সেলিমিয়ে মসজিদ, কোনিয়া

স্থানাঙ্ক: ৩৭°৫২′১৪″ উত্তর ৩২°৩০′১৫″ পূর্ব / ৩৭.৮৭০৪৪° উত্তর ৩২.৫০৪১৬° পূর্ব / 37.87044; 32.50416
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলিমিয়ে মসজিদ কোনিয়া
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
প্রদেশকোনিয়া প্রদেশ
অঞ্চলমধ্য আনাতোলিয়া
ধর্মীয় অনুষ্ঠানসুন্নি ইসলাম
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানকোনিয়া, তুরস্ক
সেলিমিয়ে মসজিদ, কোনিয়া তুরস্ক-এ অবস্থিত
সেলিমিয়ে মসজিদ, কোনিয়া
তুরস্কে অবস্থান
স্থানাঙ্ক৩৭°৫২′১৪″ উত্তর ৩২°৩০′১৫″ পূর্ব / ৩৭.৮৭০৪৪° উত্তর ৩২.৫০৪১৬° পূর্ব / 37.87044; 32.50416
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়১৫৫৮
মিনার

সেলিমিয়ে মসজিদ (সেলিম দ্বিতীয় মসজিদ, তুর্কি: Selimiye Camisi) তুরস্কের কোনিয়াতে অবস্থিত ১৬শ শতকের একটি উসমানীয় মসজিদ

অবস্থান[সম্পাদনা]

ডানদিকে মসজিদের সাথে সংযুক্ত গম্বুজ বিশিষ্ট গ্রন্থাগার ভবনটি পরবর্তী সংযোজন

মসজিদটি কোনিয়ার কারাতে জেলায় অবস্থিত। আজিজিয়ে মসজিদের পূর্ব দিকে শহরের ব্যবসা কেন্দ্রে অবস্থিত। মসজিদটি পারস্য সুফি মেভলানা সেললুদ্দিন রুমির অন্ত্যেষ্টিক্রিয়া মাজার কমপ্লেক্সের পাশে নির্মিত হয় (বর্তমানে মেভলানা জাদুঘর)।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৫৫৮ সালে সেলিম দ্বিতীয় তখনও শাহজাদা (রাজপুত্র) থাকাকালে, সানজাকের গভর্নর হিসেবে কাজ করার সময় মসজিদটির নির্মাণ কাজ শুরুর উদ্ভোধন করেন। যদিও মিমার সিনান প্রধান স্থপতির পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তবে তার কোনো আত্মজীবনীতে ভবনটির উল্লেখ পাওয়া যায় না।[১] কোনিয়া সিনানে শুধুমাত্র একটি ধর্মশালার সংস্কারের তালিকা রয়েছে।[২] সেলিম সুলতান হওয়ার পর ১৫৭০ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। পরে মসজিদটি তিনবার মেরামত করা হয়; ১৬৮৫, ১৮১৬ এবং ১৯১৪ সালে।[৩]

স্থাপত্য[সম্পাদনা]

দুই মিনার বিশিষ্ট মসজিদটি ১৬শ শতাব্দীর অন্যান্য উসমানীয় মসজিদের নকশার অনুরূপ এবং এটি ইস্তাম্বুলের ফাতিহ মসজিদের অনুরূপ। প্রার্থনার জায়গাটিতে একটি বড় গম্বুজসহ ছাদ রয়েছে। পোর্টিকোর উপরে সাতটি ছোট গম্বুজ রয়েছে। মিহরাবটি নীল মার্বেল এবং মিম্বরটি সাদা মার্বেল দিয়ে তৈরি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

সূত্র[সম্পাদনা]

  • নেসিপগলু, গুলরু (২০০৫)। The Age of Sinan: Architectural Culture in the Ottoman Empire। রেকশন বুকস। আইএসবিএন 978-1-86189-253-9 

বহিঃসংযোগ[সম্পাদনা]