দারুল উলুম দেওবন্দের ভবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯২৮ সালে মসজিদে সাত্তা, যেখানে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়

দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত একটি মাদ্রাসা, যা ১৮৬৬ সালের ৩০ মে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ক্ষত পূরণের উদ্দেশ্যে কাসেম নানুতুবির নেতৃত্বে একদল আলেম দেওবন্দের মসজিদে সাত্তার ডালিম গাছের নিচে এই মাদ্রাসার সূচনা করেন। বর্তমানে এটি ৯২ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। নও দারাহ, দারুল হাদিস, দারুত তাফসির, দারুল ইফতা, দারে জাদিদ, জামিয়া তিব্বিয়া, গ্রন্থাগার, ব্যবস্থাপনা অফিস, বাবে জাহির, মেহমানখানা এবং রান্নাঘর দারুল উলুম দেওবন্দের প্রধান ভবন।[১]

প্রেক্ষাপট[সম্পাদনা]

১৯২৮ সালে আল কাসিমে প্রকাশিত দারুল উলুম দেওবন্দের নকশা

১৬০০ সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ প্রদত্ত সনদের মাধ্যমে প্রাচ্যের জলপথে একচেটিয়া বাণিজ্য করার অধিকার লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬১২ সালে এই কোম্পানি মুঘল প্রশাসন থেকে সুরাটে বাণিজ্য করার অধিকার লাভ করে। ১৬১৫ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি পেয়ে কোম্পানি দক্ষিণ ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলে বাণিজ্যকুঠি স্থাপন করে।[২] আস্তে আস্তে এই কোম্পানি সারা ভারতে বাণিজ্যের প্রসার ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে থাকে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত ভারতে কোম্পানি শাসনের সূচনা ঘটে।[৩] দ্বাদশ শতাব্দী হতে ভারতীয় উপমহাদেশের ক্ষমতার কেন্দ্র থাকা মুসলমানদের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাওয়ার পর এবং মুসলমানদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে পঙ্গু করার জন্য ইংরেজদের সবার্ত্মক প্রচেষ্টার কারণে মুসলিম সমাজে অবনতি হয়। মুসলমানদের এই অবনতি থেকে উদ্ধারের জন্য শাহ ওয়ালিউল্লাহ দেহলভী সংস্কার কাজ শুরু করেন।[৪] তার মৃত্যুর পর তার ছেলে শাহ আবদুল আজিজ এই সংস্কার কাজ চালিয়ে যান। তিনি ভারতকে দারুল হারব ঘোষণা করে জিহাদ করা ফরজ মর্মে ফতোয়া জারি করেন।[৫] এইজন্য তিনি সৈয়দ আহমদ বেরলভিকে নির্বাচন করেন। সৈয়দ আহমদ বেরলভি ও তার শিষ্য শাহ ইসমাইল শহীদ ১৮৩১ সালে বালাকোট যুদ্ধে মারা যান।[৬] কিন্তু মুসলমানদের আন্দোলন চলতে থাকে। ১৮৫৭ সালে এসে তা সিপাহি বিদ্রোহে রূপ নেয়। এক পর্যায়ে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার থানা ভবনকে কেন্দ্র করে একটি স্বাধীন এলাকার সৃষ্টি হয়। এই এলাকায় অস্থায়ী সরকার গঠন করে প্রধান বিচারপতি হন রশিদ আহমদ গাঙ্গুহি, প্রধান সেনাপতি কাসেম নানুতুবি ও আমিরুল মুমিনীন বা রাষ্ট্রপ্রধান হন ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি[৭] ১৮৫৭ সালের ১৪ সেপ্টেম্বর এই অস্থায়ী সরকারের নেতৃত্বে শামলীর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে জামেন শহীদ নিহত হন। অপরাপর নেতৃবৃন্দ আত্মগোপন করেন। স্বাধীন থানা ভবন সরকারের পতন ঘটে। এই সিপাহি বিদ্রোহ ব্যর্থ হলে ইংরেজ সরকার ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পুরস্কার ঘোষণা করে।[৮][৯] এই বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ঔপনিবেশিক প্রশাসনে অতি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়নে সমর্থ হয়। ভারত সরকার আইন, ১৮৫৮ পাসের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।[১০] দীর্ঘদিন আত্মগোপনের পর ১৮৫৯ সালে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মক্কায় হিজরত করতে সক্ষম হন।[৮] কিছুদিন পর সাধারণ ক্ষমা ঘোষিত হলে কাসেম নানুতুবি ও রশিদ আহমদ গাঙ্গুহিও আত্মগোপন থেকে মুক্ত কর্মক্ষেত্রে পদার্পণ করেন।[১১]

