জাতীয় সড়ক ৩১এ (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(৩১এ নং জাতীয় সড়ক (ভারত) থেকে পুনর্নির্দেশিত)
জাতীয় সড়ক ৩১A shield}}
জাতীয় সড়ক ৩১A
পথের তথ্য
দৈর্ঘ্য৯১ কিমি (৫৭ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:সেভোক
প্রধান সংযোগস্থলএন এস ৩১
পর্যন্ত:গ্যাংটক
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ,সিকিম
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ৩১ এনএইচ ৩১B

এই মহাসড়কটি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে দিয়ে গেছে। এর মোট দৈর্ঘ্য ৯১ কিলোমিটার। এটি সেভোকের কাছে ৩১ নং জাতীয় সড়ক থেকে শুরু হয়ে হয়ে সিকিমে প্রবেশ করে সিকিমের রাজধানী শহর গ্যাংটক পর্যন্ত গেছে।

গুরুত্ব[সম্পাদনা]

এই মহাসড়ক দ্বারা সিকিম পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষের সঙ্গে যুক্ত। সিকিমে রেলপথ নেই ফলে এই মহকসড়কটি যোগাযোগের একমাত্র মাধ্যম। সিকিমের সমস্ত ব্যবসা বাণিজ্য এই মহাসড়কের মাধ্যমে হয়।

পথ[সম্পাদনা]

পদটীকা[সম্পাদনা]