সাগরদাঁড়ী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫০′৬.৭″ উত্তর ৮৯°৯′৬.১″ পূর্ব / ২২.৮৩৫১৯৪° উত্তর ৮৯.১৫১৬৯৪° পূর্ব / 22.835194; 89.151694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাগরদাড়ী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
সাগরদাঁড়ী
ইউনিয়ন
২ নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ
ডাকনাম: মধু কবির জন্মভূমি
নীতিবাক্য: সংস্কৃতি, শিক্ষা ও শান্তি
সাগরদাঁড়ী খুলনা বিভাগ-এ অবস্থিত
সাগরদাঁড়ী
সাগরদাঁড়ী
সাগরদাঁড়ী বাংলাদেশ-এ অবস্থিত
সাগরদাঁড়ী
সাগরদাঁড়ী
বাংলাদেশে সাগরদাঁড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′৬.৭″ উত্তর ৮৯°৯′৬.১″ পূর্ব / ২২.৮৩৫১৯৪° উত্তর ৮৯.১৫১৬৯৪° পূর্ব / 22.835194; 89.151694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাকেশবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়ন পরিষদ১৮৭০
সরকার
 • ধরনস্থানীয় সরকার
 • চেয়ারম্যানমুস্তাফিজুর রহমান মুক্ত (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৪.৭৬ বর্গকিমি (৯.৫৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,২৮৯
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সাগরদাঁড়ী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ইতিহাস[সম্পাদনা]

এটি ব্রিটিশ রাজ্ কর্তৃক  প্রশাসনিক পূর্ণবিন্যাস এর সময় কপোতাক্ষ নদের তীর ঘেষে মাইকেল মধুসূদন দত্ত এর স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি গ্রামএ স্থাপিত হয়। 24.76 বর্গ কিমি আয়তনের এই ইউনিয়ন পরিষদটি বতমানে কেশবপুর উপজেলার অন্যতম বৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ  হিসাবে বিবেচিত হয়। এই ইউনিয়ন এর সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালে বাংলা সাহিত্যের জনক এবং বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্ম গ্রহণ করেন। মাইকেল মধুসূদন এর স্মৃতি নিয়ে এখানে আজ মাইকেল মধুসূদন এর বাড়ি মধু পল্লী দাঁড়িয়ে আছে। ২০০০ সালে  আজ মাইকেল মধুসূদন এর বাড়ি মধু পল্লীকে বাংলাদেশ সরকার পার্ক এবং জাদুঘর এ রূপান্তর করে। 

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

এটি যশোর জেলার সর্ব দক্ষিণের ইউনিয়ন। সাগরদাঁড়ি ইউনিয়ন কেশবপুর উপজেলা সদর হতে ১৩ কিমি দক্ষিণে অবস্থিত । এই ইউনিয়ন এর পশ্চিমে কপোতাক্ষ নদ , পূর্বে মজিদপুর , বিদ্যানন্দকাটি   ও  হাসানপুর ইউনিয়ন, উত্তরে ত্রিমোহিনী, সাতবাড়িয়ামজিদপুর ইউনিয়ন এবং দক্ষিণে কপোতাক্ষ নদসাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন

প্রশাসন[সম্পাদনা]

সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সাগরদাঁড়ী ইউনিয়ন এর চিংড়া বাজার এলাকায় কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। ইউনিয়নটি ৯ টি ওয়ার্ড ১৭টি গ্রাম নিয়ে গঠিত।  ইউনিয়ন এর একজন চেয়ারম্যান , ৯ জন ওয়ার্ড সদস্য  এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য  নিয়ে গঠিত। যারা প্রত্যেক এ সরাসরি ৫ বছর এর জন্য জনগণের ভোট নির্বাচিত হন।

ইউনিয়নের ওয়ার্ড গুলো হলো:

  • ওয়ার্ড নং ১: বাঁশবাড়িয়া ও রঘুরামপুর
  • ওয়ার্ড নং ২: মেহেরপুর ও গোপসেনা
  • ওয়ার্ড নং ৩: মির্জাপুর ও বিষ্ণপুর
  • ওয়ার্ড নং ৪: গোবিন্দপুর ও ধর্মপুর
  • ওয়ার্ড নং ৫:কাস্তা ও বারুইহাটি
  • ওয়ার্ড নং ৬: ঝিকরা ও ফতেপুর
  • ওয়ার্ড নং ৭: চিংড়া
  • ওয়ার্ড নং ৮: সাগরদাঁড়ী ও শেখপাড়া
  • ওয়ার্ড নং ৯: সাগরদাঁড়ী ও কোমরপুর

যোগাযোগ[সম্পাদনা]

সাগরদাঁড়ী ইউনিয়ন এর একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান।  খুব সহজেই এ ইউনিয়ন এ আসা যাই।  ইউনিয়নটি কেশবপুর শহর হতে 13 কিমি দক্ষিণে, যশোর জেলা সদর হতে সড়ক পথে ৫০ কিমি দক্ষিণে, সাতক্ষীরা জেলা সদর হতে ২২ কিমি পূর্বে , খুলনা বিভাগীয় শহর হতে সড়ক পথে ৫৩ কিমি  পশ্চিমে, ঢাকা থেকে ২৬৫ কিমি দক্ষিণ পশ্চিমে এবং কলকাতা থেকে ভোমরা স্থলবন্ধর দিয়ে  ১১৩ কিমি পূর্বে অবস্থিত। 

এছাড়াও রেলওয়ে দিয়ে যশোর বা খুলনা রেলওয়ে স্টেশন থেকে ৫০ কিমি দূরে।

এবং যশোর বিমানবন্দর থেকে ৪৫ কিমি  ও  নির্মিতব্য খান জাহান আলী আন্তজাতিক বিমানবন্দর থেকে ৭৫ কিমি দূরে অবস্থিত।

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার দিক দিয়েও সাগরদাঁড়ি ইউনিয়নটি প্রসিদ্ধ।  ১৯৪৪ সালে স্থাপিত সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এ অঞ্চলের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাগরদাঁড়ী ইউনিয়ন"sagardariup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