প্রসাদপুর
প্রসাদপুর গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার হরিপাল সমষ্টি উন্নয়ন ব্লক এর মধ্যে অবস্থিত ।
প্রসাদপুর | |
---|---|
গ্রাম | |
ডাকনাম: গুড়বাগান | |
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৭′৩৪″ উত্তর ৮৮°০৯′০৮″ পূর্ব / ২২.৭৯২৭৮° উত্তর ৮৮.১৫২২২° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হুগলি |
সরকার | |
• ধরন | পঞ্চায়েত রাজ (ভারত) |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,০১৯ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
• মাতৃভাষা | বাংলা |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
Pin | 712707 |
আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
যানবাহন নিবন্ধন | WB |
ওয়েবসাইট | wb |
অবস্থান[সম্পাদনা]
ভৌগোলিক[সম্পাদনা]
ভৌগোলিক অবস্থান :২২°৪৭′৩৪″ উত্তর ৮৮°০৯′৮″ পূর্ব / ২২.৭৯২৭৮° উত্তর ৮৮.১৫২২২° পূর্ব.[১]
যোগাযোগ[সম্পাদনা]
অহল্যাবাই রোড থেকে মাত্র ২.৫ কিমি দুরে অবস্থিত।গ্রামের উত্তর ও দক্ষিণ প্রান্ত দিয়ে দুটি পাকা সড়ক আছে । গ্রামের রাস্তা লাল মাটির । নিকটতম রেলস্টেশন নালিকুল রেল স্টেশন প্রায় ৭ কিমি দুরে অবস্থিত ।

জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের জনগননা[২] অনুযায়ী -
- মোট জনসংখ্যা : ১০১৯
- পুরুষ : ৪৮৮ (৪৭.৮৯%)
- মহিলা : ৫৩১ (৫২.১১%)
- সাক্ষরতার হার : ৬৩.৮৯%
- ১-৬ বছর বয়সী : ১৩৭
জনসংখ্যার অনুপাত
অর্থনীতি[সম্পাদনা]
কৃষিকাজ বা চাষের কাজই হল গ্রামের মানুষের প্রধান জীবিকা । কিছু মানুষ স্বর্ণশিল্পের সঙ্গেও যুক্ত । প্রধান উৎপন্ন ফসল হল -
উংপন্ন তৈলবীজ -
উৎপন্ন সবজি -

ধর্ম[সম্পাদনা]
প্রধানত ইসলাম ও হিন্দু ধর্মের মানুষ এখানে বসবাস করেন । প্রধান উৎসব ঈদ ও দুর্গাপূজা । গ্রামের প্রায় মাঝখানে একটি মসজিদ ও একটি ঈদগাহ আছে।

শিক্ষা[সম্পাদনা]
গ্রামের স্বাক্ষরতার হার ৬৩.৮৯% । একটি প্রাথমিক বিদ্যালয় আছে। কোন উচ্চবিদ্যালয় নেই ।
প্রসাদপুর প্রাথমিক বিদ্যালয় প্রসাদপুর গ্রামের ঠিক মাঝখানে রয়েছে প্রাথমিক বিদ্যালয়টি । এটি স্থাপিত হয় ১৯৬৯ সালে ।