বিষয়বস্তুতে চলুন

সাহানা বাজপেয়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহানা বাজপেয়ী
জন্মশান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত
উদ্ভবশান্তিনিকেতন
ধরনরবীন্দ্রসংগীত, ফিউশন, লোক
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রপিয়ানো, কীবোর্ড, কণ্ঠ
কার্যকাল২০০৭–বর্তমান
লেবেলবেঙ্গল মিউজিক কোম্পানি
ওয়েবসাইটsahanabajpaie.com

সাহানা বাজপেয়ী একজন ভারতীয়-বাংলাদেশী সংগীতশিল্পী এবং রবীন্দ্রসংগীতের সমকালীন প্রকাশক।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সাহানা বাজপেয়ীর ছোটবেলা কাটে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তার বাবা-মা দুজনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সাহানা ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন। সেখানেই তার সংগীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। তিনি মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন। পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতরবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে বাজপেয়ী বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তারা একসাথে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিক রিচার্ড হেররেটের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এবং বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। তার এক মেয়ে আছে।

ডিস্কের তালিকা

[সম্পাদনা]

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]
বছর অ্যালবামের বিবরণ
২০০৭ নতুন করে পাবো বলে
  • মুক্তি: মার্চ ৬, ২০০৭
  • লেবেল: বেঙ্গল মিউজিক কোম্পানি
  • বিন্যাস: সিডি, ডিজিটাল ডাউনলোড
ট্র্যাক[]
  1. ওই-যে ঝড়ের মেঘের (৫:২৩)
  2. মোর ভাবনারে (৩:০৫)
  3. এতদিন যে বসে ছিলেম ()
  4. তোমার খোলা হাওয়া (৫:০৬)
  5. তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (৪:৫২)
  6. আমার নিশীথ রাতের বাদলধারা (৪:০০)
  7. তুমি কোন পথে যে এলে (৪:৫৯)
  8. ফুলে ফুলে ঢ'লে ঢ'লে (৩:২৫)
  9. আজ জ্যোৎস্না রাতে (৪:৩৮)
  10. কোন পুরাতন প্রাণের টানে (২:১৫)

প্লেব্যাক

[সম্পাদনা]
  • ২০১৪ - তোমায় গান শোনাব - আন্ডারকনস্ট্রাকশন
  • ২০১৪ - পৌষ তোদের - আন্ডারকনস্ট্রাকশন
  • ২০১৫ - যা বলো তাই বলো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাহানা বাজপেয়ী"sahanabajpaie.com। ২৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১১ 
  2. "সাহানা বাজপেয়ী অ্যালবাম"sahanabajpaie.com। ৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]