উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Al Riaz Uddin Ripon: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abdur Rahman Ibn Al Mamun (আলোচনা | অবদান)
সমর্থন
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩ নং লাইন: ৩ নং লাইন:
=== [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|Al Riaz Uddin Ripon]] ===
=== [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|Al Riaz Uddin Ripon]] ===
{{প্রশাসক হওয়ার আবেদন/সরঞ্জাম|Al Riaz Uddin Ripon}}
{{প্রশাসক হওয়ার আবেদন/সরঞ্জাম|Al Riaz Uddin Ripon}}
<span class="plainlinks">'''[{{fullurl:উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Al Riaz Uddin Ripon|action=edit&section=all}} এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান]</span> (৩৪/০/১); শেষ হবে: ‍‍২১ জুলাই ২০২১ ১৯:৩৬ (ইউটিসি)
<span class="plainlinks">'''[{{fullurl:উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Al Riaz Uddin Ripon|action=edit&section=all}} এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান]</span> (৩৫/০/১); শেষ হবে: ‍‍২১ জুলাই ২০২১ ১৯:৩৬ (ইউটিসি)


==== মনোনয়ন ====
==== মনোনয়ন ====

০৬:৫৪, ১৯ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

Al Riaz Uddin Ripon

এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৩৫/০/১); শেষ হবে: ‍‍২১ জুলাই ২০২১ ১৯:৩৬ (ইউটিসি)

মনোনয়ন

সুপ্রিয় সবাই, আমি আমাদের বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারী আল রিয়াজ উদ্দীন রিপন ভাইকে আমাদের বাংলা উইকির প্রশাসক হিসেবে মনোনয়ন দিচ্ছি ও এ ব্যাপারে সম্প্রদায়কে মতামত দিতে অনুরোধ করছি। আমার মতে প্রশাসকদের কাজ হল, নিয়মিত অবদান রাখার পাশাপাশি উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা রোধে কাজ করা, রক্ষনাবেক্ষণের কাজগুলো করা, নিয়মিত বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ ও বিভিন্ন সময় সম্প্রদায়ের বিতর্ক নিরসনে যুক্তিসংগত মতামত প্রদান। এছাড়াও, প্রশাসকদের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো হল, অন্য ব্যবহারকারীর সাথে মাথা ঠান্ডা রেখে কাজ করা বিশেষত নতুন ব্যবহারকারীদের সাথে এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সাম্যক জ্ঞান রাখা এবং সে অনুসারে অবদান রাখা। আমার মতে, এই সবগুলোই রিয়াজ ভাইয়ের মধ্যে রয়েছে ও বিশেষত তিনি উইকিপিডিয়া নিবন্ধ অপসারণ প্রস্তাবনা, নিবন্ধ ধ্বংসপ্রবণতা রোধেও কাজ করে থাকেন। ২০১৭ সাল থেকে উইকিপিডিয়ায় অবদান রাখা রিয়াজ ভাইয়ের বাংলা উইকিপিডিয়াতে মোট সম্পাদনা সংখ্যা ১৭ হাজারেরও বেশি এবং উইকিপিডিয়া নামস্থানে তার প্রায় ৭০০+ সম্পাদনা রয়েছে। বাংলা উইকিপিডিয়ায় এইপর্যন্ত তিনি সবচেয়ে বেশি সংখ্যক অমীমাংসিত পরিবর্তন পরীক্ষা ও অপ্রশাসক হিসাবে সর্বোচ্চ সংখ্যক সম্পাদনা পুর্নবহাল/রোলব্যাক করেছেন আশা করছি, রিয়াজ ভাই মনোনয়নটি গ্রহণ করবেন ও সম্প্রদায় তাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। ধন্যবাদ। — য়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২৮, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সহ-মনোনয়ন

মনোনয়ন গ্রহণ

মনোনয়ন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি মনোনয়নটি গ্রহণ করলাম। আশা করি সম্প্রদায়ের অভিজ্ঞ সম্পাদকগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২৮, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি প্রশ্ন

প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:

