বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দলের লোগো
ডাকনামবাংলার বাঘ
অ্যাসোসিয়েশনবাংলাদেশ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচঅ্যান্ড্রু পিটার টার্নার
অধিনায়কইয়াসিন আরাফাত
মাঠবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডBAN
ওয়েবসাইটbff.com.bd
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 বাংলাদেশ ০–২ ফিলিপাইন 
(কুয়েত সিটি, কুয়েত; ৫ এপ্রিল ১৯৭৫)
বৃহত্তম জয়
 বাংলাদেশ ৭–০ কুয়েত 
(তুর্কমেনিস্তান সিটি, তুর্কমেনিস্তান; ১০ অক্টোবর ২০১৩)
বৃহত্তম পরাজয়
 ভারত ৬–০ বাংলাদেশ 
(দোহা, কাতার; ১৬ অক্টোবর ২০০২)
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৬ (১৯৭৫-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮০)
পদকের তথ্য
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৭ ভুটান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৯ নেপাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২২ ভারত বাংলাদেশ অনূর্ধ্ব-২০
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৫ নেপাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (যা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৫ সালের ৫ই এপ্রিল তারিখে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কুয়েতের কুয়েত সিটিতে অনুষ্ঠিত ফিলিপাইন অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ০–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

৩৬,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলার বাঘ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিকটবর্তী বিএফএফ ভবনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় অ্যান্ড্রু পিটার টার্নার এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাইফের রক্ষণভাগের খেলোয়াড় ইয়াসিন আরাফাত[২][৩]

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৬ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮০ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা, যেখানে তারা শুধুমাত্র ২ অর্জন করতে সক্ষম হয়েছিল।[৪]

ইয়াসিন আরাফাত, মাসুক মিয়া জনি, বিশ্বনাথ ঘোষ, জাফর ইকবাল এবং তপু বর্মনের মতো খেলোয়াড়গণ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
তিউনিসিয়া ১৯৭৭ উত্তীর্ণ হয়নি
জাপান ১৯৭৯
অস্ট্রেলিয়া ১৯৮১
মেক্সিকো ১৯৮৩
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৫
চিলি ১৯৮৭
সৌদি আরব ১৯৮৯
পর্তুগাল ১৯৯১
অস্ট্রেলিয়া ১৯৯৩
কাতার ১৯৯৫
মালয়েশিয়া ১৯৯৭
নাইজেরিয়া ১৯৯৯
আর্জেন্টিনা ২০০১
সংযুক্ত আরব আমিরাত ২০০৩
নেদারল্যান্ডস ২০০৫
কানাডা ২০০৭
মিশর ২০০৯
কলম্বিয়া ২০১১
তুরস্ক ২০১৩
নিউজিল্যান্ড ২০১৫
দক্ষিণ কোরিয়া ২০১৭
পোল্যান্ড ২০১৯
ইন্দোনেশিয়া ২০২১ কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৫]
ইন্দোনেশিয়া ২০২৩ অনির্ধারিত
মোট ০/২২

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ[সম্পাদনা]

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ যোগ্যতা
সাল ফলাফল অবস্থান ম্যাচ জয় ড্র হার স্ব.গো. বি.গো. স্কোয়াড ম্যাচ জয় ড্র হার স্ব.গো. বি.গো.
মালয়েশিয়া ১৯৫৯
থেকে জাপান ১৯৭১
 পাকিস্তান এর অধীনে ছিল  পাকিস্তান এর অধীনে ছিল
থাইল্যান্ড ১৯৭২ থেকে
থাইল্যান্ড ১৯৭৪
অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করেননি
কুয়েত ১৯৭৫
গ্রুপ পর্ব
১৬/১৯ - সরাসরি অংশগ্রহণ
থাইল্যান্ড ১৯৭৬ অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করেননি
ইরান ১৯৭৭
গ্রুপ পর্ব
১২/১৩ সরাসরি অংশগ্রহণ
বাংলাদেশ ১৯৭৮
গ্রুপ পর্ব
১০/১৯ স্বাগতিক হিসেবেসরাসরি অংশগ্রহণ
থাইল্যান্ড ১৯৮০
রাউন্ড রবিন
৫/৫
থাইল্যান্ড ১৯৮২ অংশ নেননি অংশ নেননি
সংযুক্ত আরব আমিরাত ১৯৮৫ যোগ্যতা অর্জন করেনি
সৌদি আরব ১৯৮৬ থেকে
কাতার ১৯৮৮
অংশ করেনি অংশ করনি
ইন্দোনেশিয়া ১৯৯০ যোগ্যতা অর্জন করেনি
সংযুক্ত আরব আমিরাত ১৯৯২
ইন্দোনেশিয়া ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
দক্ষিণ কোরিয়া১৯৯৬
গ্রুপ পর্ব
৯/১০ ১২
থাইল্যান্ড ১৯৯৮ যোগ্যতা অর্জন করেনি
ইরান ২০০০
কাতার২০০২
গ্রুপ পর্ব
১২/১২ ১৩
মালয়েশিয়া ২০০৪ যোগ্যতা অর্জন করনি
ভারত ২০০৬
সৌদি আরব২০০৮ সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে
চীন ২০১০ যোগ্যতা অর্জন করেনি ১৪
সংযুক্ত আরব আমিরাত ২০১২ ১১
মিয়ানমার ২০১৪
বাহরাইন ২০১৬
ভারত ২০১৮
উজবেকিস্তান ২০২০ বাতিল
উজবেকিস্তান ২০২৩ TBD TBD
মোট গ্রুপ পর্ব ৬/৪১ ২১ ১৬ ১০ ৫৩ ৫২ ২৩ ১২ ১৯ ৭০ ৭১

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাল ফলাফল অবস্থান ম্যাচ জয় ড্র* হার স্বগো বিগো
নেপাল ২০১৫
সেমিফাইনাল
৩/৬
ভুটান ২০১৭
রানার্স-আপ
২/৫
নেপাল ২০১৯
রানার্স-আপ
২/৬
ভারত ২০২২
রানার্স-আপ
২/৫ ১০
মোট ৪/৪
(রানার্স- আপ)
১৫ ৩০ ১৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh U20" [বাংলাদেশ অনূর্ধ্ব-২০]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  2. "Bangladesh Under 20: Squad" [বাংলাদেশ অনূর্ধ্ব-২০: দল]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  3. "Bangladesh U20 - Club profile" [বাংলাদেশ অনূর্ধ্ব-২০ – ক্লাবের তথ্য]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  4. "Asian U-19 Championship 1980"The Introduction Page of the RSSSF -- The Rec.Sport.Soccer Statistics Foundation.। ১ মার্চ ১৯৮১। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  5. "Update on FIFA Women's World Cup™ and men's youth competitions" [ফিফা নারী বিশ্বকাপ এবং পুরুষদের যুব প্রতিযোগিতার হালনাগাদকৃত তথ্য]। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:এএফসি অনূর্ধ্ব-২০ দল