ব্যবহারকারী আলাপ:SHEIKH/সংগ্রহশালা ২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@SHEKH: ভাই, আপনি খুলনা বিভাগের ইউনিয়নসমুহের তালিকা নামে একটি নিবন্ধ তৈরি করেছেন, অপরদিকে একই নামে (খুলনা বিভাগের ইউনিয়নসমূহের তালিকা) আমিও নিবন্ধ তৈরি করে ফেলেছি। এখানে আপনার একটু ছোট্ট ভুল হচ্ছে, সমূহ বানানটি আসলে সমুহ না লিখে শুদ্ধ/প্রচলিত বানান সমূহ লিখবেন। তাহলে আশা করি, আগামীতে এমন সমস্যা আর হবেনা। এখন কী করা যায়, আপনার থেকে কোন সিদ্ধান্ত/পরামর্শ'র অপেক্ষা করছি; ধন্যবাদ। :) ~ নাহিয়ান আলাপ ১৯:০০, ৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nahian~bnwiki: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এই প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। এটা আমি প্রথম শুরু করে ছিলাম। সাথে সাদমানকে নিয়ে, যাই হোক আপনি যে কোন একটি পুনঃনির্দেশিত করে দিন। আর হ্যাঁ কষ্ট করে এই পাতা বরিশাল বিভাগের ইউনিয়নসমূহের তালিকাটি অনুসরণ করবেন, এটা ফেরদৌস ভাই করে দিয়েছে, ধন্যবাদান্তে ~SHEKH (বার্তা) ২২:১৩, ৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@SHEKH: হ্যাঁ, আমি দেখেছি সাকিবকে একই প্রজেক্টে কাজ করতে, আমিও আমার নিজের বিভাগ নিয়ে কাজ করার পর বাকি বিভাগগুলো নিয়ে কাজ করার আগ্রহ জাগে। ময়মনসিংহ বিভাগের ইউনিয়নসমূহের তালিকা নিবন্ধটি ফেরদৌস ভাইয়ের করা নিবন্ধটির মতোই। ~ নাহিয়ান আলাপ ২২:১৯, ৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian~bnwiki: ধন্যবাদ আমি দেখ আসলাম, বাকি গুলোও একটু সময় নিয়ে করে দিবেন। আর তথ্যসূত্র প্রয়োজন নেই।— SHEKH (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@SHEKH: রংপুর বিভাগের ইউনিয়নসমূহের তালিকারাজশাহী বিভাগের ইউনিয়নসমূহের তালিকা দুটি নিবন্ধও তৈরি করেছি, যেগুলোতে আজকে কাজ করবো, চাইলে আপনিও সাহায্য করতে পারেন। আর তথ্যসূত্র প্রয়োজন নেই জানি, বহিঃসংযোগ এর বদলে তথ্যসূত্র অনুচ্ছেদ তৈরি করেছি ভুলবশত। ~ নাহিয়ান আলাপ ২২:৪০, ৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



পরিশ্রমী পদক
মার্চ মাসে ১৮ টি, এপ্রিল মাসে ৫৫ টি এবং চলতি মে মাসে এখনও পর্যন্ত ২০ টি দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছেন। নিয়মিতভাবে নতুন নিবন্ধসমূহ টহল দেয়া অবশ্যই একটি পরিশ্রমের কাজ। তাই আপনাকে দিলাম পরিশ্রমী পদক। ফেরদৌস০৯:২৯, ৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Ferdous: জাযাকাল্লাহ, অনুপ্রাণিত হইলাম। এভাবেই কারো অনুপ্রারনায় কারো চেষ্টায় এগিয়ে যাক মাতৃভাষা, ধন্যবাদ নিয়ে বাধিত করবেন। ধন্যবাদান্তে~SHEKH (বার্তা) ০৯:৩৮, ৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


অনুরোধ জ্ঞাপন[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



Hiro Sheikh পাতায় শুধু আমার একান্তই নিজের সম্পর্কে লেখা। তাই আপনাদের মিথ্যা মনে হয়। প্লিজ আমাকে আমার সম্পর্কে নিজের একটা পাতা লেখা রয়েছে অনুমতি দিলে লিখতে পারতাম। অবশ্যই সংশোধন করে Hiro Sheikh (আলাপ) ০৯:৫০, ৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বাংলা উইকি রমজান পদক
এই রমজানে এক বা একাধিক ইসলাম সম্পর্কিত নিবন্ধ তৈরির জন্য আমার পক্ষ থেকে এই বাংলা উইকি রমজান পদক, ভবিষ্যতে এরকম আরো অনেক নিবন্ধ তৈরি করবেন; এই আশা ব্যক্ত করে---- এফ আর শুভ(বার্তা দিন) ১৮:৫৩, ১৭ মে ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ঈদ মোবারক[সম্পাদনা]

প্রিয় শেখ ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৩:৪৯, ২৪ মে ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ইমতিয়াজ মাহমুদ পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪১, ২৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইমতিয়াজ মাহমুদ[সম্পাদনা]

