বিষয়বস্তুতে চলুন

অমায়রা দস্তুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আমিরা দস্তুর থেকে পুনর্নির্দেশিত)
অমায়রা দস্তুর
হিন্দি: अमायरा दस्तूर
২০১৮ সালে আমিরা
জন্ম (1993-05-07) ৭ মে ১৯৯৩ (বয়স ৩১)[][]
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৯-বর্তমান

অমায়রা দস্তুর (হিন্দি: अमायरा दस्तूर; জন্মঃ মে ৭, ১৯৯৩)[][] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি, তামিল এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেছেন।[][] অভিনেতা প্রতীক বব্বর এর সঙ্গে আমিরা সর্বপ্রথম 'ইছাক' (২০১৩) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৬ বছর বয়সে তিনি প্রথম মডেলিং করেন যার মধ্যে ছিলো ক্লিন এ্যান্ড ক্লিয়ার, ডাভ, ভোডাফোন এবং মাইক্রোম্যাক্সের বিজ্ঞাপনে অভিনয়। ইমরান হাশমীর বিপরীতে আমিরা 'মিঃ এক্স' চলচ্চিত্রে ছিলেন।[] তামিল চলচ্চিত্র অভিনেতা ধনুশ এর সঙ্গেও তিনি তামিল চলচ্চিত্র 'আনেগান' এ অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অমায়রা ক্যাথেড্রাল এ্যান্ড জন কনন স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। এরপর ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে তার মাধ্যমিক পড়ালেখা শুরু করলেও ছেড়ে দেন। অমায়রা ইরানি বংশোদ্ভূত এবং তিনি তার বাড়িতে গুজরাটি ভাষায় কথা বলেন।[] টেলিভিশন বিজ্ঞাপনে আমিরা তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

অমায়রা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো 'ইসাক' (২০১৩), যেটি মনিষ তিওয়ারি পরিচালনা করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Amyra Dastur celebrates her 22nd birthday in Thailand"Mid-Day। ১২ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৮ 
  2. TNN (৯ মে ২০১৫)। "Amyra's flaunts her bikini in Thailand - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৮ 
  3. "A royal gift for Manish Tiwary"mid-day.com 
  4. "Amyra's headstrong nature helped her bag debut film"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১০ 
  5. অভিনাশ নোহানা (৩০ মে ২০১৫)। "Amyra Dastur in 'Ticket To Bollywood'"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৮ 
  6. "I never really wanted to act for fame: Amyra Dastur"দ্য টাইমস অব ইন্ডিয়া 
  7. Priya Sharma। "Juliet comes to Benaras"দ্য হিন্দু 

বহিঃসংযোগ

[সম্পাদনা]