শার্শা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শার্শা
ইউনিয়ন
শার্শা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাশার্শা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটsharshaup.jessore.gov.bd

শার্শা ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত শার্শা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]


অবস্থান ও আয়তন:

জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরত্বে যশোর-বেনাপোল সড়কের দক্ষিণে শার্শা ইউনিয়ন পরিষদ অবস্থিত।এই ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে বেত্রাবতী/বেতনা নদী।১৯৬২ সালে এই ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়।এর উত্তরে নিজামপুর ইউনিয়ন,উত্তর-পশ্চিমে লক্ষ্মণপুর ইউনিয়ন,দক্ষিণে উলাশী ইউনিয়ন,পূর্বে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন,পশ্চিমে বেনাপোল ইউনিয়ন।পাকিস্তান আমলে এটির নাম ছিল শার্শা ইউনিয়ন কাউন্সিল।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নামকরণ করা হয় শার্শা ইউনিয়ন পরিষদ।এই ইউনিয়নের আয়তন প্রায় ৩১.২৩ বর্গ কিলোমিটার।এই ইউনিয়নের মৌজা সংখ্যা ১৫টি।


শার্শা ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামসমূহ:

শার্শা ইউনিয়নে মোট ৯ টি ওয়ার্ড আছে।ইউনিয়নে মোট গ্রাম ২৪ টি।

ওয়ার্ড-১ এর গ্রাম ৩টি:

১.যাদবপুর

২.কাজিরবেড়

৩.নাভারণ রেলবাজার

ওয়ার্ড-২ এর গ্রাম ২টি:

৪.দক্ষিণ বুরুজবাগান

৫.উত্তর বুরুজবাগান

ওয়ার্ড-৩ এর গ্রাম ৩টি:

৬.শ্যামলাগাছী

৭.রাজনগর

৮.ত্রিমোহিনী

ওয়ার্ড-৪ এর গ্রাম ১টি:

৯.শার্শা

ওয়ার্ড-৫ এর গ্রাম ৩টি:

১০.পান্তাপাড়া

১১.চটকাপোতা

১২.ছোট মান্দারতলা

ওয়ার্ড-৬ এর গ্রাম ২টি:

১৩.স্বরূপদাহ

১৪.শিবচন্দ্রপুর

ওয়ার্ড-৭ এর গ্রাম ৩ টি:

১৫.নারায়ণপুর

১৬.বেড়ী

১৭.সুবর্ণখালী

ওয়ার্ড-৮ এর গ্রাম ৪টি:

১৮.কুলপালা

১৯.বারিপোতা

২০.কাঠশিখরা

২১.ইসলামপুর

ওয়ার্ড-৯ এর গ্রাম ৩টি:

২২.বৃত্তিবারিপোতা

২৩.বলিদাদহ

২৪.গাতিপাড়া


শিক্ষাপ্রতিষ্ঠান:

শার্শা ইউনিয়নে ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ টি কিন্ডারগার্টেন স্কুল,৫ টি মাধ্যমিক বিদ্যালয়,৪ টি কলেজ এবং আলিয়া ধারার ৩ টি মাদরাসা রয়েছে।

১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা:

১.সারসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

২.কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৩.বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪.নাভারণ রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫.বেড়ী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৬.সুবর্ণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭.স্বরূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

৮.রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯.যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১০.আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১১.বলিদাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২.শ্যামলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৩.পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪.চটকাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়


৬ টি কিন্ডারগার্টেন স্কুলের তালিকা:

১.নাভারণ কিন্ডার গার্টেন

২.সবুজকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল

৩.এডাস মডেল পাবলিক স্কুল

৪.হলি চাইল্ড এডাস স্কুল

৫.রেডরোজ ইন্টারন্যাশনাল স্কুল

৬.শার্শা কলকাকলি শিশু নিকেতন


৫টি মাধ্যমিক স্কুলের তালিকা:

১.শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

২.শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

৩.বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়

৪.বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়

৫.গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়


৪টি কলেজের তালিকা:

১.শার্শা উপজেলা কলেজ

২.শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

৩.নাভারণ কলেজ

৪.শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ


৩টি আলিয়া মাদরাসার তালিকা:

১.শার্শা দাখিল মাদ্রাসা

২.বুরুজ বাগান ফাযিল মাদ্রাসা

৩.নাভারণ মহিলা আলিম মাদ্রাসা

এছাড়া কওমী ধারার আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম কওমী মাদরাসা ও আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসা রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে শার্শা ইউনিয়ন"sharshaup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