১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
উ: বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে ১ লক্ষেরও বেশি নিবন্ধ রয়েছে এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি অগঠনমূলক সম্পাদনা ও ধ্বংসপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। অনেকসময় দেখা যায় এসব ধ্বংসপ্রবণতা রোধে পদক্ষেপ নিতে দেরি হয়ে যায়। প্রশাসনিক সরঞ্জাম ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে কাজ করতে এবং পাতা অপসারণ, প্রয়োজন অনুসারে পাতায় সুরক্ষা যোগ অথবা সুরক্ষা তুলে নেয়ার মতো কাজ করে অন্য প্রশাসকদের সহযোগী হিসেবে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অবদান রাখতে চাই। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৩০, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
উ: বাংলা উইকিপিডিয়ার প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমি অবদান রাখার চেষ্টা করি। তবে, সাম্প্রতিক পরিবর্তন পাতায় নিয়মিত টহল দানের মাধ্যমে ধ্বংসপ্রবণতা রোধ করে বাংলা উইকিপিডিয়াকে ধ্বংসপ্রবণমুক্ত রাখার কাজটিকে আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ার নতুন ও সাহায্যপ্রার্থী যেকোনো ব্যবহারকারীকে যথাসাধ্য সহযোগিতা করার কাজটিও আমি উপভোগ করে থাকি। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৩০, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি Nazrul Islam Nahid Majumder এর প্রশ্ন

ধরুন, কোন ফুটবল খেলোয়াড়ের ছোট আকারের (ছোট নিবন্ধ/স্ট্যাব) একটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনা চলছে। প্রস্তাবক বলেছেন যে নিবন্ধটি 'উল্লেখযোগ্যতার নীতিমালা' অনুসরণ করেনি। তবে ৪ জন ভোট দিয়েছেন যে; 'উল্লেখযোগ্য খেলোয়াড়ের (NFOOTY)' নীতিমালা অনুসারে হয়েছে। আপনি দেখলেন, নিবন্ধটির তথ্যসূত্র হিসেবে শুধুমাত্র প্রাথমিক উৎস দেয়া হয়েছে কিন্তু কিছু অবদান যুক্ত আছে যেগুলোর তথ্যসূত্র নেই।প্রাথমিক তথ্য যা যোগ করা হয়েছে তা 'উল্লেখযোগ্য খেলোয়াড় (NFOOTY)' মানদন্ড অনুসরণ হয়েছে। এদিকে,বলার পরেও কেউ কোন অতিরিক্ত তথ্যসূত্র'ও দেয়নি। অপসারণ লগসমূহ (এএফডি) পরিদর্শনের সময় প্রশাসক হিসেবে এটি আপনার নজরে এলে আপনি কি কি পদক্ষেপ নেবেন? — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nazrul Islam Nahid Majumder: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কোনো নিবন্ধ উইকিপিডিয়ার নীতিমালায় উল্লেখযোগ্য হলে তা রেখে দেওয়া হয়৷ যেহেতু, WP:NFOOTY অনুসারে নিবন্ধটি উল্লেখযোগ্য তাই রেখে দেওয়া হবে। তবে, প্রাথমিক উৎসের পরিবর্তে আরও তথ্যসূত্র যোগ করার চেষ্টা করতে হবে যদি তথ্যসূত্র পাওয়া না যায় সেক্ষেত্রে {{প্রাথমিক উৎস}} ট্যাগ যুক্ত করা যেতে পারে। আশা করি বুঝাতে পেরেছি — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৫৩, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon:উত্তরটি প্রশাসন যোগ্যতা মাফিক হয়নি। আপনি ব্যবহারকারী হলেও এটি করতে পারবেন, এজন্য আপনাকে প্রশাসক হতে হবেনা। প্রশাসক হিসেবে আপনাকে গুরুত্বসহকারে দেখতে হবে "কিছু অবদান যুক্ত আছে যেগুলোর তথ্যসূত্র নেই।এদিকে,বলার পরেও কেউ কোন অতিরিক্ত তথ্যসূত্র'ও দেয়নি। অপসারণ লগসমূহ (এএফডি) পরিদর্শনের সময় প্রশাসক হিসেবে এটি আপনার নজরে এলে আপনি কি কি পদক্ষেপ নেবেন?" এ বিষয়টির সমাধান। আপনার অভিজ্ঞতা ও এ পর্যন্ত চলমান অবদান/সম্পাদনা দেখে নিরপেক্ষ থাকলাম। শুভ কামনা! — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান
@Nazrul Islam Nahid Majumder: আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, অপসারণ প্রস্তাবনার আলোচনা কেবল প্রশাসকই বন্ধ করে থাকেন। যেহেতু, নিবন্ধটি রাখার পক্ষে ৪ জনের ভোট রয়েছে সেক্ষেত্রে ওপরের উত্তর অনুসারে আলোচনা বন্ধ করে নিবন্ধ রেখে দেওয়া হবে। তথ্য থাকার পরও কেউ অতিরিক্ত সূত্র যোগ না করলে সেক্ষেত্রে {{সূত্র উন্নতি}} ট্যাগও যোগ করা যাবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০২:৫১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি ইফতেখার নাইমের প্রশ্ন

