ব্যবহারকারী আলাপ:Sakib Hasan Simanto
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Axis Stealth! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১২:৩৪, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) |
--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১২:৩৪, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
নিবন্ধ প্রসঙ্গ[সম্পাদনা]
আপনার সাম্প্রতিক সম্পাদনা দেখে ভালো লাগছে কিন্তু আপনার তৈরিকৃত নিবন্ধগুলো রচনাশৈলি অনুসরণ করছে না আপনাকে শুরুতে en:Category:Concepts in physics থেকে প্রথমত কয়েকটি অনুবাদ না করা নিবন্ধ অনুবাদের পরামর্শ দিচ্ছি। অনুবাদের কাজে [১] এটা ব্যবহারের পরামর্শ দিচ্ছি, অনুবাদে সাহায্য করবে -শাকিল হোসেন আলাপ ১৬:২৭, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Sakib Hasan Simanto: আমার বার্তাটি দেখেছেন কি? -শাকিল হোসেন আলাপ ০৭:৩৭, ৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@MdsShakil: দেখেছি। ধন্যবাদ। আরো কোথাও কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই।
কাছাকাছিভাবে ভাষান্তরিত বা ক্লোজ প্যারাফেসিং, বিশ্বকোষীয় ধাঁচ, ও উল্লেখযোগ্যতা[সম্পাদনা]
প্রিয় সাকিব হাসান সীমান্ত, আমি অত্যন্ত দুঃখিত যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার যুক্ত করা নিবন্ধগুলো আমি গণ অপসারণ করতে বাধ্য হয়েছি। নিবন্ধগুলো অনেকগুলোর বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা থাকলেও কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি নিবন্ধের লেখা কপিরাইটকৃত পাঠ্যবইয়ের লেখার খুবই কাছাকাছিভাবে ভাষান্তরিত (closely paraphased)। উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা অনুসারে এ ধরনের কাজ নিষিদ্ধ কারণ এটি কপিরাইট ভাঙার আওতায় পড়ে। বাংলা উইকিপিডিয়ায় এ বিষয়ে বিস্তারিত জানার পাতা না থাকলেও ইংরেজি উইকিপিডিয়ার Wikipedia:Close paraphrasing পাতাটি পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন। তদুপরি আপনি নিবন্ধগুলো যেভাবে লিখেছেন তা বিশ্বকোষীয় ধাঁচের সাথে যায় না। উদাহরণস্বরূপ বলা যায় যেভাবে তালিকা স্টাইলে কাজ, কারণ, গুরুত্ব, ইত্যাদি উল্লেখ করেছেন। এধরনের লিখন স্টাইল পরীক্ষার খাতায় আমাদের অর্জিত জ্ঞানের প্রমাণ দেওয়ার জন্য ঠিক থাকলেও, বিশ্বকোষের জন্য ঠিক নেই। আমি আপনাকে অনুরোধ করবো যে, আপনি বাংলা উইকিপিডিয়ার (ক্ষেত্রে বিশেষে ইংরেজিও পড়তে পারেন) এ সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ পড়ে দেখুন, তাহলে আপনি ধাঁচটি সম্পর্কে ভালো ধারণা পাবেন। এ বিষয়ে সবচেয়ে ভালোভাবে ধারণা লাভ করার অন্যতম উপায় হচ্ছে ইংরেজি নিবন্ধের বাংলা অনুবাদ করুন। এক্ষেত্রে আপনি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ টুলটি ব্যবহার করতে পারেন ও ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন। এভাবে অনুবাদের ফলে আপনি বিশ্বকোষীয় ধাঁচ সম্পর্কেও যেমন ভালোভাবে অবগত হবেন, তেমনি উল্লেখযোগ্যতার ধারণাও পরিষ্কার হতে শুরু করবে। আপনার সুবিধার্থে পাশের টেবিলে আমি আপনার অপসারিত নিবন্ধগুলোর সঠিক শিরোনাম ও অনুবাদের সুবিধার্থে সংশ্লিষ্ট নিবন্ধের ইংরেজি উইকিপিডিয়ার লিংক প্রদান করেছি। কিছু নিবন্ধ ইতোমধ্যেই উইকিপিডিয়ায় বিদ্যমান, সেগুলো আপনি অনুবাদের মাধ্যমে পরিবর্ধন করতে পারেন। তবে উপরে যে অনুরোধ করা হয়েছে, অর্থাৎ, পাঠ্যবই বা যে-কোনো কপিরাইটকৃত বইয়ের ভাষা একটু ঘুরিয়ে ফিরিয়ে তথ্য যোগ করবেন না এবং বিশ্বকোষীয় ধাঁচ বজায় রাখবেন। আমি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধে আপনার সৎ প্রচেষ্টাকে অত্যন্ত সম্মান করি ও স্বাগত জানাই, তাই আশা করি আপনি বাংলা উইকিপিডিয়ায় নীতিমালা ও রচনাশৈলী অনুযায়ী ধারাবাহিকভাবে অবদান রাখবেন। যে-কোনো প্রশ্নে অবশ্যই আমাকে এখানে বা আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। — তানভির • ১২:১০, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- ধন্যবাদ ব্যাপারগুলো শিখিয়ে দেওয়ার জন্য। তবে আরো আগে জানালে আরো ভালো হতো। ভালো থাকবেন। Sakib Hasan Simanto (আলাপ) ১২:২৪, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- আমিও সেটা বুঝতে পারছি, কারণ এভাবে এতোগুলো লেখার পরেও এমনটি জানা হতাশাজনক। আমি আবারও অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। :( আশা করছি বাংলা উইকিপিডিয়ার স্বার্থে আপনি বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন। — তানভির • ১৫:৪৫, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
