১ অক্টোবর তাঁদের বিবাহ হয়, এবং ঠিক তার তিন বছর পর, অর্থাৎ ২০১০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের সন্তান রূপ আরোহণ প্রমিথিউসের জন্ম হয়।

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

সোলো অ্যালবাম

[সম্পাদনা]
শাল অ্যালবাম অডিও লেবেল
১৯৯৮ তোর ভরসাতে এইচএমভি
২০০৩ নীল রং ছিল ভীষণ প্রিয়

(তোর ভরসাতে পুনঃপ্রকাশিত)

এইচএমভি
২০১০ ন হন্যতে সারেগামা এইচএমভি
২০১১ নিষ্ক্রমণ সারেগামা এইচএমভি
২০১৪ প্রেরণা টাইমস মিউসিক
২০১৭ নতুন নিয়ম বাংলা রক্‌
২০২০ আমি বাংলা রক্‌

সিঙ্গেলস

[সম্পাদনা]
সাল গান অডিও লেবেল
২০১৮ আমি তোমায় ভালোবাসি ১ বাংলা রক্‌
২০১৮ আমি তোমায় ভালোবাসি ২ বাংলা রক্‌
২০১৮ রুনানুবন্ধ বাংলা রক্‌
২০১৯ স্তর জি মিউসিক বাংলা
২০২০ দগদগে ইতিহাসের ঘা বাংলা রক্‌
২০২০ বিভাজন বাংলা রক্‌
২০২০ ঈশ্বর বাংলা রক্‌
২০২১ ফিসফাস যুগে বাংলা রক্

অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ

[সম্পাদনা]
শাল অ্যালবাম/সিঙ্গেলস সহ শিল্পী অডিও লেবেল
২০০৭ রূপম এন বাম্পি বাম্পি ইউডি সিরিস
২০১৩ লাস্ট কাউন্টার সোমলতা আচার্য্য চৌধুরী

অনিন্দ্য চট্টোপাধ্যায়

সাহানা বাজপেয়ী

রাজকুমার সেনগুপ্ত

অর্ণব চৌধুরী

ইনরেকো
২০১৭ ভুলে যাই পুরনো সে দিন দেবাদিত্য চৌধুরী বাংলা রক্‌
২০১৮ গানের জন্ম তন্ময় বোস বাংলা রক্‌
২০১৮ অ্যাডভেঞ্চার কৌশিক চক্রবর্তি

সায়ন মিত্র

তিমির বিশ্বাস

তমাল কান্তি হালদার

অনন্যা ভট্টাচার্জি

তুষার দেবনাথ

কবীর চট্টপাধ্যায়

নীলাঞ্জন মন্ডল

স্যুয়াশা সেনগুপ্ত

বাংলা রক্‌

ফসিল্‌স

[সম্পাদনা]
সাল অ্যালবাম অডিও লেবেল
২০০২ ফসিল্‌স আশা অডিও
২০০৪ ফসিল্‌স ২ আশা অডিও
২০০৬ মিশন এফ আশা অডিও
২০০৭ অপদার্থ আশা অডিও
২০০৯ ফসিল্‌স ৩ আশা অডিও
২০১৪ ফসিল্‌স ৪ বাংলা রক্‌
২০১৭ ফসিল্‌স ৫ বাংলা রক্‌
২০১৯ ফসিল্‌স ৬ বাংলা রক্‌

রূপমের লেখা বইয়ের তালিকা

[সম্পাদনা]
শাল বই প্রকাশক
২০০৬ এপিটাফ আহির পাবলিকেশন্স
২০০৯ রূপম অন দ্য রক্‌স আনন্দ পাবলিশারস
২০১২ এই তো আমি আনন্দ পাবলিশারস
২০১৪ রক্‌স্টার আনন্দ পাবলিশারস
২০১৭ বিশ্বরূপম আনন্দ পাবলিশারস

ফিল্মোগ্রাফি

[সম্পাদনা]
শাল ছবি গান সুরকার গীতিকার সহ শিল্পী ভাষা
২০০৮ জন্নত জন্নত জহাঁ প্রীতম চক্রবর্তী নীলেশ মিশ্র হিন্দি
২০০৮ চলো লেটস গো ক্রস দ্য লাইন নীল দত্ত অঞ্জন দত্ত বাংলা
২০০৯ পিয়ালীর পাসওয়ার্ড বাংলা
২০০৯ ম্যাডলি বাঙালি আই ক্যান ডু

