ব্যবহারকারী আলাপ:মো. মাহমুদুল আলম/সংগ্রহশালা ৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫ সংগ্রহশালা ৬

২০০+ নিবন্ধ পদক!

২০০+ নিবন্ধ পদক
দেখতে দেখতে বাংলা উইকিপিডিয়ায় ২০০+ নিবন্ধ রচনা করে ফেলেছেন! আপনার কাজের এই স্পৃহা ভবিষ্যতেও বজায় থাকুক এই কামনায় পদকটি দেওয়া হলো। শুভকামনা সহ —শাকিল (আলাপ · অবদান) ১৯:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
অভিনন্দন! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:২৩, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@Yahya আপনাকে ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৩০, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@MdsShakil আপনাকে ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:২৮, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম ২০০ নিবন্ধের মাইলফলক অতিক্রম করার জন্য শুভেচ্ছা। অভিনন্দন। আপনি কুরআনে উল্লিখিত ব্যক্তিদের নিয়ে বাংলা উইকিতে অনূদিত নিবন্ধ যোগ করছেন। নিবন্ধগুলি গুরুত্বপূর্ণ। নিবন্ধগুলি যেন আংশিক অনুবাদেই শেষ না হয়ে যায় (যেমনঃ হাওয়া <Eve>) । ইংরেজি উইকি থেকে অনূদিত নিবন্ধ যেন সম্পূর্ণ হয়। পাঠক যেন আপনার নিবন্ধ পড়ে অতৃপ্ত হয়ে ইংরেজি উইকিতে চলে না যায়। এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ থাকলো। আপনার উইকিযাত্রা শুভ হোক। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২০:০৩, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@FaysaLBinDaruL অনেক অনেক ধন্যবাদ আপনাকে। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:০৭, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১

সুধী, আপনার জমাদানকৃত নিবন্ধগুলোতে (যেগুলো এখনও পর্যালোচনা হয়নি) প্রচুর যান্ত্রিকতা/নিম্নমানের অনুবাদের মতো সমস্যা রয়েছে। অনুগ্ৰহ পূর্বক নিবন্ধগুলো সম্পূর্ণ পড়ুন এবং নিজের ভাষায় বুঝিয়ে লিখুন। সমস্যাযুক্ত নিবন্ধগুলো যেকোন পর্যালোচক যেকোন‌ সময় গ্ৰহণ না করার সিদ্ধান্ত নিতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১৮:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@MdsShakil ইতিমধ্যে কিছু ঠিক করেছি। -- 118.179.83.193 (আলাপ) ১৫:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@MdsShakil আজ “১ জার্মানির নাৎসি যুগে নারী, ২ মথুরা ধর্ষণ মামলা, ৩ ডুয়েগু আসেনা, ৪ অর, ৫ হেবা কুতুব, ৬ ফুটবল আন্ডার কভার, ৭ দ্য পুলিশম্যান (চলচ্চিত্র), ৮ আনাত জুরিয়া, ৯ দুআ খলিল আসওয়াদ, ১০ এলা সোহাত, ১১ ফরগ আজারাখশি ও ১২ বহরেহ হেদায়েত” নিবন্ধ ঠিক করলাম। দেখেন তো ঠিক আছে কি না? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:০২, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
ভালো হয়েছে। সংশোধিত নিবন্ধ কয়েকটাতে কিছু সমস্যা রয়েছে সেগুলো বাদে বাকী গুলো গৃহীত হয়েছে। এভাবে অন্যানগুলো সংশোধন করে ফেলুন —শাকিল (আলাপ · অবদান) ২০:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@MdsShakil সেটাও কি যান্ত্রিক সমস্যা? আর মথুরা ধর্ষণ মামলা নিবন্ধে কোন পয়েন্ট যোগ হয়নি। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
হ্যাঁ, যান্ত্রিকতা/বাক্য গঠনে কিছু সমস্যা রয়েছে। মথুরা ধর্ষণ মামলা নিবন্ধটি @Ruhan: গ্ৰহণ করলে পয়েন্ট যোগ হবে —শাকিল (আলাপ · অবদান) ২০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@MdsShakil মোটামুটি বাকি সব নিবন্ধ ঠিক করলাম। একটু দেখে মতামত জানাবেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