জ্বি অবশ্যই। :D কেউই চাইবো না আমরা যে বাংলা উইকিপিডিয়াতে কোনো ত্রুটি থাকুক। ^_^ Sakib Hasan Simanto (আলাপ) ১৫:৪৭, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- অসংখ্য ধন্যবাদ। :) — তানভির • ১৫:৫৩, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আপনার মানোন্নয়নকৃত শিলা নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]
সুপ্রিয় Sakib Hasan Simanto,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত শিলা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn
wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― অংকন (আলাপ) ১৭:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
জানিয়ে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। Sakib Hasan Simanto (আলাপ) ১৭:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
নাজমুন নাহার সোহাগী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

নাজমুন নাহার সোহাগী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নাজমুন নাহার সোহাগী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ━ কুউ পুলক (আলাপ) ০২:২০, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
আপনার মানোন্নয়নকৃত জাতি নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]
সুপ্রিয় Sakib Hasan Simanto,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত জাতি নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn
wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― —ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৮:৩১, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]
![]() |
সুপ্রিয় অবদানকারী, |
ঈদ মোবারক![সম্পাদনা]
ঈদ মোবারক!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৮:৪৬, ১৩ মে ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ! ঈদ মোবারক!! Sakib Hasan Simanto (আলাপ) ০১:২৭, ১৪ মে ২০২১ (ইউটিসি)
ইসলাম বিষয়ক এডিটাথন পদক[সম্পাদনা]
![]() |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক | |
প্রিয় Sakib Hasan Simanto, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৭:২১, ১৫ মে ২০২১ (ইউটিসি) |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]
সুপ্রিয় Sakib Hasan Simanto,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]
সুপ্রিয় Sakib Hasan Simanto,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]
প্রিয় Sakib Hasan Simanto,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে।
প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক[সম্পাদনা]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক
প্রিয় Sakib Hasan Simanto,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ―
হীরক রাজা, শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
WLWSA-2021 Newsletter #6 (তথ্য প্রদানের জন্য অনুরোধ)[সম্পাদনা]
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
১ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর, ২০২১
বিস্তারিত দেখুন!
আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজক দলের সাথে @ইমেইলে যোগাযোগ করুন অথবা মেটা-উইকি আলাপ পাতায় আলোচনা করুন।
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন আয়োজক দল
০৬:২০, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)