বিষয়বস্তুতে চলুন

শ্যামকুড় ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যামকুড়
ইউনিয়ন
শ্যামকুড় ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলামণিরামপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৭৫.১১ বর্গকিমি (২৯.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩২,৪৭৫
 • জনঘনত্ব৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটshyamkurup.jessore.gov.bd

শ্যামকুড় ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত মণিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[][]

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে মণিরামপুর উপজেলা সদর (মণিরামপুর পৌরসভা),পূর্বে খানপুর ইউনিয়ন ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন, দক্ষিণে কেশবপুর উপজেলা সদর (কেশবপুর ইউনিয়ন),পশ্চিমে চালুয়াহাটি ইউনিয়ন ও খেদাপাড়া ইউনিয়ন অবস্থিত। ২০০১ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী ইউনিয়নটির লোকসংখ্যা ছিল ৩২৪৭৫ জন। এছাড়াও এখানে ২০টি গ্রাম এবং ১৯টি মৌজার রয়েছে।

গ্রামসমূহ

[সম্পাদনা]
  1. মুজগুন্নী
  2. দূর্গাপুর
  3. নাগোরঘোপ
  4. হাঁসাডাঙ্গা,
  5. বাঙ্গালীপুর
  6. চিনাটোলা
  7. সৈয়দমাহমুদপুর
  8. তেঘরী
  9. আমিনপুর
  10. দঃ শ্যামকুড়
  11. শ্যামকুড়
  12. জামলা
  13. রামনগর
  14. লাউড়ী
  15. আগরহাটি
  16. ধলীগাতি
  17. সুন্দলপুর
  18. হালসা
  19. পাড়দিয়া
  20. ঘুঘুরাইল

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

শিক্ষার হার: ৪৯.৬৮, নারী-৪৫.৫৩,পুরুষ-৫৩.৫৯ (২০০১ সালের আদমশুমারী অনুসারে)।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২৪টি, বেসরকারি, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২২ টি, উচ্চ বিদ্যালয়- মাধ্যমিক-৭টি, প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র-১টি, মাদ্রাসা: কামিল-১টি, আলীম-০১টি, দাখিল- ০৫টি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে শ্যামকুড় ইউনিয়ন"shyamkurup.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