অরবিন্দ স্বামী
অরবিন্দ স্বামী | |
---|---|
জন্ম | ট্রিচি, তামিলনাড়ু | ১৮ জুন ১৯৭০
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয় লয়োলা কলেজ, চেন্নাই |
পেশা | চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন প্রেজেন্টার, গায়ক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৯১-২০০৬, ২০১৩-বর্তমান |
পরিচিতির কারণ | রোজা (১৯৯২), বম্বে (১৯৯৫) |
দাম্পত্য সঙ্গী | গায়েত্রী রামমূর্তি (বিয়েঃ ১৯৯৪-২০১০) |
সন্তান | আদিরা (জন্মঃ ১৯৯৬) রুদ্র (জন্মঃ ২০০০) |
অরবিন্দ স্বামী (জন্মঃ ১৮ জুন ১৯৭০) হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।[১][২] তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান পরিচালক মণি রত্নম এর হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় অরবিন্দের, ১৯৯১ সালের রজনীকান্ত অভিনীত চলচ্চিত্র দলপতিতে অরবিন্দ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, এরপর মণি রত্মমেরই রোজা (১৯৯২) এবং বম্বে (১৯৯৫) তে অভিনয় করে মোটামুটি পরিচিতি পেয়ে যান অরবিন্দ।
ছাত্র জীবনে চিকিৎসক হতে চাইলেও অরবিন্দ পরে চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। চেন্নাইয়ের লয়োলা কলেজে অরবিন্দ থিয়েটার করতেন, মডেলিং করা শুরু করলে একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মণি রত্নম এর নজর কেড়েছিলেন, মণি তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সাথে সাথে রাজী হয়ে গিয়েছিলেন এবং দলপতি (১৯৯১) চলচ্চিত্রে অরবিন্দ মোটামুটি একটি ভালো চরিত্রেই অভিনয় করেছিলেন।[৩]
২০০০ সালের রোমান্টিক চলচ্চিত্র আলাইপায়ুদেতে অরবিন্দ গেস্ট রোলে ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Arvind Swami interview: Nationalism, GST, demonetisation and more"। Thenewsminute.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Mahesh Manjrekar to remake Kaksparsh in Hindi and Tamil with Arvind Swamy and Tisca Chopra – The Times of India"। The Times of India।
- ↑ Kamath, Sudhish (৩১ জানুয়ারি ২০১৩)। "Return of the heartthrob"। The Hindu। Chennai, India। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অরবিন্দ স্বামী (ইংরেজি)