স্বরুপদাহ ইউনিয়ন
স্বরুপদাহ | |
---|---|
ইউনিয়ন | |
স্বরুপদাহ ইউনিয়ন | |
বাংলাদেশে স্বরুপদাহ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′১৪.০″ উত্তর ৮৯°০′৫.০″ পূর্ব / ২৩.২৫৩৮৮৯° উত্তর ৮৯.০০১৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৮৯.০২ বর্গকিমি (৩৪.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,১৫৫ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | swarupdahaup9 |
স্বরুপদাহ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]
ভৌগোলিক অবস্থান অনুযায়ী স্বরুপদাহ ইউনিয়ন পূর্বে চৌগাছা পৌরসভা, পশ্চিমে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, দক্ষিণে ভারত ও উত্তরে নারায়নপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটি ২৫টি গ্রাম এবং ১৬টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।
গ্রাম[সম্পাদনা]
চৌগাছা ইউনিয়নে মোট ২৫টি গ্রাম রয়েছে।
- চোটারহুদা
- সাঞ্চাডাঙ্গা
- খড়িঞ্চা
- দেবালয়
- বহিলাপোতা
- বাজে খড়িঞ্চা
- খড়িঞ্চা নওদাপাড়া
- আন্দারকোটা
- বাঘারদাড়ি
- টেংগুরপুর
- স্বরূপদাহ
- কদমতলা
- মাধবপুর
- ছোটকাকুড়িয়া
- দিঘড়ী
- মাশিলা
- গদাধরপুর
- সর্বনন্দহুদা
- লক্ষীপুর
- গয়ড়া
- তিলকপুর
- হিজলী
- বড় কাকুড়িয়া
- নওদাপাড়া
- নায়ড়া।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্বরুপদাহ ইউনিয়ন"। swarupdahaup9.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।