বিষয়বস্তুতে চলুন

ভারতের উপজেলার তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভারতের তহশিলসমূহের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
আহমেদাবাদ জেলার তালুক।

ভারত ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত, যা আবার বিভিন্ন জেলায় বিভক্ত। এই জেলাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যা উত্তর ভারতে "তহশিল", পশ্চিমদক্ষিণ ভারতে "তালুক" এবং পূর্বউত্তরপূর্ব ভারতে "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত।

রাজ্য অনুযায়ী উপজেলা

[সম্পাদনা]

ভারতের রাজ্যগুলো উপজেলার জন্য বিভিন্ন নাম ব্যবহার করে। বিস্তারিত তথ্য নিচে দেয়া হল (২০১৮ সালের হিসাব অনুযায়ী):[]

রাজ্য উপজেলার নাম উপজেলার সংখ্যা
অন্ধ্রপ্রদেশ রাজস্ব বিভাগ ৭৬
অরুণাচল প্রদেশ সার্কেল ১৪৯
আসাম মহকুমা ১৫৫
বিহার অনুমণ্ডল ১০১
ছত্তিশগড় তহশিল ২২৮
গোয়া তালুকা ১২
গুজরাত তালুকা ২৪৮[]
হরিয়ানা তহশিল ৬৭
হিমাচল প্রদেশ তহশিল ১০৯
ঝাড়খণ্ড উপবিভাগ ২১০
কর্ণাটক তালুক ২৪০
কেরল তালুক ৭৫
মধ্যপ্রদেশ তহশিল ৪১২
মহারাষ্ট্র তালুকার ৩৫৩
মণিপুর উপবিভাগ ৩৮
মেঘালয় উপবিভাগ ৩৯
মিজোরাম উপবিভাগ ২২
নাগাল্যান্ড সার্কেল ৯৩
ওড়িশা তহশিল ৪৮৫
পাঞ্জাব তহশিল ১৭২
রাজস্থান তহশিল ২৬৮
সিকিম উপবিভাগ
তামিলনাড়ু রাজস্ব বিভাগ ৮৭[]
তেলেঙ্গানা রাজস্ব বিভাগ ৭৪
ত্রিপুরা মহকুমা ৩৮
উত্তরপ্রদেশ তহশিল ৩৫০
উত্তরাখণ্ড তহশিল ১১৩
পশ্চিমবঙ্গ মহকুমা ৬৯
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তহশিল
চণ্ডীগড়
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ তালুকা
দিল্লি তহশিল ৩৩
জম্মু ও কাশ্মীর তহশিল ৫৫
লাদাখ তহশিল
লাক্ষাদ্বীপ উপবিভাগ
পুদুচেরি তালুক
মোট ৬০৫৭

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs"। Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৩ 
  2. "State Govt Announces 23 New Talukas"DNA। ১০ সেপ্টেম্বর ২০১৩। ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬ 
  3. "State Govt About"tngov