শ্যামকুড় ইউনিয়ন
শ্যামকুড় | |
---|---|
ইউনিয়ন | |
শ্যামকুড় ইউনিয়ন | |
[[File:ক) নাম-১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।খ) আয়তন-২৯বর্গ কি:মি:(প্রায়)গ) লোকসংখ্যা: ৩২৪৭৫ জন (আদমশুমারী ২০০১)ঘ) গ্রামের সংখ্যা: ২০টিঙ) মৌজার সংখ্যা: ১৯টিচ) হাট/বাজারের সংখ্যা-৫টিছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- অটো/বাস/মটরসাইকেল/ইজিবাইকের মাধ্যমেজ) শিক্ষার হার: ৪৯.৬৮, নারী-৪৫.৫৩,পুরুষ-৫৩.৫৯(২০০১ সালের আদমশুমারী অনুসারে)ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২৪টিঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২২ টিট) উচ্চ বিদ্যালয়- মাধ্যমিক-৭টিঠ) প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র-১টি ড) মাদ্রাসা কামিল-১টি,আলীম-০১টি,দাখিল- ০৫টিঢ) দায়িত্বরত চেয়ারম্যান- এস এম মশিউর রহমানন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টিত) ঐতিহাসিক স্থান-১টিথ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ০৪/০৪/২০০৮ইংদ) নবগঠিত পরিষদের বিবরণ: শপথ গ্রহনের তারিখ:০৬/৮/২০১১ প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১ মেয়াদ উত্তীর্নের তারিখ: ধ) গ্রাম সমূহের নাম মুজগুন্নী, দূর্গাপুর নাগোরঘোপ, হাঁসাডাঙ্গা,বাঙ্গালীপুর, চিনাটোলা, সৈয়দমাহমুদপুর তেঘরী,দঃশ্যামকুড়, শ্যামকুড়, জামলা,রামনগর, লাউড়ী,আগরহাটি, ধলীগাতি, সুন্দলপুর,হালসা, পাড়দিয়া,ঘুঘুরাইল। ন)ইউনিয়ন পরিষদের জনবল নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন। ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন। ইউনিয় গ্রাম পুলিশ : ১০ জন।ছবিshyamkur map_1|250px]] | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | মণিরামপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৭৫.১১ বর্গকিমি (২৯.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩২,৪৭৫ |
• জনঘনত্ব | ৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | shyamkurup |
শ্যামকুড় ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত মণিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]
ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]
ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে মণিরামপুর উপজেলা সদর (মণিরামপুর পৌরসভা),পূর্বে খানপুর ইউনিয়ন ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন, দক্ষিণে কেশবপুর উপজেলা সদর (কেশবপুর ইউনিয়ন),পশ্চিমে চালুয়াহাটি ইউনিয়ন ও খেদাপাড়া ইউনিয়ন অবস্থিত। ২০০১ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী ইউনিয়নটির লোকসংখ্যা ছিল ৩২৪৭৫ জন। এছাড়াও এখানে ২০টি গ্রাম এবং ১৯টি মৌজার রয়েছে।
গ্রামসমূহ[সম্পাদনা]
- মুজগুন্নী
- দূর্গাপুর
- নাগোরঘোপ
- হাঁসাডাঙ্গা,
- বাঙ্গালীপুর
- চিনাটোলা
- সৈয়দমাহমুদপুর
- তেঘরী
- দঃ শ্যামকুড়
- শ্যামকুড়
- জামলা
- রামনগর
- লাউড়ী
- আগরহাটি
- ধলীগাতি
- সুন্দলপুর
- হালসা
- পাড়দিয়া
- ঘুঘুরাইল
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে শ্যামকুড় ইউনিয়ন"। shyamkurup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।