বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তঃউইকি সংযোগ হল এক ভাষার উইকির সাথে অন্য ভাষার উইকি পাতার সংযোগ। আন্তঃউইকি সংযোগ দিতে উইকিপিডিয়া উইকিউপাত্ত নাম সাইট ব্যবহার করে। আন্তঃউইকি সংযোগ বিভিন্নভাবে দেয়া যায়।

প্রথম পদ্ধতি

[সম্পাদনা]
  • নিবন্ধের ডান দিকের পার্শ্বদণ্ডে "সরঞ্জাম" লেখার নিচে আন্তঃভাষার সংযোগ দিন লেখায় ক্লিক করুন। (আপনি যদি মোবাইলে থাকেন, তাহলে সাময়িকভাবে "ডেক্সটপ" মুডে যান। পাতার একদম নিচে গেলে "ডেক্সটপ" মুডে যাওয়ার লিঙ্ক পাবেন)
  • ক্লিক করলে একটি বাক্স আসবে।
  • বাক্সে ভাষা অংশে ভাষা কোড লিখুন (ইংরেজির জন্য enwiki, জার্মানের জন্য dewiki, হিন্দির জন্য hiwiki ইত্যাদি)।
  • পাতা অংশে পাতার নাম লিখুন। (উদাহরণের জন্য নিচের চিত্রে ভাষা ঘরে enwikiপাতা ঘরে King Abdulaziz International Airport-এর নাম দেয়া হয়েছে)।
  • লেখার পর পাতার সাথে সংযোগ করুন বোতামে ক্লিক করুন।
  • এতে আরেকটি পাতা আসবে তাতে নিশ্চিত করুন লেখায় ক্লিক করুন।
  • ব্যস, এতেই আন্তঃউইকি সংযোগ হয়ে গেল।

দ্বিতীয় পদ্ধতি

[সম্পাদনা]
  • প্রথমে সংশ্লিষ্ট উইকিউপাত্ত আইটেমে যেতে হবে। অন্য উইকির সংশ্লিষ্ট নিবন্ধে যেয়ে এটি বের করা যাবে। (যেমন: ইংরেজি উইকির সংশ্লিষ্ট পাতায় যেয়ে বাম দিকে পার্শ্বদন্ডে tools লেখার নিচে Wikidata item লেখায় ক্লিক করে সংশ্লিষ্ট উইকিউপাত্ত আইটেমে যাওয়া যাবে। আইটেমের আইডি Q দিয়ে শুরু হবে। )
  • সংশ্লিষ্ট উইকিউপাত্ত আইটেমে যাওয়ার পর পাতা লোড হতে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। পাতা লোড হলে এবার উইকিপিডিয়া লেখার পাশে সম্পাদনা লেখায় ক্লিক করতে হবে।
  • সর্বশেষ, প্রকাশ করুন লেখায় ক্লিক করতে হবে।

তৃতীয় পদ্ধতি

[সম্পাদনা]

এই পদ্ধতিটি মোবাইল মুডেও কাজ করবে। w:en:Special:PageInfo এ গিয়ে ইংরেজি উইকিপিডিয়ার যে পাতাটির সাথে সংযোগ দিতে চান, তার শিরোনাম লিখে Go to page এ ক্লিক করুন। সেখানে টেবিলে Wikidata item ID এর (Q ও তারপর কিছু সংখ্যাযুক্ত) আইডি মানটি কপি করুন। টেবিলে এটি না থাকলে, এই পদ্ধতিটি কাজ করবে না, (নতুন আইটেম তৈরি করতে হবে)। এরপর (উইকিউপাত্তে লগইন করা অবস্থায়) d:Special:SetSiteLink এ গিয়ে আইডি: এর স্থানে সেই আইটেম আইডি, সাইট আইডি: এর স্থানে bnwiki এবং সাইট লিংক: এর স্থানে বাংলা উইকিপিডিয়ার যে পাতাটি যুক্ত করতে চান সেটির শিরোনাম লিখে সাইটসংযোগ নির্ধারণ করুন লেখা থাকা নীল বোতামে ক্লিক করলে আন্তঃসংযোগ যুক্ত হবে। আন্তঃসংযোগ যুক্ত হওয়ার সাথে সাথে তা পাতায় প্রদর্শিত নাও হতে পারে। সেক্ষেত্রে বিশেষ:Purge এ গিয়ে পাতার শিরোনাম দিয়ে শোধন করতে পারেন।