ত্রিমোহিনী ইউনিয়ন
ত্রিমোহিনী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ত্রিমোহিনী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৪′২০.৫″ উত্তর ৮৯°৮′১৯.৭″ পূর্ব / ২২.৯০৫৬৯৪° উত্তর ৮৯.১৩৮৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | কেশবপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ত্রিমোহিনী ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি ১৮৬৭ সালে প্রতিষ্টিত হয়।
ইতিহাস[সম্পাদনা]
মাইকেল মধুসুদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে ০১ নং ত্রিমোহিনী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ১৮৬৭ সালে প্রতিষ্টিত হয়। এর ভবন নির্মাণ হয় ১৯৬১সালে। সর্বশেষ বর্তমান ২০১৮ ইং সালে নতুন ভবন নির্মানের কাজ শেেষ হয়।
প্রশাসন[সম্পাদনা]
এই ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান, ৯ জন ওয়ার্ড মেম্বার, ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছে। এছাড়া প্রশাসনিক কাজ করার জন্য ১ জন সচিব, ২ জন উদ্যোক্তা ও ৯ জন গ্রাম পুলিশ রয়েছে।
বর্তমানে মোঃ আনিসুর রহমান আনিস এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
- এক নজরে ইউনিয়ন পরিষদ
ক্রম | নাম | সংখ্যা |
১ | গ্রাম | ০৭টি |
২ | ওয়ার্ড | ০৯টি |
৩ | মৌজা | ৪টি |
৪ | কলেজ | ১টি |
৫ | মাদ্রাসা | ৫টি |
৬ | মাধ্যমিক বিদ্যালয় | ৩টি |
৭ | প্রাথমিক বিদ্যালয় | ৮টি |
৮ | মসজিদ | ৫২টি |
৯ | মন্দির | ১০টি |
১০ | হাটবাজার | ৪টি |
১১ | ক্লিনিক | ২টি |
১২ | নদী | ১টি |
১৩ | খাল | ২টি |
১৪ | ঈদগাহ | ২০টি |
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- মির্জানগর হাম্মামখানা
খাল ও নদী[সম্পাদনা]
নদীঃ কপোতাক্ষী নদ
খালঃ কপোতাক্ষের সংযোগ খাল (বুড়িভদ্রা)।
বাওড়ঃ বাওড় মর্শিনা, ঘোনার বাওড়।
হাট-বাজার[সম্পাদনা]
০১নং ত্রিমোহিনী ইউনিয়নের ০৯ টি বাজার ও ০১ টি গরু-মহিষের হাট আছে
ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা[সম্পাদনা]
০১নং ইমোহিনী ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা
ক্রম | নাম | পুরুষ | নারী | মোট সংখ্যা |
১ | চাঁদড়া ১নং ওয়ার্ড | ৯৫০ | ৮৫০ | ১,৭০০ জন |
২ | চাঁদড়া ২নং ওয়ার্ড | ৬৩০ | ৪২৮ | ১,০৫৮ জন |
৩ | মির্জানগর ৩নং ওয়ার্ড | |||
৪ | মির্জানগর ৪নং ওয়ার্ড | |||
৫ | বরণডালী ৫নং ওয়ার্ড | |||
৬ | বরণডালী ৬নং ওয়ার্ড | |||
৭ | বরণডালী ৭নং ওয়ার্ড | |||
৮ | সরসকাটি সাহাপুর ৮নং ওয়ার্ড | |||
৯ | সরাপপুর শ্রীরামপুর ৯ নংওয়ার্ড |
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কেশবপুর হইতে প্রায় ৮ কি: মি: পাকা রাস্তা রয়েছে। এই রাস্তায় সাধারনত মটরসাইকেল, বেবিটেক্সি, ভ্যান ইত্যাদি যোগে মানুষ চলাচল করে।