প্রেমিক (চলচ্চিত্র)
প্রেমিক | |
---|---|
পরিচালক | মঈনুল হোসেন |
চিত্রনাট্যকার | মঈনুল হোসেন |
শ্রেষ্ঠাংশে | ববিতা জাফর ইকবাল অঞ্জনা, নূতন এটিএম শামসুজ্জামান |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | বেবী ইসলাম |
মুক্তি | ১৯৮৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রেমিক ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মঈনুল হোসেন।[১] এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ববিতা,[২] জাফর ইকবাল,[৩] অঞ্জনা, নূতন,প্রবীর মিত্র প্রমুখ। চলচ্চিত্রটি ১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।[৪]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]সঙ্গীত
[সম্পাদনা]প্রেমিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী এবং তার সহকারী হিসেবে কাজ করেছেন ফুয়াদ নাসের বাবু। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির ও আলাউদ্দিন আলী। ছায়াছবিটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা প্রমুখ। চলচ্চিত্রটির গানের রেকর্ডিং হয় কলকাতায়। "আমার মনে অনেক জ্বালা" শিরোনামের গানটি লেখার কথা ছিল গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের। কিন্তু তিনি সময়মত কলকাতায় পৌঁছাতে না পারায় সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী নিজেই গানটির গীত রচনা করেন। গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। এ গানের জন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও গীতিকার আলাউদ্দিন আলী উভয়ই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫]
গানের তালিকা
[সম্পাদনা]নং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১ | "আমার মনে অনেক জ্বালা" | সাবিনা ইয়াসমিন | নূতন | ৩.৫৫ |
২ | "ফুল ফোটা ফাগুনে" | এন্ড্রু কিশোর ও রুনা লায়লা | ববিতা, জাফর ইকবাল | ৪.৪৩ |
পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী: শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী - সাবিনা ইয়াসমিন[৬]
- বিজয়ী: শ্রেষ্ঠ গীতিকার - আলাউদ্দিন আলী[৫]
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) - বেবী ইসলাম[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলা ছায়াছবি: প্রেমিক"। সাতদিন। ১৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঝরাপাতা-ববিতা"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ৩১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ লিয়াকত হোসেন খোকন। "কিংবদন্তি: রোমান্টিক নায়ক জাফর ইকবাল"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৮৫" (পিডিএফ)। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। Archived from the original on ১৮ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।
- ↑ ক খ নিশীথ সূর্য (৮ জুন ২০১৫)। "আমার মতো ভাগ্যবান সুরকার কম : আলাউদ্দিন আলী"। এনটিভি। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।
- ↑ "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"। দৈনিক আজাদী। ২৪ জানুয়ারি ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৫।