নিবন্ধের আকার

আপনি কি কম্পিউটার থেকে সম্পাদনা করছেন? ⋯Aishik Rehman (আলাপ) ১৮:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@Aishik Rehman জি, কম্পিউটার থেকে সম্পাদনা করছি। কেন -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম তাহলে তো স্ক্রিনের ডানপাশে পাতার আকার নামে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করলে পাতায় কয়টা শব্দ হল নিজেই চেক করতে পারবেন। ⋯Aishik Rehman (আলাপ) ১৮:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@Aishik Rehman: ভাইয়া, পাতার আকার ব্যবহারকারী স্ক্রিপ্টের অংশ। স্ক্রিপ্ট ইনস্টল করা না থাকলে সেই অপশনটি দেখাবে না। — Meghmollar2017আলাপ১১:৩০, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017 এটাতো গ্যাজেট আকারে পছন্দতালিকায়ও দেওয়া থাকে। সেখান থেকে অ্যাক্টিভ করে নিলেই হয়। আমি ভাবলাম উনি অলরেডি অ্যাক্টিভ করে নিয়েছেন। ⋯Aishik Rehman (আলাপ) ০০:৩৯, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১

আপনি দুটি নিবন্ধ জমা দিয়েছেন। দয়া করে নিবন্ধ দুটিকে ৩০০ শব্দের বড় করুন। অন্যথায় প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী দুটিতেই শূণ্য মার্ক দিতে হবে। যেখান থেকে অনুবাদ করেছেন, সেখানের নিবন্ধটি যথেষ্ট বড় না হলে গুগলের সাহায্য নিয়ে বড় করতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন, এই এডিটাথনে শব্দ সংখ্যার উপর মার্ক দেয়া হবে। তাই যতো বড় নিবন্ধ, ততো বেশি মার্ক! শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:০১, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)

@Yahya উইকি শিশুদের ভালোবাসে ২০২১ কি ৩০০ শব্দের কম নিবন্ধ গ্রহণ করে? জানালে ভালো হয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৫২, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)
ফাউন্টেন সম্ভবত জমা নিবে। কিন্তু ৩০০ শব্দের কম নিবন্ধ গ্রহণ করা হবে না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৫১, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)
@Yahya বাংলাদেশের জাতীয় শিশু নীতি ২০১১ নিয়ে নিবন্ধ তৈরী করছি। উইকি শিশুদের ভালোবাসে ২০২১ এ জমা দেয়া যাবে কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৫৮, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)
হ্যাঁ, দেয়া যাবে। তবে কপিরাইটের দিকে খেয়াল রাখবেন। অর্থাৎ উৎস থেকে যেন কোনো লেখা সরাসরি কপি করে আনা না হয়। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:০৯, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

পদক

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

প্রিয় মো. মাহমুদুল আলম,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ― হীরক রাজা, শাকিল হোসেননেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ প্রতিযোগিতায় মো. মাহমুদুল আলম ১২৪টি নিবন্ধ সৃষ্টি করেছেন। তন্মধ্যে ১২৪টি নিবন্ধই গৃহীত হওয়ায় বাংলা উইকিপিডিয়ায় তৃতীয় স্থান অর্জন করেছেন। অভিনন্দন। —RuHan [ Talk ] ০৭:১৩, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)

