বাল্টিক সাগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Baltic Sea থেকে পুনর্নির্দেশিত)
বাল্টিক সাগরের মানচিত্র
বাল্টিক সাগর, পোল্যান্ড

বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত। এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত। পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত। কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত। বাল্টিক সাগরের কতগুলো বাহু রয়েছে যেগুলোকে উপসাগরে মর্যাদা দেওয়া হয়েছে। উত্তরে অবস্থিত বথনিয়া উপসাগর, উত্তর-পূর্বে ফিনল্যান্ড উপসাগর ও পূর্বে রিগা উপসাগর অবস্থিত।

দেশসমূহ[সম্পাদনা]

যেসব দেশের সাথে সরাসরি সীমানা রয়েছে:

যেসব দেশের সাথে সরাসরি সীমানা নেই তবে ড্রেইনেজ বেসিনের মাধ্যমে যুক্ত:

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]