দুর্গাপুর এক্সপ্রেসওয়ে
অবয়ব
| দুর্গাপুর এক্সপ্রেসওয়ে | |
|---|---|
| পথের তথ্য | |
| দৈর্ঘ্য | ৬৫ কিলোমিটার (৪০ মাইল) |
| প্রধান সংযোগস্থল | |
| পূর্ব প্রান্ত: | ডানকুনি (কলকাতা) |
| পশ্চিম প্রান্ত: | পালসিট (দুর্গাপুর) |
| মহাসড়ক ব্যবস্থা | |
দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ভারত এর রাজ্য পশ্চিমবঙ্গ এ অবস্থিত। এর মোট দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার (৪০ মাইল)।এটি কলকাতর কাছে ডানকুনি থেকে শুরু করে পালসিট পর্যন্ত গেছে। ডানকুনির কাছে এটি ৬ নং জাতীয় সড়ক (ভারত) এর সঙ্গে যুক্ত। এই এক্সপ্রেসওয়েটি ২ নং জাতীয় সড়ক (ভারত) ও এএইচ১ এর অংশ। রাস্তাটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের প্রায় সমান্তরালে গেছে।
গুরুত্ব
[সম্পাদনা]এই এক্সপ্রেসওয়েটি কলকাতা ও দুর্গাপুর এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। ফলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের সঙ্গে কলকাতা ও কলকাতা বন্দর এর যোগাযোগ সহজ হয়েছে।
পথ
[সম্পাদনা]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- কাজ শুরু কামারকুন্ডু উড়ালপুলের| আনন্দবাজার পত্রিকা-২৪ জুলাই ২০১৫