মালীকিহ্ হাতুন মসজিদ
মালীকিহ্ হাতুন মসজিদ | |
---|---|
![]() উত্তর দিক থেকে মালীকিহ্ হাতুন মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রদেশ | আঙ্কারা |
অঞ্চল | কেন্দ্রীয় আনাতোলিয়া অঞ্চল |
ধর্মীয় অনুষ্ঠান | সুন্নি ইসলাম |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | ![]() |
দেশ | তুরস্ক |
স্থানাঙ্ক | ৩৯°৫৬′১১″ উত্তর ৩২°৫২′২০″ পূর্ব / ৩৯.৯৩৬৩৯° উত্তর ৩২.৮৭২২২° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ধ্রুপদী উসমানীয় |
সম্পূর্ণ হয় | ২০১৭ |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ৭,০০০ |
গম্বুজের উচ্চতা (বাহিরে) | ৪৭ মিটার (১৫৪ ফু) |
গম্বুজের ব্যাস (বাহিরে) | ২৭ মিটার (৮৯ ফু) |
মিনার | ৪ |
মিনারের উচ্চতা | ৭২ মিটার (২৩৬ ফু) |
মালীকিহ্ হাতুন মসজিদ, তুরস্কের আঙ্কারায় অবস্থিত একটি মসজিদ। মসজিদটি ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বরে মসজিদটি উদ্বোধন করা হয়।
মালীকিহ্ হাতুন[সম্পাদনা]
মালীকিহ্ হাতুনের নামে মসজিদটির নামকরণ করা হয়। ১৪তম শতাব্দীর এক ধনী মহিলা ছাড়া মালীকিহ্ হাতুন সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায় নি। ইল্ডারিয়াম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুসেইন সিনারের মতে, তিনি সম্ভবত আনাতোলিয়ান সেলজুকস সুলতান (শাসনকালঃ ১২৯৮-১৩০২) তৃতীয় কায়কোবাদের কন্যা। তিনি আঙ্কারায় অনেকগুলি সরকারী ভবনের কমিশনার ছিলেন। তিনি হ্যাক বায়রাম-ভেলির অনুসারী ছিলেন। [১]
মসজিদের বিবরণ[সম্পাদনা]
মসজিদটি আঙ্কারার হেরগেল মায়দানি নামে পরিচিত পুরাতন এলাকায় অবস্থিত। এটি আতাতর্ক বুলেভার্ড এবং আঙ্কারার বৃহত্তম সর্বজনীন উদ্যান জেনক্লিক পার্কের পূর্বে অবস্থিত। এর স্থপতি মুহাররেম হিলমি সেনাল্প। [২]
মসজিদের মোট জমির পরিমাণ ৩,৬০০ বর্গমিটার (৩৯,০০০ বর্গফুট)। গম্বুজটির ব্যাস ২৭ মিটার (৮৯ ফুট) এবং সর্বোচ্চ উচ্চতা ৪৭ মিটার (১৫৪ ফুট)। মসজিদটি চার-মিনার বিশিষ্ট। প্রতিটি মিনারে তিনটি বারান্দা রয়েছে (তুর্কি: Şerefe) এবং প্রতিটি মিনারটির উচ্চতা ৭২ মিটার (২৩৬০ফুট)। [৩]
আরও দেখুন[সম্পাদনা]
- তুরস্কে ইসলাম
- তুরস্কের মসজিদের তালিকা
- এশিয়ার মসজিদের তালিকা
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Hüseyin Çınar's essay" (তুর্কি ভাষায়)। ২০১৭-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২২।
- ↑ "Gazetehaber page" (তুর্কি ভাষায়)। ২০১৭-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২২।
- ↑ "Melike Hatun camisi nerede? Melike Hatun kimdir?"। www.hurriyet.com.tr (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