সুধী, উপরের নিবন্ধের বিষয়ের সাথে আপনার স্বার্থের সংঘাত আছে কি? এই নিবন্ধের জন্য ছবি আপলোড করা হয়েছিল শুভাশীষ বর্মন নামে একটি অ্যাকাউন্ট থেকে আর নিবন্ধ তৈরি করেছেন আপনি। উক্ত ছবি কমন্স থেকে আপনাকে না দিলে আপনার পাওয়ার কথা না। দয়া করে ব্যাখ্যা করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫১, ২৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: সুপ্রিয় নাহিদ সুলতান নিবন্ধে উল্লেখিত ব্যক্তিকে আমি চিনিনা, তার নিবন্ধও আমি করিনি, এটা শুভাশীষ বর্মন-ই করেছে। উনি তথ্যসূত্র দিতে পারছিল না বিধায় আমাকে অফলাইনে মেসেজ করাতে আমি আমার উপপাতায় তৈরি করে তথ্যসূত্র যোগ এবং তারই অনুরোধে এটি প্রকাশ করি। এখানে আমার কোন স্বার্থ জড়িত নেই। আর উপরের নীতিমালাটি সম্পর্কে আমার ভাল জ্ঞান না থাকায় এমনটি হয়েছে, নীতিমালা পড়েছি, এবং এহেন কর্মের জন্য দুঃখ প্রকাশ করছি, আশাকরি সামনের দিকে একই ভুল দিতীয় বার হবেনা। ধন্যবাদ ~SHEKH (বার্তা) ২১:১০, ২৬ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দেখেন, নিবন্ধটি যিনি তৈরি করে দিতে বলেছেন তার সাথে স্বার্থের সংঘাত প্রমাণিত। এখন আপনি বলছেন যে, আপনি অফলাইন অনুরোধে নিবন্ধটি তৈরি করেছেন। কিন্তু এখন যদি আপনাকে আমি না বিশ্বাস করি সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। তাই, ভবিষ্যতে যাতে আপনি নিজে ঝামেলাতে না পরেন সে জন্য আপনাকে অনুরোধ করবো অনুরোধের কোন নিবন্ধ তৈরি করবেন না। বিশেষ করে কোন উঠতি সেলিব্রেটি, কোম্পানি বা এধরণের কোন নিবন্ধ। সেটি কোন না কোনভাবে স্বার্থের সংঘাত। আপনি নতুন বিধায় এবার আমি বিশ্বাস করলাম যে আপনি অফলাইনে অনুরোধ পেয়ে না বুঝে করেছেন। এটি একটি বন্ধুত্বপূর্ণ পরামর্শ হিসেবে মনে করতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৬, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: আমার ভুলের জন্য দুঃখিত, এবং আপনাকে সু-পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ। ~SHEKH (বার্তা) ১৯:১০, ২৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

{{subst:RMT | status = | result = }}


আমি নিজের বট রাখতে চাই। Imonghor (আলাপ) ০৭:১০, ৩১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Imonghor: উইকিপিডিয়ায় আপনি একজন নতুন সম্পাদক। বলাবাহুল্য, বিশেষ কোনো অবদান এখনো রাখেননি, এছাড়াও আমার মনে হয় অবদান রাখার পাশাপাশি "বট" কি, তা আপনার জানা প্রয়োজন। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৭:১৬, ৩১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। Imonghor (আলাপ) ০৭:৩৭, ৩১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

উইকিডাটা নিয়ে সাহায্য[সম্পাদনা]

একটা নিবন্ধ তৈরি করার পর কি উইকিডাটাতে সেটা কিভাবে সংযোগ করবো? স্য়ংক্রিয়ভাবে কি যোগ করা সম্ভব? ~ তন্ময় (আলাপ) ১১:০০, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: ভাই আমি উইকিছুটিতে আছি একটু দেখেনতো ~SHEKH (বার্তা) ১১:৪১, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
একই বার্তার উত্তর ইতোমধ্যে আমার আলাপ পাতায় দিয়েছি। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৫, ১৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Mzz Tanmay: উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২০, ১৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:,@Al Riaz Uddin Ripon: আপনাদের ধন্যবাদ। ~ তন্ময় (আলাপ) ১৫:৩১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]

প্রিয় SHEKH,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৭, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় SHEKH,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:০১, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]

হ্যালো SHEIKH/সংগ্রহশালা ২: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি যোগ[সম্পাদনা]

উইকিপিডিয়ায় কিভাবে ছবি যোগ করবো?ShazidSharif2001 (আলাপ) ১৫:০৯, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ShazidSharif2001 আপনিএখান থেকে কপিরাইট মুক্ত যে কোন ছবি আপলোড করতে পারবেন। ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৯:১৪, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় SHEIKH,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ, ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
রাজীব

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)[সম্পাদনা]

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]