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার প্রতি আমার কিছু প্রশ্ন:

প্রশ্ন: - আপনি বলেছেন অগঠনমূলক সম্পাদনা রোধে কাজ করবেন, যা সাধারণত নতুন ব্যবহারকারী করে। নতুন ব্যবহারকারীর সাথে এই বিষয়ে কিভাবে কথা বলবেন? ইফতেখার নাইম (আলাপ) ২৩:৫৪, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নতুন ব্যবহারকারীরা ভুল করবে এটাই স্বাভাবিক। একসময় আমি আপনিও নতুন ছিলাম, তখন আমরাও ভুল করতাম। যদি, কোনো নতুন ব্যবহারকারী নির্দিষ্ট কোনো পাতা লক্ষ্য করে ধ্বংসপ্রবণ সম্পাদনা চালাতে থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য পাতাটিতে সুরক্ষা যোগ করা যেতে পারে। এছাড়াও, ব্যবহারকারীকে একাধিকবার সতর্কবার্তা প্রদান করে বুঝাতে হবে বিষয়টা অগঠনমূলক সম্পাদনা হচ্ছে। বিকল্প হিসেবে, ব্যবহারকারীর ধ্বংসাত্মক সম্পাদনার ধরনের ওপর নির্ভর করে তাকে সাময়িক অথবা অসীম মেয়াদেও বাধাদানও করা হতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০২:৫৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি Greatder এর প্রশ্ন

প্রশ্ন: ১. বর্তমানে সম্প্রদায় প্রবেশদ্বারে এবং নির্দেশিকাতে অসংখ্যা লাল সংযোগ ও ইংরেজি নির্দেশনা আছে। অন্যান্য প্রশাসকদের সাথে এই বিষয় সমাধানে আপনার আগানোর পদ্ধতি কেমন হবে?

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে বাংলা উইকিপিডিয়াতে স্বেচ্ছাসেবক সংখ্যা কম হওয়ায় সম্প্রদায়ের প্রবেশদ্বারে লাল সংযোগ ও নির্দেশিকায় ইংরেজিতে লেখা নীতিমালা এখনও রয়েছে। এই বিষয়টার সমাধানে অভিজ্ঞ ব্যবহারকারীদের অংশগ্রহণে এডিটাথন বা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেহেতু, নির্দেশিকার বিষয় তাই অভিজ্ঞদের নিয়েই এসব অনুবাদ করা উচিত বলে মনে করি। উল্লেখ্য, পূর্বে একবার এই বিষয়টি সমাধানকল্পে অভিজ্ঞ উইকিপিডিয়ানদের অংশগ্রহণে একটি এডিটাথন আয়োজনের মাধ্যমে কিছু নীতিমালা/নির্দেশকা অনুবাদ করা হয়েছিল। এরকম আরেকটি প্রতিযোগিতার আয়োজন করে উক্ত বিষয়টির সমাধান করা যেতে পারে।— আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২৭, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: ২. কোনো তথ্যসূত্র নির্ভরশীল কিনা সেটা কিভাবে বিচার করবেন? বিশেষত যেসব তথ্যসূত্রে দুইটি পক্ষ একে অপরের সম্পূর্ণ বিরোধী তথ্য প্রকাশ করে। বিশেষত ভারত ও বাংলাদেশ এলাকায়। প্রশ্নের উত্তরের জন্য অগ্রিম ধন্যবাদ। —মহাদ্বার আলাপ ১৩:২৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা বিচারের জন্য সূত্রটি যাচাইযোগ্য কিনা এবং সংবাদের উৎসের ক্ষেত্রে সম্পাদকীয় প্রক্রিয়ায় আস্থা রাখা যায় কিনা দেখতে হবে। এছাড়াও, WP:RELIABLE পাতার নীতিমালাও অনুসরণ করতে হবে। যেসব উৎস নিয়ে বিতর্ক থাকবে প্রয়োজনে সেগুলো এড়িয়ে গিয়ে আরও নির্ভরযোগ্য উৎস আছে কিনা দেখতে হবে। যদি পাওয়া না যায় সেক্ষেত্রে দুইটা উৎসকে উদ্ধৃতি করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে লিখতে হবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২৭, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি Md Minhaz Uddin Majumder এর প্রশ্ন

