রামনগর ইউনিয়ন, যশোর সদর
রামনগর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে রামনগর ইউনিয়ন, যশোর সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৬′২৯.২″ উত্তর ৮৯°১৪′৪০.৬″ পূর্ব / ২৩.১০৮১১১° উত্তর ৮৯.২৪৪৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | যশোর সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
রামনগর ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। যশোর শহরের মুড়লী মোড়ের পর এই ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের মধ্য দিয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক 'এন৭ (বাংলাদেশ)' গিয়েছে এবং এর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ভৈরব নদী।
ইতিহাস[সম্পাদনা]
নামকরণ[সম্পাদনা]
এই ইউনিয়নের প্রাতিষ্ঠানিক(অফিসিয়াল) নাম '১১নং রামনগর ইউনিয়ন পরিষদ'।
ইউনিয়ন পরিষদ[সম্পাদনা]
রামনগর ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান এর নাম মোছাঃ নাজনীন নাহার ।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
৯ওয়ার্ড কী কী এই ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৬ টি ও ৯ টি ওয়ার্ড।মৌজার সংখ্যা ১৪টি। আয়তন - ২০.৮২ বর্গ কি:মি:।
গ্রাম সমূহের নাম -
- শ্রীকন্ঠনগর
- বলাডাঙ্গা
- মোবারককাটি
- মুড়লী
- কাজীপুর
- রামনগর
- শাহাবটী
- ভাটপাড়া
- তোলাগোল্দারপাড়া
- পান্তাপাড়া
- বাহিরমল্লিক
- কামালপুর
- খরিচাডাঙ্গা
- বাজুয়াডাঙ্গা
- ডহরসিংগা
- সিরাজসিংগা