প্রস্থল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


প্রস্থল ছিল ত্রিগর্ত রাজ্যের রাজা সুশর্মার রাজধানী। মহাকাব্য মহাভারত অনুসারে, এই শহরটি রাজা বিরাটের মতো মৎস্য রাজাদের ক্রমাগত আক্রমণের অধীনে ছিল।[১] সুশর্মা হস্তিনাপুরের দুর্যোধনের সাহায্যে মৎস্যদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পাণ্ডবরা মৎস্যদের ডোমেনে থাকার কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রস্থলাকে ভারতের পাঞ্জাবের আধুনিক শহর পাতিয়ালা[২] অথবা ভারতের পাঞ্জাবের জলন্ধর হিসেবে চিহ্নিত করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mahabharata Book Nine (Volume 1): Shalya (ইংরেজি ভাষায়)। NYU Press। ২০১৬-১০-০১। পৃষ্ঠা 305। আইএসবিএন 978-1-4798-7585-6 
  2. Dasgupta, S. (২০১৭-০৮-১৬)। "Documentation & Condition Mapping for Restoration & Revitalisation of Historic Sheesh Mahal & Char Bagh Complex in Patiala (Punjab), India" (English ভাষায়)। Copernicus GmbH: 47–52। ডিওআই:10.5194/isprs-annals-IV-2-W2-47-2017অবাধে প্রবেশযোগ্য