২০০৩ সাফ গোল্ড কাপ
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
তারিখ | ১০ জানুয়ারি - ২০ জানুয়ারি |
মাঠ | (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৬ |
গোল সংখ্যা | ৩৯ (ম্যাচ প্রতি ২.৪৪টি) |
শীর্ষ গোলদাতা | ![]() |
২০০৩ সাফ গোল্ড কাপ বা ২০০৩ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ড কাপ হল সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর যা ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০০৩ পর্যন্ত সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। সকল খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আসরটি মূলত ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০০২ সালে আয়োজনের কথা ছিল কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফার স্থগিতাদেশ থাকায় তা সম্ভব হয়নি। আফগানিস্তানের অংশগ্রহণের কথা ছিল না। কিন্তু এএফসির সুপারিশে দলটিকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও ভুটান এবারে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনালে বাংলাদেশ ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করে। দ্বিতীয়ার্ধে কাঞ্চন বাংলাদেশকে গোল করে এগিয়ে দেয়, তবে আলি উমর গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান। ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টিতে যায় এবং মালদ্বীপের আসরাফ লুফফি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। মোহমেদ সুজন বাংলাদেশের হয়ে শেষ পেনাল্টিতে স্কোর করেন, এতে বাংলাদেশ ৫-৩ গোলে জয় এনে দেয় এবং বাংলাদেশ এই আসরে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে।[১] পাকিস্তানের সরফরাজ রসুল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
মাঠ
[সম্পাদনা]ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছিল টুর্নামেন্টের একমাত্র মাঠ। এটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান মাঠও।
ঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | |
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ৪ | ১ | +৩ | ৯ |
![]() |
৩ | ১ | ১ | ১ | ৫ | ২ | +৩ | ৪ |
![]() |
৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪ |
![]() |
৩ | ০ | ০ | ৩ | ০ | ৬ | −৬ | ০ |
ভারত ![]() | ০ - ১ | ![]() |
---|---|---|
রসুল ![]() |
শ্রীলঙ্কা ![]() | ১ - ০ | ![]() |
---|---|---|
স্টেইনওয়াল ![]() |
পাকিস্তান ![]() | ২ - ১ | ![]() |
---|---|---|
নিয়াজ ![]() রসুল ![]() |
উইয়ারসিংহে ![]() |
ভারত ![]() | ৪ - ০ | ![]() |
---|---|---|
বিশ্বাস ![]() ![]() ডি চুনহা ![]() ![]() |
পাকিস্তান ![]() | ১ - ০ | ![]() |
---|---|---|
রসুল ![]() |
ভারত ![]() | ১ - ১ | ![]() |
---|---|---|
বিশ্বাস ![]() |
আবয়সেকেরা ![]() |
গ্রপ বি
[সম্পাদনা]দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ৫ | ০ | +৫ | ৯ |
![]() |
৩ | ২ | ০ | ১ | ৯ | ৩ | +৬ | ৬ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ০ | ৩ |
![]() |
৩ | ০ | ০ | ৩ | ০ | ১১ | −১১ | ০ |
নকআউট পর্ব
[সম্পাদনা]বন্ধনী
[সম্পাদনা]সেমি–ফাইনাল | ফাইনাল | |||||
১৮ জানুয়ারি | ||||||
![]() | ২ | |||||
২০ জানুয়ারি | ||||||
![]() | ১ | |||||
![]() | ১ (৫) | |||||
১৮ জানুয়ারি | ||||||
![]() | ১ (৩) | |||||
![]() | ১ | |||||
![]() | ০ | |||||
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | ||||||
২০ জানুয়ারি | ||||||
![]() | ২ | |||||
![]() | ১ |
সেমি ফাইনাল
[সম্পাদনা]তৃতীয় স্থান নির্ধারনী খেলা
[সম্পাদনা]ফাইনাল
[সম্পাদনা]বাংলাদেশ ![]() | ১ - ১ (অ.স.প.) | ![]() |
---|---|---|
কাঞ্চন ![]() |
উমর ![]() |
|
পেনাল্টি | ||
ইসলাম ![]() ফরহাদ ![]() মামুন ![]() হাসান ![]() সুজন ![]() |
৫ - ৩ | ![]() ![]() ![]() ![]() ![]() |
বিজয়ী
[সম্পাদনা]২০০৩ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
---|
![]() বাংলাদেশ প্রথম title |
গোলদাতা
[সম্পাদনা]- ৪ গোল
- ৩ গোল
অসীম বিশ্বাস
আলভিতো ডি'কুনহা
রোকনুজ্জামান কাঞ্চন
আলি সিয়াম
আলি উমর
- ২ গোল
আরিফুল কবির
আশরাফুল লুথফি
মোহাম্মদ নিজাম
- ১ গোল
আলফাজ আহমেদ
ইব্রাহীম ফজিল
আরিফ খান জয়
জাহিদ নিয়াজ
মোহাম্মদ রহমান মুন্না
ইনাইভালাপ্পিল মণি বিজয়ন
অভিষেক যাদব
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ইসলাম, রাশেদুল (১ অক্টোবর ২০২১)। "২০০৩ সালে সাফের ফাইনালে খেলা 'ওরা ১১ জন' কে কোথায়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।