@Ruhan ইন্টারন্যাশনালভাবে যারা ১ম, ২য় ও ৩য় হবে তারা কি আবার বাংলায়ও ১ম, ২য় ও ৩য় এর মধ্যে আসবে। পুরুস্কারের নোটিশ কিন্তু তা ব্যাখ্যা করে না। আর একই লোক একই প্রতিযোগিতায় ২ যায়গায় পুরুস্কার নেয়াও অবৈধ। এমএস সাকিব ইন্টারন্যাশনালভাবে একটা স্থান পেয়েছে। তাকে কি দুটা পুরুস্কার দেয়া ঠিক হবে। একটু ভেবে দেখা দরকার। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:৪৪, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)
ভাই, এখানে যদিও উত্তর দেওয়া হয়েছে, তবুও আমি আরেকটু ব্যাখ্যা করি। স্থানীয়ভাবে বলতে শুধু বাংলা উইকিপিডিয়া বুঝানো হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে বলতে বাংলা, তামিল, হিন্দি, তেলুগু, অসমীয়া, উর্দু ইত্যাদি উইকিপিডিয়া মিলিয়ে বুঝানো হচ্ছে (একই সময়ে একই নিয়মে, বাংলা উইকির মত এইসব উইকিতেও একই নিবন্ধ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়)।
নিবন্ধ সৃষ্টির সংখ্যা অনুসারে আন্তর্জাতিকভাবে যারা ১ম, ২য়, ৩য় হয়েছেন (যারা সর্বাধিক সর্বাধিক নিবন্ধ লিখেছেন), তারা কিন্তু স্থানীয় পুরস্কারে আসবে না। আন্তর্জাতিক ও স্থানীয়, দুইটা আলাদা পুরস্কার। কথার কথা, আপনি যদি আন্তর্জাতিকভাবেও ৩য় হতেন, তবে আপনি একই সাথে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পুরস্কার পেতেন।
সর্বশেষ কথা হল, আপনি স্থানীয়ভাবে ৩য় হয়েছেন, এটার নড়ছড় হবে না। আর পুরস্কার পাঠানোর সময় (আশা করি আগামী ১ মাসের মধ্যে) আয়োজকরা আপনার সাথে যোগাযোগ করবে।
আপনাকে আবারো ধন্যবাদ। আমি জানি এটা একটা ছোট্ট পুরস্কার। এই ছোট্ট পুরস্কার দিয়ে ১২৪টি নিবন্ধ সৃষ্টির মহত্ত্ব শোধ করা অসম্ভব, শুধু আপনি না, আপনিসহ যারা বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে নিচ্ছেন সকলের ক্ষেত্রেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫২, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ মো. মাহমুদুল আলম (আলাপ) ০০:৪৪, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)

আমাকে স্মরণ করেছিলেন! উত্তর তো পেয়েছেনই। বাকিটা ক্যাজুয়ালি বলি- আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে টেনশনই নিয়েন না। আপনার মধ্যে আমি পটেনশিয়ালিটি দেখেছি যা উইকির কাজে আসবে। কয়েক মাস পর আপনার থেকেই হয়তো ৭-৮টা ভালো নিবন্ধ দেখতে পাবো।—RuHan [ Talk ] ২৩:২০, ১৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)
@Ruhan ৭ অক্টোবরের কথা ১৩ অক্টোবর বললে কি হবে। -- 118.179.83.193 (আলাপ) ১৮:৫৯, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
@Ruhan ৭ অক্টোবরের কথা ১৩ অক্টোবর বললে কি হবে। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:০০, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
২০০ এর বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। অসাধারণ! আপনার সাম্প্রতিক সময়ে তৈরি করা নিবন্ধগুলো বেশ ভালো হচ্ছে। এই ভালো কাজটি পাওয়ার জন্যই আমরা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছি, প্রতিযোগিতায় নিবন্ধ গ্রহণে বিলম্ব করেছি। আশা করি বিরক্ত হন নি! আপনার দ্বারা বাংলা উইকিপিডিয়া আরও অনেক অনেক উপকৃত হবে বলে আশা রাখি। আপনার শ্রমের স্বীকৃতি স্বরূপ আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট এই পদক। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৫, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
আপনি একজন নিয়মিত লেখক ও ইবি অবদানকারী!! আমার থেকেও বেশি নিবন্ধ (২১৫+ নিবন্ধ) প্রকাশ করে ফেলেছেন, এইজন্য আপনাকে অভিনন্দন ও ভালোবাসা ও ছোট্ট একটি পদক। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৫:১৩, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)

WLWSA-2021 Newsletter #6 (তথ্য প্রদানের জন্য অনুরোধ)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
১ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর, ২০২১ বিস্তারিত দেখুন!

