২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব
তারিখ১৮ অক্টোবর ২০২১ – ২৫ অক্টোবর ২০২১
তত্ত্বাবধায়কআইসিসি আমেরিকাস
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন
আয়োজক মেক্সিকো
বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র
রানার-আপ ব্রাজিল
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কানাডা দিব্যা সাক্সেনা
সর্বাধিক রান সংগ্রহকারীকানাডা দিব্যা সাক্সেনা (১৮০)
সর্বাধিক উইকেটধারীব্রাজিল লাউরা কারদোসো (১১)

২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের অক্টোবর মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।[১] ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।[২] ২০১২ সালের পর এ টুর্নামেন্টেই কোনও আইসিসি নারী ইভেন্টে প্রথমবারের মত আর্জেন্টিনাব্রাজিল অংশগ্রহণ করে।[৩] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[৪]

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র।[৫] কানাডার দিব্যা সাক্সেনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[৭]

 আর্জেন্টিনা[৮]  কানাডা[৯]  ব্রাজিল[১০]  মার্কিন যুক্তরাষ্ট্র[১১]
  • ভেরোনিকা ভাসকেস (অধি.)
  • অ্যালিসন স্টকস
  • আলবের্তিনা গালান
  • কাতালিনা গ্রেলোনি
  • কোনস্তানসা সোসা
  • তামারা বাসিলে
  • মাগদালেনা এসকিভেল
  • মারিয়া কাস্তিনিয়েইরাস
  • মারিয়ানা মার্তিনেস
  • মার্তিনা দেল ভায়ে (উই.)
  • মালেনা লোয়ো (উই.)
  • লুসিয়া ইগলেসিয়াস (উই.)
  • লুসিয়া টেলর
  • সোফিয়া ব্রুনো
  • হুলিয়েতা কালেন
  • কামনা মীরচন্দনী (অধি.)
  • দিব্যা সাক্সেনা (সহ-অধি.)
  • অচিনি পেরেরা
  • কৃমা কাপাডিয়া
  • কেট গ্রে
  • জেসমিনা ওল্ডহ্যাম
  • মাহরুখ ইমতিয়াজ
  • মিরিয়াম খোখর
  • মুখবিন্দর গিল
  • সানা জাফর (উই.)
  • সানিয়া জিয়া
  • সোনালি ভিগ
  • হালা আজমত
  • হিবা শমসাদ
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • অ্যালিস নাসিমেন্তো
  • এভেলিন জি সোউজা (উই.)
  • এরিকা রিবেইরো (উই.)
  • কারিনা ফেরেইরা গোনসালভেস (উই.)
  • দানিয়েলা স্তাদোঁ
  • নিকোল মোন্তেইরো
  • মারিআন আর্তুর
  • মারিয়া এদুয়ার্দা রিবেইরো
  • মারিয়া সিলভা
  • রেনাতা জি সোউজা
  • লরা আগাথা
  • লাউরা কারদোসো
  • লারা মোইজেস
  • সিন্ধু অশোক (অধি.) (উই.)
  • শিবানী ভাস্কর (সহ-অধি.)
  • অক্ষতা রাও
  • আনিকা কোলান (উই.)
  • ঈশানী বাগেলা
  • উজমা ইফতিখার
  • গার্গী ভোগলে
  • গীতিকা কোডালি
  • চেতনা প্রসাদ
  • তারা নরিস
  • মোক্ষা চৌধুরী
  • লাস্যা মুল্লপুড়ি
  • সারা ফারুক
  • সুহানি তদনী
  • হলি চার্লস

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 মার্কিন যুক্তরাষ্ট্র ১০ +১.৮৭৯
 ব্রাজিল +০.১৬৪
 কানাডা +০.৬৫২
 আর্জেন্টিনা −৩.১৮২

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৮ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ব্রাজিল 
৬৩/৮ (২০ ওভার)
রেনাতা জি সোউজা ১৩* (৫৫)
তারা নরিস ২/৫ (৪ ওভার)
সিন্ধু অশোক ২৫* (৪৫)
লাউরা কারদোসো ১/৬ (২ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৬ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: তারা নরিস (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এভেলিন জি সোউজা, দানিয়েলা স্তাদোঁ, মারিআন আর্তুর, মারিয়া এদুয়ার্দা রিবেইরো, লাউরা কারদোসো (ব্রাজিল), আনিকা কোলান, ঈশানী বাগেলা, গার্গী ভোগলে, তারা নরিস, মোক্ষা চৌধুরী ও সুহানি তদনী (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
কানাডা 
১৩৪/৩ (২০ ওভার)
 আর্জেন্টিনা
৬২/৯ (২০ ওভার)
দিব্যা সাক্সেনা ৭০* (৭০)
তামারা বাসিলে ১/১৯ (৩ ওভার)
ভেরোনিকা ভাসকেস ১৯ (৪৭)
সানিয়া জিয়া ৩/৯ (৪ ওভার)
কানাডা ৭২ রানে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিব্যা সাক্সেনা (কানাডা)
  • কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাতালিনা গ্রেলোনি, তামারা বাসিলে, মাগদালেনা এসকিভেল, লুসিয়া ইগলেসিয়াস (আর্জেন্টিনা), দিব্যা সাক্সেনা, মাহরুখ ইমতিয়াজ, মুখবিন্দর গিল, সানা জাফর ও সোনালি ভিগ (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
১২ (১১.২ ওভার)
 ব্রাজিল
১৩/২ (৩.৩ ওভার)
তামারা বাসিলে ২ (৮)
রেনাতা জি সোউজা ২/১ (২ ওভার)
লরা আগাথা ৪* (১৩)
তামারা বাসিলে ২/৬ (১.৩ ওভার)
ব্রাজিল ৮ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেনাতা জি সোউজা (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
কানাডা 
৭০/৯ (২০ ওভার)
মিরিয়াম খোখর ২৩ (৩০)
সুহানি তদনী ২/৭ (৪ ওভার)
গার্গী ভোগলে ৩৯* (৩৭)
মার্কিন যুক্তরাষ্ট্র ১০ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: গার্গী ভোগলে (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
 আর্জেন্টিনা
৫৮/৮ (২০ ওভার)
শিবানী ভাস্কর ২৯ (৪২)
অ্যালিসন স্টকস ৩/১৩ (৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ৬ (২৩)
সুহানি তদনী ৪/৬ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৫৬ রানে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুহানি তদনী (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চেতনা প্রসাদ (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

