চুড়ামনকাটি ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°১৩′০.৫″ উত্তর ৮৯°৯′৫৮.০″ পূর্ব / ২৩.২১৬৮০৬° উত্তর ৮৯.১৬৬১১১° পূর্ব / 23.216806; 89.166111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চুড়ামনকাটি
ইউনিয়ন
৭নং চুড়ামনকাটি ইউনিয়ন
চুড়ামনকাটি খুলনা বিভাগ-এ অবস্থিত
চুড়ামনকাটি
চুড়ামনকাটি
চুড়ামনকাটি বাংলাদেশ-এ অবস্থিত
চুড়ামনকাটি
চুড়ামনকাটি
বাংলাদেশে চুড়ামনকাটি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৩′০.৫″ উত্তর ৮৯°৯′৫৮.০″ পূর্ব / ২৩.২১৬৮০৬° উত্তর ৮৯.১৬৬১১১° পূর্ব / 23.216806; 89.166111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাযশোর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৩৫ সাল
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪০৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চুড়ামনকাটি ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

চুড়ামনকাটি ইউনিয়নের সংক্ষিপ্ত তথ্যঃ

  • গ্রামের সংখ্যাঃ ১৯ টি
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫টি
  • উচ্চ মাধ্যমিক(কলেজ): ১টি
  • মাদ্রাসাঃ ১টি
  • বিশ্ববিদ্যালয়ঃ ১টি


চুড়ামনকাটি সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) (আমবটতলা বাজার)। চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন জ্ঞান বিজ্ঞান খেলাধুলা এবং সংস্কৃতির জন্য বিখ্যাত।চুড়ামনকাঠি ইউনিয়ন ৮০৪৫ একর জমির ওপর ১৯ টি গ্রামের সমন্বয় এ প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। গত ৫ ই জানুয়ারি ২০২২ ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হন জনাব মোঃ দাউদ হোসেন, এর পর থেকে দায়িত্ব হাতে নেওয়ার পর থেকে সর্বক্ষণ দিন রাত ২৪ ঘন্টা, নিজের শারীরিক প্রচুর খারাপ অবস্থা থাকলে ও নিজের শরীরের তোয়াক্কা না করে ছুটে বেরিয়েছেন এ গলি সে গলি, এ এলাকা সে এলাকা। মাত্র ১ বছরের কম সময়ে ইউনিয়নের জরাজির্ণ ১৭ টির বেশি রাস্তায় কাজ শুরু করিয়েছেন,  প্রতিটি স্কুল মাদ্রাসা নার্দনিক সুন্দরর্যে পরিপূর্ণ করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দরিদ্রদের চাউল এর কার্ড, টিসিবির পন্য সু-নিপুন ভাবে ইউপি সদস্যদের মাধ্যমে একালার গণমান্য মানুষের সহযোগিতা প্রকত অসহায় দারিদ্র্যদের সাহায্য এগিয়েছেন সব সময়। নানান কারনে বার বার প্রতিহিংসার শিকার হয়েছেন নিজে ও তার পরিবার তবুও কারও প্রতি একচুল পরিমাণ হিস্রতা বা ক্ষমতার অপব্যবাহার করেন নি। নিজ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের, চুড়ামনকাঠি ইউনিয়ন শাখার প্রতিটি ইউনিট ও সহোযোগি সংগঠন গুলিও একত্রিত ও বিভিন্ন নির্দেশনা দিয়ে  কাজ করে চলেছেন। এমন একজন চেয়ারম্যানকে এলাকার জনগণ দিয়েছেন "জনপ্রিয় চেয়ারম্যান চাচা" উপাধি।