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদের সাহায্য করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজক দলের সাথে @ইমেইলে যোগাযোগ করুন অথবা মেটা-উইকি আলাপ পাতায় আলোচনা করুন।

শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন আয়োজক দল ০৬:০৬, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)

দিলাম, সাবমিট হয়েছে কি? মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:৫৬, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (তথ্য প্রদানের অনুরোধ)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
১ অক্টোবর - ১৫ অক্টোবর, ২০২১

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (উইকি লাভস চিল্ড্রেন) প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক শিশু প্রসঙ্গে নিবন্ধ তৈরির মাধ্যেম বাংলা উকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজকদের সাথে যোগাযোগ করুন।


শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
১৮:৪৬, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)

পাঠালাম সাবমিট হয়েছে কি? মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)

ক্ষুদ্র নিবন্ধ

বাংলা উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ। আমি আপনার লেখা বা শুরু করা নিবন্ধ পর্যালোচনা করার সময় লক্ষ্য করেছি, যে বেশ কিছু নিবন্ধ ক্ষুদ্র আকারে রয়েছে, এছাড়া কিছু নিবন্ধে তথ্যসূত্র নেই। যেমন - সাদ্দাদ, বাহরাইন, কারজাখানশাহরাকান। দুটি ক্ষেত্রেই নিবন্ধ অপসারণ বা মুছে ফেলা হয়। ফলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনার লেখা বা শুরু করা ক্ষুদ্র নিবন্ধের সম্প্রসারণ করুন এবং তথ্যসূত্র বিহীন নিবন্ধে তথ্যসূত্র যোগ করুন। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:১৫, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