সময়

নীল দত্ত অঞ্জন দত্ত বাংলা
২০০৯ ওলট পালট বাংলা
২০০৯ দ্বন্দ্ব বারে বারে ময়ূখ ভৌমিক মৈণাক সিনহা বাংলা
২০০৯ অংশুমানের ছবি বাংলা
২০০৯ রিস্ক চলো ইন্ডিয়া বিক্রম ঘোষ বিক্রম ঘোষ বাংলা
২০০৯ অল দি বেস্ট : ফান বিগিন্স দিল করে প্রীতম চক্রবর্তী কুমার সুরজ জগন হিন্দি
২০১০ শুকনো লঙ্কা সিং নেই তবু নাম (রিমিক্স) হেমন্ত মুখোপাধ্যায়

দেবজ্যোতি মিশ্র (রিমিক্স)

গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা
২০১০ ০৩৩ রডডেনড্রন সুব্রত ঘোস ও জয়জিত লাহিড়ী

চন্দ্রবিন্দু (পুনঃনির্মাণ)

সুব্রত ঘোস ও জয়জিত লাহিড়ী বাংলা
২০১০ অন্তিম শ্বাস সুন্দর তুমি দিয়েছ যা

একটি জীবন আমি পেলাম তোকে

পূর্বায়ণ চ্যাটার্জি বাংলা
২০১০ তাঁরা দু'মুঠো ভাত তপন সিনহা ব্রাত্য বসু বাংলা
২০১০ অটোগ্রাফ বেঁচে থাকার গান অনুপম রায়

দেবজ্যোতি মিশ্র

অনুপম রায় বাংলা
২০১০ মহানগর@কলকাতা রক্তের গান ও পতঙ্গদের স্বপ্ন

বাতরক্ত

এই তো আমি

রূপম ইসলাম রূপম ইসলাম বাংলা
২০১০ নটবর নট আউট ভিতরে বায়রে উড়ান দেবজ্যোতি মিশ্র দেবজ্যোতি মিশ্র বাংলা
২০১১ চ্যাপলিন কে কে কে জানে ইন্দ্রদীপ দাশগুপ্ত অশোক শর্মা বাংলা
২০১১ জিও কাকা আমাদের কলকাতায় নীল দত্ত শ্রীজাত বাংলা
২০১১ ইচ্ছে হ্যালুসিনেশন সুরজিত চ্যাটার্জি বাংলা
২০১১ বাইশে শ্রাবণ এই শ্রাবণ অনুপম রায় অনুপম রায় বাংলা
২০১২ ওম শান্তি ধুলো ধুলো হয়ে যাচ্ছে আমার চেনা পৃথিবী রূপম ইসলাম রূপম ইসলাম বাংলা
২০১২ বেডরুম হু অ্যাম আই

অ্যামেন

বেডরুম টাইটেল ট্র্যাক

রূপম ইসলাম

অ্যালান তেমজেন আও

রূপম ইসলাম বাংলা
২০১২ হেমলক সোসাইটি ফিরিয়ে দেওয়ার গান অনুপম রায় অনুপম রায় বাংলা
২০১২ মুক্তধারা দৌড় দৌড় সুরজিত চ্যাটার্জি সুরজিত চ্যাটারজি বাংলা
২০১৩ সুইটহার্ট তোর গোধুলী উঠোনে যশ-অমিত সোমনাথ কর বাংলা
২০১৩ অন্ন্য না ছুটছে একাই মন শমীক সিনহা গৌতম সুশ্মিত বাংলা
২০১৩ মিশর রহস্য কাকাবাবুর গান ইন্দ্রদীপ দাশগুপ্ত শ্রীজাত বাংলা
২০১৪ পিল্লা নুভ্‌ভু লেনি জীভিথাম নীলি নীলি কাল্লাদানা অনুপ রুবেন্স শ্রী মানি তেলুগু
২০১৪ আমার আমি চেনা চেনা মুখ কবীর ও শিবা অর্ক সিনহা বাংলা
২০১৪ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে তুমি নন্দিনী স্যাভি স্যাভি বাংলা
২০১৪ ফোর্স ফোর্স টাইটেল ট্র্যাক সপ্তর্ষি মুখার্জি সপ্তর্ষি মুখার্জি বাংলা
২০১৫ ঝুমুরা চন্দ্র সহ বংশীধর ১ প্রসন্ন রায় প্রসন্ন রায় বাংলা
২০১৫ শি ছুটছে রানার তপন তপন রিথ বাংলা
২০১৫ ওটাই লাস্ট এমএমএস রিপু পার্থ পার্থ বাংলা
২০১৫ টার্গেট কলকাতা রোজনামচা নয়ন ভট্টাচার্জি বাংলা
২০১৫ রাজকাহিনী ভারত ভাগ্য বিধাতা রবীন্দ্রনাথ ঠাকুর