প্রশ্ন: বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত অবদান রাখা ব্যবহারকারী অনেক কম। অনেকেই কিছু দিন কাজ করে একেবারে হারিয়ে যায়। আমি লক্ষ্য করেছি, পাতা তৈরির পর অনেকটা অকারণেই পাতা অপসারণ হয় যা অবদান রাখতে নিরুৎসাহিত করে। আপনার ও বেশ কিছু পাতা এমন অপসারণ হয়েছে। পরবর্তীতে সেটা ফেরত আনলেও কাজ করার আগ্রহ চলে যায়। ব্যবহারকারীদের কাজে প্রেরণা দিতে কি কি করা যেতে পারে মনে করেন? মিনহাজ(আলাপ) ১০:৩০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Minhaz Uddin Majumder: হ্যাঁ, আমাদের নিয়মিত অবদানকারীর সংখ্যা খুবই কম, এবং উইকিপিডিয়ার কাজগুলো স্বেচ্ছাসেবামূলক হওয়ায় ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকেই কিছুদিন অবদান রেখে হারিয়ে যান। আপনি বলেছেন, অকারণেই কিছু পাতা অপসারণ করা হয়ে থাকে, বিষয়টি আসলে এমন নয়। কোন পাতা উইকিপিডিয়ার নীতিমালায় উত্তীর্ণ না হলে সেই পাতাটি অপসারণ করা হয়ে থাকে। যদি আপনার মনে হয় কোন পাতা নীতিমালায় উত্তীর্ণ হওয়ার পরেও ইচ্ছে করেই কেউ অপসারণ করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কারণসহ সেই প্রশাসককে বার্তা দিতে পারেন। নতুন থাকাবস্থায় নীতিমালা সম্পর্কে জানা না থাকায় কম-বেশি সবারই পাতা অপসারণ হয়ে থাকে, ঠিক তেমনই আমারও বেশ কিছু পাতা অপসারণ হয়েছে। এ নিয়ে আমি চিন্তিত নই। নতুন ব্যবহারকারীদের কাজে প্রেরণা দিতে, তাদের হতাশ না হয়ে ধৈর্য ধরে অবদান রাখার পরামর্শের পাশাপাশি তাদেরকে যেকোনো ধরনের সমস্যায় সহযোগিতা করতে হবে। এছাড়াও, নতুনদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের পাশাপাশি তাদের জন্য টিউটোরিয়ালও তৈরি করা যেতে পারে। উল্লেখ্য, নতুনদের জন্য আমি বিগত কয়েক মাস ধরে বেশ কিছু ভিডিও টিউটোরিয়ালও তৈরি করা শুরু করেছি, যা ইউটিউবের পাশাপাশি উইকিমিডিয়া কমন্সেও পাবেন। —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৪৪, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন

  1. মনোনয়ন দাতা হিসেবে দৃঢ় সমর্থনয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২৮, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  2. সহ-মনোনয়ন দাতা হিসেবে দৃঢ় সমর্থনSHEIKH (আলাপন) ১৮:১৪, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  3. সহ-মনোনয়ন দাতা হিসেবে শুভকামনা সহ দৃঢ় সমর্থন —শাকিল হোসেন আলাপ ১৮:৩১, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  4. সহ-মনোনয়ন দাতা হিসেবে দৃঢ় সমর্থন — ≈ MS Sakib  «আলাপ» ১৮:৪১, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  5. দৃঢ় সমর্থন -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৮:৪৫, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  6. দৃঢ় সমর্থন। আমি মনে করি তার কাজের প্রতি সম্প্রদায়ের দৃঢ় আস্থা আছে। শুভকামনা। সাজিদ আলাপ ০২:৫১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  7.  সমর্থন অভিজ্ঞ ব্যবহারকারী — AKanik 💬 ০২:৫২, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  8.  সমর্থন অভিজ্ঞ ও নিয়মিত ব্যবহারকারী Hasnat Abdullah (আলাপ) ০৫:০০, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  9. দৃঢ় সমর্থন। বাংলা সম্প্রদায়ে এই সক্রিয় ব্যবহারকারীর মতো একজন প্রশাসক প্রয়োজন।আবু হুরায়রা 💬 ✒️ ০৫:৫৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  10. দৃঢ় থেকে দৃঢ় সমর্থন। আমার দেখা ওয়ান অফ দ্যা বেস্ট উইকিপিডিয়ান। আশাকরি সম্প্রদায়ের সমর্থনে উনি প্রশাসক হিসেবে নির্বাচিত হবেন।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:১১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  11. দৃঢ় সমর্থন। আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম রিয়াজ ভাই শীঘ্র উইকির প্রশাসক হোন। প্রশাসক হিসেবে উনার যোগ্যতা ও বিবেচনায় আমার কোনো সন্দেহ নাই। :) — Meghmollar2017আলাপ০৬:৩৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  12.  সমর্থন --হীরক রাজা ০৬:৩৫, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  13.  সমর্থন ~ খান সাহেব আলাপ ০৬:৫১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  14.  সমর্থন: রিপন ভাই দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয়ভাবে অবদান রাখছেন। ধ্বংসপ্রবণতা রোধে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। উনি প্রশাসক হলে বাংলা উইকিপিডিয়ার প্রশাসনিক কাজে গতি আরও বাড়বে বলে আশা রাখি। —গোলা মুকি(আলাপ)০৭:১৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  15. দৃঢ় সমর্থন: আলাপ পাতা দেখে সব ভালোই মনে হয়েছে। কিন্তু প্রশাসক হিসেবে যে অনেকে হারিয়ে যায় তা নিয়ে আমার একটু চিন্তা আছে। প্রশ্নের উত্তর সন্তোষজনক হওয়ায় দৃঢ় সমর্থন। —মহাদ্বার আলাপ ০৭:৪৯, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
    @Greatder: আপনি একটি ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। এটা বাংলা উইকিপিডিয়ার একটি বড় সমস্যা। বেশিরভাগ প্রশাসকই প্রশাসক হওয়ার পর নিয়মিত সম্পাদনা থেকে হারিয়ে যান। আমরা আশা করছি, রিয়াজ ভাইয়ের ক্ষেত্রে এমন হবে না।— য়াহিয়া (আলাপঅবদান) - ১০:১২, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  16. দৃঢ় সমর্থন – Muhammad Wahid ➡ Talk ০৮:৩৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  17.  সমর্থন উইকিতে তিনি দারুণ সক্রিয়। Hasan muntaseer আলাপ ০৬:৫১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  18.  সমর্থননাফিউল(আলাপ) ১০:০৯, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  19.  সমর্থন শুভকামনা।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৯, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  20. দৃঢ় সমর্থন, রিয়াজ ভাইয়ের সার্বিক কার্যক্রম দেখে আমার কাছে মনে হচ্ছে, বাংলা উইকিপিডিয়াকে তিনি আরো উজ্জীবিত করতে পারবেন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৩:৫৫, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  21.  সমর্থন, অনেক শুভকামনা এবং অগ্রিম অভিনন্দন। জনি (আলাপ) ১৩:১৭, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  22.  সমর্থন, শুভকামনা । ইফতেখার নাইম (আলাপ) ১৩:২১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  23.  সমর্থন এই ব্যবহারকারীর উপরে আমার আস্থা আছে, শুভ কামনা। Rifat Hasan Rabbi (আলাপ) ১৩:৫১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  24.  সমর্থনতাহমিদআলাপ১৩:৫৭, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  25. দৃঢ় সমর্থন: রিয়াজ ভাই একজন নিয়মিত ও নিবেদিতপ্রাণ উইকিপিডিয়ান। আশা করি প্রশাসক হিসেবে তিনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শুভকামনা রইলো। — সাইফুর  (আলাপ) ১৪:০৯, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  26.  সমর্থন রিয়াজ ভাইকে অনেকদিন থেকেই চিনি, বা বলা যায় উইকিতে সম্পাদনা করা শুরুর পর থেকেই তাকে পাশে পেয়েছি, গুণিজনরা বলে গিয়েছেন "ক্ষমতার সাথে সাথে অনেক দায়িত্বও ক্ষমতাধারির কাধে এসে পড়ে", আশা করছি উনি তার দায়িত্ব ও কর্তব্য পালনে সমর্থ হবেন।- এফ আর শুভ(বার্তা দিন) ১৪:১৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  27.  সমর্থন রিয়াজ ভাই একজন অভিজ্ঞ নিয়মিত অবদানকারী। তার মতো নিয়মিত অবদানকারীর সংখ্যা বাংলা উইকিতে খুবই কম। উইকির যাবতীয় নীতিমালা সম্পর্কে তিনি ধারনা রাখেন। তাই তিনি প্রশাসক অধিকারপ্রাপ্ত হলে প্রশাসনিক কাজে অবদান রেখে বাংলা উইকিপিডিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখি। -- আফিফ (আলাপ) ১৭:৪৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  28. দৃঢ় সমর্থন: Sakib Hasan Simanto (আলাপ) ১৬:৩৬, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  29.  সমর্থন: Hiro Sheikh (আলাপ) ১৭:৩৭, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  30.  সমর্থন: আশা করছি অধিকারপ্রাপ্ত হলে তিনি এই অধিকারের দায়িত্বসমূহ নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষভাবে উইকিপিডিয়ার মানদণ্ড মেনে পালন করবেন। শুভকামনা রইলো। রুবেল শেখ (আলাপ) ১৮:০২, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  31. শুভেচ্ছাসহ দৃঢ় সমর্থনমহামতি মাসুম (আলাপ)
  32.  সমর্থন: শুভকামনা রইলো। Maruf Hossain (আলাপ) ০৫:০০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  33.  সমর্থন: আশা করছি, আগামীতেও এভাবে কাজ করে যাবেন। শুভকামনা রইল। মিনহাজ(আলাপ) ১৪:১০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  34.  সমর্থন। আশা করি উনার আগ্রহ, নিয়মিত অবদান আগামীতে এভাবেই বজায় থাকবে। শুভকামনা। — অংকন (আলাপ) ০৪:২০, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  35.  সমর্থন: রিয়াজ ভাইকে একজন অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে চিনি।তিনি উইকিপিডিয়ার যাবতীয় নীতিমালা সম্পর্কে অবগত আছেন বলেও জানি।রিয়াজ ভাইয়ের জন্য শুভকামনা রইল।-Abdur Rahman আলাপ ০৬:৪০, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা

নিরপেক্ষ

  1. জনাব রিয়াজ উদ্দীন, ধ্বংস প্রবণতা রোধে একজন হুঁশিয়ার উইকিপিডিয়ান‌।তবে আমি নবীন , সম্প্রদায়ের মানদন্ড বুঝিনা ও তাঁর যোগদানের পর থেকে চলমান অবদান/কার্যক্রম দেখে এ বিষয়ে নিরপেক্ষ থাকছি। — নাহি (আলাপঅবদান) - ০০:১৫, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য

  1. বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় প্রশাসনিক কার্যাবলিতে আফতাবুজ্জামান ছাড়া কাউকে তেমন সক্রিয় দেখা যায় না। প্রশাসনিক কাজে গতি বাড়াতে রিপন ভাইয়ের মতো নিয়মিত সক্রিয় ব্যবহারকারীর প্রয়োজন রয়েছে। প্রশাসনিক কাজে যত গুণাবলি থাকা প্রয়োজন, রিপন ভাইয়ের মধ্যে তা পূর্ণমাত্রায় বিদ্যমান আছে বলে প্রতীয়মান হয়। বিশেষ করে, ওনার মত ঠান্ডা মাথার ব্যবহারকারী খুব কম দেখা যায়। মনোনয়নটি দেখে খুশি হয়েছি। শুভ কামনা। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৮:৫৪, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]