এগুলো নিবন্ধন ইংরেজি উইকি থেকে অনুবাদকৃত। যা আছে তা। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:৩২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম আপনি ইংরেজি থেকে অনুবাদিত পাতা, এটা আলাপ পাতায় যুক্ত করতে চাইলে {{অনূদিত পাতা|en|Islamic University, Bangladesh|ছোট=না}} এটা ব্যবহার করুন। দেখুন আমি আলাপ:কারজাখান এই পাতায় যুক্ত করেছি। আর প্রয়োজনীয় কোড আমার এই পাতায় যুক্ত করে দিতে পারেন। তাহলে প্রয়োজনের সময় দ্রুত পাওয়া যাবে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৬:৩৪, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
@খাঁ শুভেন্দু: আপনার উল্লিখিত নিবন্ধগুলোর সাথে ইংরেজি নিবন্ধের সংযোগ আছে। সেখানেও স্পষ্টত এর বেশি লেখা নেই। কাজেই, আপনার বার্তাটি আরেকটু মোলায়েম হলে ভালো হতো বলে আমার মনে হয়। কারণ নতুন ব্যবহারকারীরা সাধারণত ছোট নিবন্ধ দিয়েই শুরু করতে চায়। তবে নিবন্ধসংখ্যা বাড়ানোর “অসাধু প্রতিযোগিতা” করতে গিয়ে যদি এই নিবন্ধগুলো তৈরি হতে থাকে, তাহলে সমস্যা। এক্ষেত্রে আপনাদের মতো পুরনো ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করি। আমাদের সম্পাদনার ইতিহাস দেখলেও এরকম নিবন্ধ খুঁজে পাওয়া যাবে। এই আলোচনা একদম শুরুতেই আমার দৃষ্টিগোচর হয়েছিল। হয়তো মন্তব্য করতাম না, যদি না এই নিবন্ধটা হঠাৎ চোখে পড়তো। কৌতূহলবশত খোঁজ নিয়ে দেখতে পেলাম আর্টেমিস ২, চালসা রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় ভারত শৈলশিরা ইত্যাদি নিবন্ধ অনেকদিন ধরেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আমার তৈরি করা অনু (বৈদিক জাতি), শতক (ভূমি পরিমাপের একক) ইত্যাদি অনেক নিবন্ধও আকারে অনেক ছোট। পুরনো ব্যবহারকারী বলেই হয়তো এগুলো অন্যদের দৃষ্টির বাইরে থেকে গেছে। আমাদেরও চেষ্টা করা উচিত হবে সেগুলো সম্প্রসারণ করা। যাই হোক, আশা করি, নতুন ব্যবহারকারীরা পুরনো সকলের সহযোগিতা লাভ করবে। — Meghmollar2017আলাপ০৯:৫১, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017:আপনার বিস্তারিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি মন্তব্যের মধ্যে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আমি সেমূহের উত্তর প্রদানের চেষ্টা করছি। প্রথমত, আপনি উল্লেখ করেছেন, যে আমার দ্বারা ট্যাগ করা ক্ষুদ্র নিবন্ধসমূহ ইংরেজিতেই ক্ষুদ্র আকারে আছে। বেশ,... ইংরেজিতে ক্ষুদ্র আকারে থাকলে সেটি বাংলাতেও ক্ষুদ্র আকারে লেখার বা থাকার অনুমোদন লাভ করবে অথবা নিবন্ধটিকে ক্ষুদ্র নিবন্ধ হিসাবে উল্লেখ করা যাবে না কেন? তা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার তো মনে হয় যেটি ক্ষুদ্র নিবন্ধের শর্ত পূরণ করে, সেটি অবশ্যই ক্ষুদ্র নিবন্ধ, ইংরেজি নিবন্ধে কতটা লেখা আছে তা বিচার্য নয়। দ্বিতীয়ত, আপনি মোলায়েম ব্যবহারে কথা উল্লখে করেছেন। ফলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনার লেখা বা শুরু করা ক্ষুদ্র নিবন্ধের সম্প্রসারণ করুন এবং তথ্যসূত্র বিহীন নিবন্ধে তথ্যসূত্র যোগ করুন - আমি এখানে অনুরোধ করেছিলাম। তৃতীয়ত আপনি উদাহরণ হিসাবে আমার লেখা বা শুরু করা কিছু নিবন্ধ উল্লখ করেছেন। হ্যাঁ, নিবন্ধ সমূহ ক্ষুদ্র আকারে রয়েছে। নিবন্ধসমূহ খুঁজে বের কররা জন্য ধন্যবাদ। আমি দ্রুত নিবন্ধসমূহ সম্প্রসারণ করার চেষ্টা চালাবো। আবারও উল্লেখ করছি, ক্ষুদ্র নিবন্ধ সবসময়ই ক্ষুদ্র নিবন্ধ, তা সেই নিবন্ধ আমি, আপনি বা অন্য কেউ লিখে থাকুক। চতুর্থত, আপনি নতুন ব্যবহারকারী বিষয়টি উল্লেখ করেছেন। হ্যাঁ, ব্যবহারকারী আলাপ:মো. মাহমুদুল আলম বাংলা উইকিপিডিয়াতে একজন নবীন উইকিপিডিয়ান। তবে তিনি বাংলা উইকিপিডিয়াতে ৩০০ টির বেশি নিবন্ধ লিখেছেন বা শুরু করেছেন। ফলে ধরে নেওয়া যেতেই পারে তিনি নিবন্ধ লেখার ক্ষেত্রে কিছুটা হলেও অভিজ্ঞয় এবং সেই সঙ্গে তথ্যসূত্র যোগ বা ক্ষুদ্র নিবন্ধের বিষয় সম্পর্কে অবগত।
ক্ষুদ্র নিবন্ধ প্রথম থেকেই বাংলা উইকিপিডিয়াতে একটি সমস্যার বিষয়। কিছু নিবন্ধ এক দশকের বেশি সময় ধরে ক্ষুদ্র আকারে (এক, দুই বা তিন বাক্যের নিবন্ধ) রয়েছে। আর এই ভাবে চলতে থাকলে বাংলা উইকিপিডিয়া ক্ষুদ্র নিবন্ধে ভরে উঠবে, যা কখনই কাম্য নয়।
সবশেষে, আমার ব্যবহার বা আমার কার্যকলাপে যদি কেউ বা কোন ব্যক্তি দুঃখ পেয়ে থাকেন, তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। --খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:০৭, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

সুন্দর মতামতের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:১০, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

সাদ্দাদ, বাহরাইন, পাতাটি ফেরত আনা দরকার। মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:১২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম এই তালিকার ২১ নাম্বারে দেখুন সাদাদ বাহরাইন রয়েছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১০:৩৩, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

শুকরিয়া মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:২১, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

পদক

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

প্রিয় মো. মাহমুদুল আলম,
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪২, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

আন্তরিকভাবে গ্রহণ করিলাম এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ। মো. মাহমুদুল আলম (আলাপ) ০১:১১, ৪ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

অনুবাদ সম্পর্কে

ভাই, আপনার সম্প্রতি তৈরি শরনার্থী শিবিরের কিছু নিবন্ধের বাক্য আমাকে ঠিক করতে হল।

ইংরেজি বাক্য ধরে ধরে অনুবাদ করিয়েন না। ইংরেজি ও বাংলার বাক্য গঠনের ব্যাকরণ আলাদা। আপনি যদি ইংরেজি বাক্য ধরে ধরে মানে আক্ষরিকভাবে অনুবাদ করেন, সব বাক্য পড়তে ভালো লাগবে না। আপনি ইংরেজি বাক্য বুঝে নিজের মত বাংলায় সাজিয়ে লিখেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৪, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

ঠিক আছে মো. মাহমুদুল আলম (আলাপ) ০১:১৩, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
মানে সর্বক্ষেত্রে আক্ষরিক অনুবাদ করিয়েন না। ভাবানুবাদ করিয়েন। আরেকটা বুদ্ধি দেই। বড় জটিল ইংরেজি বাক্য বাংলায় ভেঙ্গে ভেঙ্গে ছোট বাক্যে লিখিয়েন। তাহলে দেখবেন সহজে বাক্য মিলাতে পারছেন, বাক্য গঠন করতে পারছেন, বাংলা অনুবাদ জটিল হচ্ছে না। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৮, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

শুকরিয়া মো. মাহমুদুল আলম (আলাপ) ০৬:০০, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

মো মাহমুদুল আলম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মো মাহমুদুল আলম নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ≈ MS Sakib  «আলাপ» ১৮:২৩, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

ভাই, আপনি আপনার নামে পাতা তৈরি করতে পারবেন না। আপনার যা লিখার ব্যবহারকারী:মো. মাহমুদুল আলম পাতায় লিখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৮, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ঠিক আছে। তবে সরাসরি কিভাবে আমার আইডিতে প্রবেশ করা যায়? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৩৫, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
আপনার মেসেঞ্জার দেখেন, সেখানে আমি স্ক্রিনশটসহ বিস্তারিত বলেছি। না বুঝলে আমাকে সেখানে প্রশ্ন জিজ্ঞেস করেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪২, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

নিজের নামে নিবন্ধ!

আপনাকে তো অভিজ্ঞ উইকিপিডিয়ান হিসেবেই জানতাম। কিন্তু আপনি নিজের নামে নিবন্ধ তৈরি করছেন কেন? (!) অনুগ্রহ করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) দেখুন। তাছাড়া নিজে উল্লেখযোগ্য হলেও নিজেই নিজেকে নিয়ে নিবন্ধ লেখা যায় না। আর, আপনি আপনার ব্যবহারকারী পাতা কপি-পেস্ট করে নিজের নামে নিবন্ধ তৈরি করে ফেলেছেন! আমি জানিনা আপনি এটা ভুলক্রমে করেছেন কিনা। তবে ইচ্ছাকৃতভাবে করে থাকলে এটা "ধ্বংসপ্রবণতা"র শামিল। তাই উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করছি। ≈ MS Sakib  «আলাপ» ১৮:২৭, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

@MS Sakib অপসারণ করে দেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৩০, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছি। অপসারণের কাজ প্রশাসকগণ করবেন। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:৩২, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@MS Sakib উইকিতে সরাসরি কিভাবে আমার আইডিতে ডুকা যায়? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৩৪, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
মো. মাহমুদুল আলম, আপনার ফেসবুক দেখেন, সেখানে আমি এই বিষয়ে একটি বার্তা দিয়েছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৪, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান দেখেছি, এই থাকে আবার এই থাকে না্। কি যে জ্বালা! -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৩৯, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান অপসারণ করেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৪০, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@MS Sakib উনি ভুল করেই করেছেন, বুঝা যাচ্ছে। ইচ্ছা করে করলে ব্যবহারকারীর পাতা কপি করে পাতা তৈরি করতোনা। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:০৯, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@Prodipto Deloar: ওনি ইচ্ছে করেই করেছিলেন। কিন্তু বিষয়টা হয়তো ভালোভাবে বুঝতে পারেননি। ওনাকে এই বার্তা দেওয়ার পর দেখেছি, ওনি এই পাতা তৈরির পর আফতাব ভাইয়ের আলাপ পাতায় কাজটা ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করেছেন। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৫৫, ১০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

বিষয়শ্রেণী

@মো. মাহমুদুল আলম ভাই, আপনি মাত্র কিছু বিষয়শ্রেণী তৈরি করার চেষ্টা করেছেন। এগুলো ভুল হয়েছে। বিষয়শ্রেণী যুক্ত করতে হয় কোন নিবন্ধের একদম শেষে। মনে করুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিবন্ধে বাংলাদেশের অধিদপ্তর বিষয়শ্রেণী যুক্ত করতে চাচ্ছেন, তাহলে উক্ত নিবন্ধের একদম শেষে (এরপর আর কিছু লেখা যাবেনা) লিখুন {{বিষয়শ্রেণী:বাংলাদেশের অধিদপ্তর}}। কিন্তু এটা যুক্ত করার দরকার নেই। কারণ আপনি খেয়াল করে দেখুন নিবন্ধগুলো বিষয়শ্রেণী:বাংলাদেশ সরকারের অধিদপ্তর এই বিষয়শ্রেণীতে ইতিমধ্যে যুক্ত আছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৭:১৭, ১৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

নাম পরিবর্তন

@মো. মাহমুদুল আলম, আপনার নিবন্ধের নাম প্রাসঙ্গিক নামে স্থানান্তর করা হয়েছে, বানান ভুলসহ নানা সমস্যা ছিলো। দেখুন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৫:১৬, ২২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

এ শিরোনামে নিবন্ধটির গুরুত্ব দুর্বল হবে কি? মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম দুর্বল হোক বা না হোক, সেটা বিবেচ্য নয়। প্রাসঙ্গিক নামে শিরোনাম দিতে হবে। উইকিকে ফাঁকি দেওয়া চলবেনা। তবে সরকারি প্রকল্পের নামে উইকি পাতা থাকতে অসুবিধা নেই। যদি কেও আপত্তি জানায়, আপনি আরো WP:SIGCOV, WP:RS অনুযায়ী ভালো ভালো পত্রিকার আরো রেফারেন্স যুক্ত করবেন। আশা করি নিবন্ধ টিকে যাবে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৬:০১, ২২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

কামাল উদ্দিন (অধ্যাপক) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

কামাল উদ্দিন (অধ্যাপক) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কামাল উদ্দিন (অধ্যাপক) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Factcheckerhuman (আলাপ) ১৭:০৭, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

চিত্র:অধ্যাপক ড. কামাল উদ্দিন.png-এ অনুমতির প্রমাণ অনুপস্থিত

Thanks for uploading চিত্র:অধ্যাপক ড. কামাল উদ্দিন.png. I noticed that while you provided a valid copyright licensing tag, there is no proof that the creator of the file agreed to license it under the given license.

If you created this media entirely yourself but have previously published it elsewhere (especially online), please either

  • make a note permitting reuse under the CC-BY-SA or another acceptable free license (see this list) at the site of the original publication; or
  • Send an email from an address associated with the original publication to permissions-commons@wikimedia.org, stating your ownership of the material and your intention to publish it under a free license. You can find a sample permission letter here. If you take this step, add {{OTRS pending}} to the file description page to prevent premature deletion.

If you did not create it entirely yourself, please ask the person who created the file to take one of the two steps listed above, or if the owner of the file has already given their permission to you via email, please forward that email to permissions-commons@wikimedia.org.

If you believe the media meets the criteria at Wikipedia:Non-free content, use a tag such as {{non-free fair use}} or one of the other tags listed at Wikipedia:File copyright tags#Fair use, and add a rationale justifying the file's use on the article or articles where it is included. See Wikipedia:File copyright tags for the full list of copyright tags that you can use.

If you have uploaded other files, consider checking that you have provided evidence that their copyright owners have agreed to license their works under the tags you supplied, too. You can find a list of files you have created in your upload log. Files lacking evidence of permission may be deleted one week after they have been tagged, as described on criteria for speedy deletion. You may wish to read the Wikipedia's image use policy. If you have any questions please ask them at the Media copyright questions page. Thank you. — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:১০, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

@Yahya আমি বুঝি না কিভাবে কি করতে হয়। বুঝায়ে দেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০১:০৬, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম: প্রথমত, জীবিত ব্যক্তির ছবি বাংলা উইকিপিডিয়ায় অ-মুক্ত লাইসেন্সে ব্যবহার করতে পারবেন না। আপনি বলেছেন, চিত্রটি আপনি মেইলে পেয়েছেন। চিত্রের কপিরাইট হোল্ডার যদি আপনাকে মুক্ত লাইসেন্সে চিত্রটি ব্যবহারের লিখিত অনুমতি দিয়ে থাকে, তবে ভিআরটিকে (ভলান্টিয়ার রেসপন্স টিম) ইমেইলে তার প্রমাণ সরবারহ করতে হবে। অথবা কপিরাইটের মালিক নিজেও ইমেইল করতে পারেন। এজন্য এই পাতার ফরম্যাট অনুসরণ করতে পারেন। দ্রুত রেসপন্স পেতে মেইল করার পর একজন বাংলাভাষী ভিআরটি পারমিশন এজেন্টকে (আমি, আফতাব ভাই, শাকিল..) জানাতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৪:১২, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@Yahya মেইলটা অধ্যাপক কামাল উদ্দীন আমাকে নিজে করেছেন এবং পাবলিশের অনুমতি দিয়েছেন। এর প্রমাণ আমার হাতে আছে। এ মেইলটা আমি পাঠাতে পারব। আপনার মেইল দেন, পাঠায়ে দেই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:০৭, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
ভিআরটিএসের মেইল: permissions-commons@wikimedia.org। লক্ষ্য করুন, প্রমাণ হিসেবে ফরওয়ার্ডেড মেইল গ্রহনযোগ্য নয়। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৫:৩৯, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
@Yahya তাহলে কি হবে? আমি নতুন, অনেক কিছু জানি না। আমার মনে হয় কোনো সমস্যা নাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:২২, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
নিরুৎসাহিত হবেন না। নিবন্ধ অনুবাদ/তৈরির কাজ চালিয়ে যান। চিত্রের ব্যাপারটা নিয়ে আপতত আর আগানোর প্রয়োজন নাই। কারণ নিবন্ধটি সম্ভবত টিকবে না। তাছাড়া শুরুতে এরকম কিছু নিবন্ধ সবারই অপসারিত হয়। ধীরে ধীরে নীতিমালাগুলো বুঝলে আর এরকম হবে না। সুতরাং, ঘাবড়াবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৫৬, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

অনুবাদ নিয়ে

ভাই, আপনাকে কিছুদিন আগে একটু উপরেই অনুবাদ নিয়ে বলেছিলাম। কিন্তু আমি সেই একই সমস্যা এখনো লক্ষ্য করছি। আপনার এখনো অনুবাদের মাঝে কিছু লাইনের অনুবাদ ভুল হয়, অবোধগম্য হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর কিছু অবোধগম্য অনুবাদ আমাকে ঠিক করতে হয়েছে (আজকে আপনার তৈরি বাকিগুলির কী অবস্থা আমি জানি না, সেগুলি পড়ে দেখিনি)।

অনুবাদ করার সময় লক্ষ্য রাখুন। তাড়াহুড়ো করে অনুবাদ করবেন না। আস্তে ধীরে করুন। অনুবাদ প্রকাশ করার পর, প্রকাশিত অনুবাদ আরেকবার পড়ে দেখবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫২, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

সুচিন্তা ফাউন্ডেশন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সুচিন্তা ফাউন্ডেশন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সুচিন্তা ফাউন্ডেশন (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। রাজু (আলাপ) ০৬:০০, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। রাজু (আলাপ) ০৫:০৬, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)