ইন্দ্রদীপ দাশগুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর কবীর সুমন

কৌশিকী চক্রবর্তী

রূপঙ্কর বাগচী

লোপামুদ্রা মিত্র

বাবুল সুপ্রিয়

শ্রাবণী সেন

সিধু

শ্রীকান্ত আচার্য

অনুপম রায়

অন্বেষা

ইন্দ্রদীপ দাশগুপ্ত

বাংলা
২০১৫ এক ফালি রোদ পিচগলা রাস্তায়

হাজার স্কয়ার ফিট স্বপ্নের বাড়ি

জয় সরকার সূচন্দ্রা চৌধুরী বাংলা
২০১৫ নকশাল সহজ মানুষ

এই একটা দিন

বিপ্লব

এখন সময়

রূপম ইসলাম

অ্যালান তেমজেন আও

রূপম ইসলাম শ্যাম খ্যাপা

অনির্বাণ ঘোষাল

অভিনব মুখার্জি

সুদিপ্ত দাস

বাংলা
২০১৬ ষড়রিপু হি ইস দ্য বস্‌ দেব সেন শ্রীজাত বাংলা
২০১৭ যকের ধন ছায়া যুদ্ধ মীমো প্রান্তিক চক্রবর্তি সঞ্চারী চৌধুরী বাংলা
২০১৭ ইয়েতি অভিযান কাকাবাবুর অভিযান ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রসেন অরিজিৎ সিং

অনুপম রায়

বাংলা
২০১৮ আলেয়া বন্ধু এসো রোহন গাঙ্গুলী শামীম বাংলা
২০১৮ ক খ গ ঘ ক খ গ ঘ মিশন অনিন্দ্য চট্টোপাধ্যায় অনিন্দ্য চট্টোপাধ্যায় বাংলা
২০১৮ আলীনগরের গোলকধাঁধা ইতিহাস কবিতা মীমো প্রান্তিক চক্রবর্তি বাংলা
২০১৮ রিইউনিয়ন মানুষ এখনও মানুষের পাশে জয় সরকার রাজীব চক্রবর্তি রূপঙ্কর বাগচী বাংলা
২০১৮ হ্যাপি পিল্‌ ধুলো ঝেড়ে তাই স্যাভি দীপাংশু
২০১৮ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইটেল ট্র্যাক জিৎ গাঙ্গুলী রাজা চন্দ বাংলা
২০১৮ বাঘ বন্দি খেলা বাঘ বন্দি খেলা টাইটেল ট্র্যাক জিৎ গাঙ্গুলী রিতম সেন বাংলা
২০১৮ অস্কার মন জুড়ে থাকিস অস্কার লয়-দীপ লয়-দীপ বাংলা
২০১৯ রং নাম্বার দু'চোখে তোর রাহুল মজুমদার সৌরভ মালাকার বাংলা
২০২০ দ্বিতীয় পুরুষ আমি আছি অনুপম রায় অনুপম রায় বাংলা
২০২৩ দশম অবতার আগুনখেকো অনুপম রায় অনুপম রায় বাংলা

ওয়েব সিরিজ

[সম্পাদনা]
শাল ওয়েব সিরিজ গান সুরকার গীতিকার সহ শিল্পী ভাষা
২০২০ জাজমেন্ট ডে জাজমেন্ট ডে রূপম ইসলাম অর্চন চক্রবর্তি হিন্দি
২০২০ ফেলুদা ফেরত ফেলুদা ফেরত টাইটেল ট্র্যাক জয় সরকার শ্রীজাত রূপঙ্কর বাগচী

অনুপম রায়

বাংলা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কে রুপম, কেন আলোচনায়?"। ২০১৬-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৩ 
  2. "এক সন্ধ্যায় একক রূপম ইসলাম, সঙ্গে গিটার – Indian Express Bangla"indianexpress.com। জুন ৮, ২০১৯। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০ 
  3. "'বইচোর' রূপমের নতুন অ্যালবাম এবার সিডি-তে, ইউটিউবেও এল মিউজিক ভিডিও - TheWall"thewall.in। ২৯ এপ্রিল ২০২০। এপ্রিল ৩০, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০ 
  4. "কে রুপম, কেন আলোচনায়?"kalerkantho.com। ৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ মে ১৪, ২০২০  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |2= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |3= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]