বিষয়বস্তুতে চলুন

২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল নেপাল
তারিখ২০-২৯ আগস্ট ২০১৫
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠআনফা কমপ্লেক্স (ললিতপুর ১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ননেপাল নেপাল (১ম শিরোপা)
রানার-আপভারত ভারত
তৃতীয় স্থানবাংলাদেশ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা২৪ (ম্যাচ প্রতি ২.৬৭টি)
দর্শক সংখ্যা১২,৫০০ (ম্যাচ প্রতি ১,৩৮৯ জন)
শীর্ষ গোলদাতানেপাল বিমল মাগার (৩ গোল) নেপাল অঞ্জন বিষ্ট (৩ গোল)

২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-এর প্রথম আসর। আসরটি ২০-২৯ আগস্ট পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হয়েছিল।[] পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।[] উক্ত অঞ্চলের বাকি ৬টি দলকে ২টি গ্রুপে বিভক্ত করা হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে নেপাল চ্যাম্পিয়ন হয়েছিল।

অংশগ্রহণকারী দল

[সম্পাদনা]
ললিতপুর
আনফা কমপ্লেক্স
ধারণক্ষমতা: ৪,০০০[]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]
  • সবগুলো খেলা নেপালের ললিতপুরে হয়।
  • খেলাগুলো সেখানের স্থানীয় সময় ইউটিসি+০৫:৪৫ অনুযায়ী শুরু হয়।

গ্রুপ এ

[সম্পাদনা]
দল খেলা জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্য পয়েন্ট যোগ্যতা
   নেপাল +৩ সেমি ফাইনালে উত্তীর্ণ
 বাংলাদেশ +১ সেমি ফাইনাল উত্তীর্ণ
 ভুটান −৪
   নেপাল৩–১ ভুটান
বিমল গোল ১০'২৯'৬২' প্রতিবেদন তোগবে গোল ১১'


 বাংলাদেশ১–২   নেপাল
সরকার গোল ১১' প্রতিবেদন অঞ্জন গোল ১৮' (পে.)
টুটুল গোল ৯০+৪' (অ.গো)

গ্রুপ বি

[সম্পাদনা]
দল খেলা জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্ পয়েন্ট যোগ্যতা
 ভারত +৫ সেমি ফাইনাল উত্তীর্ণ
 আফগানিস্তান সেমি ফাইনালে উত্তীর্ণ
 মালদ্বীপ −৫
 আফগানিস্তান৩-১ মালদ্বীপ
মাসুদ গোল ৪৫'
মানসুরি গোল ৭১'
আহমাদি গোল ৮২'
প্রতিবেদন হামদান গোল ৮৫'
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি: কবিন ব্যাঞ্জানকর (নেপাল)


নকআউট পর্ব

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
 
   নেপাল
 
২৯ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
 আফগানিস্তান
 
   নেপাল১(৫)
 
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
 ভারত১(৪)
 
 বাংলাদেশ০(৩)
 
 
 ভারত০(৪)
 

সেমিফাইনাল

[সম্পাদনা]
   নেপাল৩-২ আফগানিস্তান
অঞ্জন গোল ৩৪'৩৯' (পে.)
বাল গোল ৫৩'
প্রতিবেদন অনন্ত গোল ৫০' (অ.গো.)
মেহেদি গোল ৭২'

ফাইনাল

[সম্পাদনা]
   নেপাল১–১ ভারত
তেজ গোল ৩২' প্রতিবেদন শাহবাজ খান গোল ৮৫' (পে.)
পেনাল্টি
হেমন্ত পেনাল্টিতে গোল করেছেন
বাল পেনাল্টিতে গোল করেছেন
বিশ্বাস শ্রেষ্ঠা পেনাল্টিতে গোল করেছেন
ডোনা থাপা পেনাল্টিতে গোল করেছেন
অনন্ত পেনাল্টিতে গোল করেছেন
৫–৪ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে মইনুদ্দীন খান
পেনাল্টিতে গোল করেছেন হেইডেন ফার্নান্দেজ
পেনাল্টিতে গোল করেছেন সার্থক গলুই
পেনাল্টিতে গোল করেছেন ড্যানিয়েল লাললিম্পুইয়া
পেনাল্টিতে গোল করেছেন শাহবাজ খান
দর্শক সংখ্যা: ৩০০০

বিজয়ী

[সম্পাদনা]
 ২০১৫ সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপ 
  
নেপাল
প্রথম শিরোপা

গোলদাতা

[সম্পাদনা]
৩ গোল
২ গোল
১ গোল
আত্মঘাতী গোল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