বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা | |
---|---|
![]() বাঘ বন্দি খেলা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | |
প্রযোজক | নিসপাল সিং |
রচয়িতা | এন. কে. সলিল |
চিত্রনাট্যকার | এন. কে. সলিল |
কাহিনিকার | এন. কে. সলিল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলি |
চিত্রগ্রাহক | সুজিত মন্ডল |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দর ফিল্মস |
মুক্তি | ১৬ নভেম্বর ২০১৮ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৬ কোটি |
আয় | ৫ কোটি |
বাঘ বন্দি খেলা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজা চন্দ ,সুজিত মন্ডল, হরনাথ চক্রবর্তী।[১] প্রযোজনা করেছে নিসপাল সিং। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিকা সেন। [২]
এই চলচ্চিত্রে মোট ৩টি দৃশ্য উপস্থান হয়েছে। ১ম দৃশ্য এ বাঘ ওরফে বারিন ঘটক এর কাহিনী রয়েছে। ২য় দৃশ্য এ বন্দি বলতে দুইজন ওয়েডিং প্লানারের জীবনের কাহিনী রয়েছে। ৩য় দৃশ্য এ একজন উকিল ও তার পরিবার এর মধ্যকার সমস্যা ও সমঝোতার কাহিনী রয়েছে।[৩]
বাঘ বন্দি খেলা একটি তিনটি গল্পের একটি নৃতাত্ত্বিক চলচ্চিত্র যা প্রতিটি চরিত্রের জীবনের উপর অপরাধের প্রভাব অনুসন্ধান করে। বারিন ঘটকের পক্ষে অপরাধ দমন করা একটি মিশন, হীরক অপরাধের সাক্ষী হয়ে ম্যানিক বিভ্রান্তি সৃষ্টি করে, অন্যদিকে অগ্নিদেব রায়ের কাছে অপরাধ কেবল একটি খেলা।এতে বাংলা চলচ্চিত্রের তিন সুপার তারকাদের নিজস্ব অনন্য উপায়ে লড়াই করতে দেখা যায়।
কাহিনী
[সম্পাদনা]তিনটি ব্যক্তির চারদিকে আবর্তিত তিনটি গল্প । এক ছদ্মবেশী গুপ্তচর, হত্যার সাক্ষী এবং অপরাধী প্রতিরক্ষা আইনজীবী সবগুলিই একটি সাধারণ সুতো দ্বারা আবদ্ধ - সেটা হল তাদের জীবনে অপরাধের প্রভাব।
অভিনয়
[সম্পাদনা]- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় -অগ্নিদেব রায়
- জিৎ - বাঘ/বারিন ঘটক
- সোহম চক্রবর্তী -হীরক
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় -হীরকের প্রেমিকা
- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় -বারিন ঘটকের স্ত্রী
- ঋত্বিকা সেন -অগ্নিদেব রায়ের মেয়ে[৪]
- সৌরভ চক্রবর্তী[৫]
- শান্তিলাল মুখোপাধ্যায়
- অঞ্জনা বসু
- রাজেশ শর্মা
- ভরত কল
- বিশ্বনাথ বসু
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'বাঘ বন্দি খেলা'য় এক ফ্রেমে প্রসেনজিৎ, জিৎ ও সোহম"। Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।
- ↑ "3 Star In 1"। টাইমস অফ ইন্ডিয়া। ১০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "বাঘ বন্দি খেলা"। এই সময়। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।
- ↑ "Release date of Bagh Bandi Khela– News18 Bangla"। News18 Bengali। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।
- ↑ "Saurav Chakraborty in Sesh Theke Suru - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।