বিষয়বস্তুতে চলুন

পল অ্যালট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল অ্যালট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পল জন ওয়াল্টার অ্যালট
জন্ম (1956-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৫৬ (বয়স ৬৮)
অল্ট্রিনচাম, ইংল্যান্ড, যুক্তরাজ্য
ডাকনামওয়ালি, ওয়াল্ট, ওয়াল
উচ্চতা৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৯১)
১৩ আগস্ট ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৬ আগস্ট ১৯৮৫ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৬৩)
১৩ ফেব্রুয়ারি ১৯৮২ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই৩ জুন ১৯৮৫ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৩স্টাফোর্ডশায়ার
১৯৭৮–১৯৯২ল্যাঙ্কাশায়ার
১৯৮৫/৮৬–১৯৮৬/৮৭ওয়েলিংটন
১৯৮২–১৯৮৫মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৩ ১৩ ২৪৫ ২৯১
রানের সংখ্যা ২১৩ ১৫ ৩,৩৬০ ৮৭৮
ব্যাটিং গড় ১৪.২০ ৩.০০ ১৬.৯৬ ১১.৫৫
১০০/৫০ ০/১ ০/০ ০/১০ ০/০
সর্বোচ্চ রান ৫২* ৮৮ ৪৩
বল করেছে ২,২২৫ ৮১৯ ৩৮,৯২৭ ১৩,৯৩৯
উইকেট ২৬ ১৫ ৬৫২ ৩২১
বোলিং গড় ৪১.৬৯ ৩৬.৮০ ২৫.৫৫ ২৫.৭১
ইনিংসে ৫ উইকেট ৩০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৬১ ৩/৪১ ৮/৪৮ ৪/১২
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ২/– ১৩৬/– ৫৬/–
উৎস: ক্রিকইনফো, ২৬ জুন ২০১৮

পল জন ওয়াল্টার অ্যালট (ইংরেজি: Paul Allott; জন্ম: ১৪ সেপ্টেম্বর, ১৯৫৬) অল্ট্রিনচাম এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারমেরিলেবোন এবং নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ‘ওয়ালি’, ‘ওয়াল্ট’, ‘ওয়াল’ ডাকনামে পরিচিত পল অ্যালট

টেস্ট ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তেরোটি টেস্ট ও তেরোটি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়ার সুযোগ হয় তার। ১৩ আগস্ট, ১৯৮১ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে পল অ্যালটের। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের ঐ টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ও একমাত্র অর্ধ-শতকের সন্ধান পান।

১৯৮৪-৮৫ মৌসুমে ভারত সফর করলেও পিঠের সমস্যার কারণে দেশে ফিরে আসতে বাধ্য হন। কার্যত এভাবেই তার টেস্ট ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণ স্তিমিত হয়ে যায়।

খেলার ধরন

[সম্পাদনা]

মজবুত শারীরিক গড়ন, সুদক্ষ ডানহাতি মিডিয়াম ফাস্ট সুইং বোলার হিসেবে সুনাম ছিল তার।[] সচরাচর নিচেরসারিতে নয় নম্বরে ব্যাটিংয়ে নামতেন।

কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন পল অ্যালট। তবে, টেস্ট খেলায় তেমন সুবিধা করতে পারেননি। মাইনর কাউন্টি ক্রিকেটে স্টাফোর্ডশায়ারের পক্ষে খেলেন।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করার পর বর্তমানে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পল অ্যালট। এছাড়াও, ল্যাঙ্কাশায়ারের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 14, 109। আইএসবিএন 1-869833-21-X 

বহিঃসংযোগ

[সম্পাদনা]