জাতীয় সড়ক ১০ (ভারত)
অবয়ব
জাতীয় সড়ক ১০ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ১৭৪ কিমি (১০৮ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দক্ষিণ প্রান্ত: | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ | |||
উত্তর প্রান্ত: | গ্যাংটক, সিকিম | |||
অবস্থান | ||||
রাজ্য | পশ্চিমবঙ্গ, সিকিম | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
জাতীয় সড়ক ১০[১][২] ( এনএইচ ১০) উত্তর পূর্ব ভারতে একটি জাতীয় মহাসড়ক যা শিলিগুড়িকে গ্যাংটকের সাথে সংযুক্ত করে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
যাত্রাপথ
[সম্পাদনা]জাতীয় সড়কটি শিলিগুড়ি শহরের পশ্চিম শহরতলিতে জাতীয় সড়ক ২৭ থেকে শুরু হয়। এরপর সড়কটি শিলিগুড়ি শহরের উত্তর অংশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়। জাতীয় সড়কটি মহানন্দা জাতীয় উদ্যান অতিক্রম করে সেভকে পৌঁছায়। সেভক এলাকার থেকে সড়কটি তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড়ের মধ্য দিয়ে অগ্রসর হয়। সড়কপথটি কালিম্পং শহরটি অতিক্রম করে সিকিম রাজ্যে প্রবেশ করে। এরপর সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক শহরে শেষ হয়।
জাতীয় সড়ক ১০-এর থেকে উৎপন্ন জাতীয় সড়ক
[সম্পাদনা]প্রধান এনএইচ নং |
গৌণ এনএইচ নং |
যাত্রাপথ | রাজ্য | দৈর্ঘ্য | |
---|---|---|---|---|---|
কিলোমিটার | মাইল | ||||
১০ | (এনএইচ ৩১) শিলিগুড়ি, (এনএইচ ৩১এ) সেভক, কালিম্পং, গ্যাংটক, (এনএইচ ৩১০) সীমান্ত ?? | পশ্চিমবঙ্গ, সিকিম | ১৭৪ কিলোমিটার | ১০৮ মাইল | |
১১০ | (এনএইচ ৫৫) শিলিগুড়ি, কুর্সোং, দার্জিলিং | পশ্চিমবঙ্গ | ৭৬ কিলোমিটার | ৪৭ মাইল | |
৩১০ | গ্যাংটক-এর কাছে এনএইচ ৩১০, বর্ডুক, মেনলা, নাথুলা | সিকিম | ৮৭ কিলোমিটার | ৫৪ মাইল | |
৩১০এ | টাশিভিউ পয়েন্ট-এর কাছে এনএইচ ৩১০এ, ফোদং, মংগম | সিকিম | ৫৫ কিলোমিটার | ৩৪ মাইল | |
৫১০ | সিংথাম-এর কাছে এনএইচ ১০, দাম্থং, লেগশিপ, গেজিং | সিকিম | ৭০ কিলোমিটার | ৪০ মাইল | |
৭১০ | মেল্লি-এর কাছে এনএইচ ১০, মানপুর, নামচি, দাম্থং | পশ্চিমবঙ্গ, সিকিম | ৪৭ কিলোমিটার | ২৯ মাইল |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "India:National Highways (new numbering)"। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯।