কেন্দ্রীয় ভারত শৈলশিরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেন্দ্রীয় ভারত শৈলশিরা বাথমেট্রিক মানচিত্র

কেন্দ্রীয় ভারত শৈলশিরা (সিআইআর) পশ্চিম ভারত মহাসাগরের একটি উত্তর-দক্ষিণ-প্রবণতাযুক্ত মধ্য-মহাসাগরীয় শৈলশিরা

ভূতাত্ত্বিক গঠন[সম্পাদনা]

সিআইআর-এর গঠনগত বৈশিষ্ট্য হল মন্থর থেকে মধ্যবর্তী শৈলশিরা। অক্ষীয় উপত্যকা ৫০০-১০০০ মিটার গভীর; ৫০-১১০০ কিলোমিটার দীর্ঘ শৈলশিরা বিভাগসমূহ ৩০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সফর্ম চ্যুতি ও ১০ কিলোমিটার দীর্ঘ নন-ট্রান্সফর্ম বিচ্ছিন্নতা দ্বারা পৃথক। ভূগর্ভস্থ গলিত পদার্থের সরবরাহটি অক্ষীয় আগ্নেয়গিরির প্রবাহ থেকে আসে, যা ১৫ দীর্ঘ, ১-২ কিলোমিটার প্রশস্ত এবং অক্ষীয় তল থেকে ১০০-২০০ মিটার উপরে পৌঁছায়।[১]

সীমানা[সম্পাদনা]

সিআইআরকে ঐতিহ্যগতভাবে ইন্দো-অস্ট্রেলিয়ান পাত থেকে আফ্রিকান পাতকে আলাদা করতে বলা হয়। একইভাবে, ঐতিহ্যগতভাবে আরবীয় প্লেট থেকে ইন্দো-অস্ট্রেলিয়ান পাতকে আলাদা করতে সিআইআর-এর উত্তর প্রান্তে অবস্থিত ওয়েন ফ্র্যাকচার জোনকে উল্লেখ করা। ওয়েন ফ্র্যাকচার জোনে আন্দোলনগুলি অবশ্য নগণ্য এবং আরব ও ভারত একক পাত হিসাবে অগ্রসর হচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Murton এবং অন্যান্য 2005, Geological setting, pp. 2–4

উৎস[সম্পাদনা]