২১ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
কানাডা 
৪৭ (১৯.৫ ওভার)
 ব্রাজিল
৪৯/৫ (১৮.১ ওভার)
সোনালি ভিগ ১৩ (৩৩)
নিকোল মোন্তেইরো ৪/৬ (৪ ওভার)
রোবের্তা মোরেত্তি ১৭ (৪৪)
হালা আজমত ২/৮ (৪ ওভার)
ব্রাজিল ৫ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোল মোন্তেইরো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কৃমা কাপাডিয়া ও জেসমিনা ওল্ডহ্যাম (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
৫৯/৯ (২০ ওভার)
 কানাডা
৬০/১ (১০.৪ ওভার)
অ্যালিসন স্টকস ১৮* (১৮)
মুখবিন্দর গিল ২/৬ (৪ ওভার)
দিব্যা সাক্সেনা ৩৯* (৩৯)
অ্যালিসন স্টকস ১/১৫ (৩ ওভার)
কানাডা ৯ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্রি) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিব্যা সাক্সেনা (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেট গ্রে (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
 ব্রাজিল
৪৭/৯ (২০ ওভার)
গার্গী ভোগলে ২৬ (৪০)
লাউরা কারদোসো ৩/২৪ (৪ ওভার)
রোবের্তা মোরেত্তি ১২ (৩৫)
সারা ফারুক ৩/৮ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৪২ রানে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারা ফারুক (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
কানাডা 
৮৫/৪ (২০ ওভার)
দিব্যা সাক্সেনা ৪০ (৪৫)
অক্ষতা রাও ২/২২ (৪ ওভার)
ঈশানী বাগেলা ২০ (৩২)
হালা আজমত ৪/১৫ (৪ ওভার)
কানাডা ৭ রানে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: হালা আজমত (কানাডা)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লাস্যা মুল্লপুড়ি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ব্রাজিল 
৭৯/৭ (২০ ওভার)
 আর্জেন্টিনা
৪২/৩ (১৫ ওভার)
রেনাতা জি সোউজা ১৪* (২৯)
কোনস্তানসা সোসা ২/১৩ (৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ১৬* (৩৮)
লারা মোইজেস ২/১২ (৪ ওভার)
ব্রাজিল ১৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লারা মোইজেস (ব্রাজিল)
  • আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২৫ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ব্রাজিল 
৪৮/৭ (১৭ ওভার)
 কানাডা
৪৭ (১৭ ওভার)
রোবের্তা মোরেত্তি ২১ (৩২)
হিবা শমসাদ ৩/৮ (৪ ওভার)
মুখবিন্দর গিল ১৯ (২৯)
লাউরা কারদোসো ৩/৮ (৩ ওভার)
ব্রাজিল ১ রানে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
  • লাউরা কারদোসো প্রথম ব্রাজিলীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

২৫ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
৪৭ (২০ ওভার)
মারিয়ানা মার্তিনেস ১০ (৩১)
মোক্ষা চৌধুরী ৩/৭ (৪ ওভার)
শিবানী ভাস্কর ২৩* (১৮)
মার্কিন যুক্তরাষ্ট্র ১০ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোক্ষা চৌধুরী (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলবের্তিনা গালান ও সোফিয়া ব্রুনো (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ICC's East-Asia Pacific qualifiers in Japan cancelled"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  3. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  4. "ICC T20 World Cup America Qualifiers to begin on October 18 in Mexico"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Team USA finish brilliantly as champions of the ICC Americas T20 World Cup Qualifier in Mexico"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  6. "DIVYA SAXENA NAMED ICC WOMEN'S T20 CWC QUALIFIER TOURNAMENT MVP"ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  7. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  8. "Argentina women's national squad for 2021 ICC Women's t20 world cup Americas qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১ 
  9. "Canadian women's national squad for 2021 ICC Women's t20 world cup Americas qualifier"ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১ 
  10. "T20 World Cup Americas Qualifiers – Know the teams"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  11. "Team USA Women's squad named for ICC Americas T20 World Cup Qualifier in Mexico"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]