১৮৫৭ সালে এটি প্রচার করা হয় যে, ইশ্বর ব্রিটিশদের পক্ষে আছেন বলেই তারা যুদ্ধে জয়লাভ করেছে। শিক্ষাব্যবস্থায় রদবদলের মাধ্যমে তারা সাধারণ জনগণকে খ্রিস্টধর্মে ধমার্ন্তরিত করতে প্ররোচিত ও উৎসাহিত করে।[১২] স্বাধীনতা সংগ্রাম, যুদ্ধ ও ইংরেজদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতি পর্যুদস্ত হয়ে পড়ে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পৃষ্টপোষকতার অভাবে ধ্বংস হয়ে যায়। মুসলিম সমাজে অনৈসলামিক সংস্কৃতি প্রভাব বিস্তার করে।[১৩] এমতাবস্থায় আপাততঃ সশস্ত্র সংগ্রামের ধারা স্থগিত রেখে সাম্রাজ্যবাদউপনিবেশবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলন ও ইসলামের চেতনায় একদল কর্মী তৈরির লক্ষ্যে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ইঙ্গিতে ও কাসেম নানুতুবির নেতৃত্বে এবং সিপাহি বিদ্রোহে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তির মাধ্যমে ১৮৬৬ সালের ৩০ মে ভারতের উত্তরপ্রদেশস্থ সাহারানপুর জেলার দেওবন্দ নামক বস্তিতে সাত্তা মসজিদের প্রাঙ্গনে ছোট্ট একটি ডালিম গাছের ছায়ায় দারুল উলুম দেওবন্দের গোড়া পত্তন করা হয়।[১৩]

ভবন[সম্পাদনা]

Besides being the starting point of the buildings of the Dar al - Ulum , the Dar al - Hadith , by reason of its loftiness , extensiveness and grandeur , commands a distinctive position among all the buildings of the Dar al Ulum . It was firstly begun under the name Nav - darah in 1993/1876 . The two - storeyed building of the Nav - darah faces the east ; its ground floor contains three halls , each 36 by 25 sq . ft . , and in front of which there is a long 9 - doored verandah . On the upper storey there is a wide hall the area . of which is 68 by 35 sq . ft . The lessons of Daura - e Hadith are given here and hence it is known as Fauqani Dar al Hadith Its upper storey was constructed in 1352/1933 . Behind the back of the Nav - darah , towards the west , is the grand and monumental building of the Dar al - Hadith . Bearing the name of Dar al Hadith , it is the first building of its kind on the land of the subcontinent . The length of the hall of the Dar al - Hadith is 68 ft . and its width is 35 ft . There are thirteen rooms around it which are used as class - rooms The Nav darah faces east and the Dar al - Hadith , west . In this direction there is a verandah of stone pillars . In front of the Dar al - Hadith there is a wide ground on which has been laid out a garden . This building was completed in 1349/1930 . Above the Dar al - Hadith is the hall of the Dar al - Tafsir which is 30 by 30 sq.ft. Its dame is visible from miles and it looks as if a crown has been laid on the head of the Dar al - Ulum . This building was constructed in 1358/1939 . There is a quadrangular courtyard in front of the Nav - darah ; it is known as lhata - e Maulsari ( the Maulsari Compound ) . The famous historical well of the Dar al - Ulum is situated in this very compound . The office of the Preach ing Department is also here . Around the courtyard of the Nav - darah there are some class - rooms and students ' lodgings also . At the end of the courtyard , towards the east , there is a gate which is known as Bab - e Qasim . The building of the Dar al - Intemam is situated above this gate . Administratively the Dar al - Ihtemam is the central point the core - of the Dar al - Ulum . The sessions of the Majlis - e Shura and the Executive Council are held here only . This building had been built in 1315/1897 . Its chronogram is " Ja - e ' Ajeeb - o Ghareeb " ( A.H. 1315 ) . To the east of the Dar al - Ihtemam is the office of the management and to the latter's north is the office of the Dar al - Ulum " magazine , and the office of the Dar al - Iqama ( Hostel ) is also here . In the south is the Record . Office , in which records of the Dar al - Ulum of more than a century have been preserved . This two - storeyed building was built in 1355/1936 Towards the east of the Record Office , that is , exactly opposite the office of the management , to the south is the Accounts Office . This build ing was built in 1317/1899 . This office is responsible for all the income and expenditure of the Dar al - Ulum . The treasury of the Dar al - Ulum is kept in a strong room of the same building Between the Accounts Office and the Office of the Management there is an expansive courtyard the gate of which opens on the road . In the lower storey of bath these offices are located the office of the Electrical Division and the Department of Construction , and the office of the External Affairs is situated above them , and nearby is the office of the Majlis - e Ma'arif al - Quran accommodated in a spacious hall . Towards the north - east of the office of management is the beautiful and attractive two - storeyed mosque of the Dar al - Uium the facade , pillars and minarets of which have been built with almond - coloured stones containing lovely and exquisite anastatic ball - flowers . This mosque was constructed in 1327/1909 and it is a masterpiece of the fine art of stone carving . At the end of the courtyard of the mosque is the cistern of water . The area of the mosque proper is 42 by 33 sq.ft. , the courtyard is 50 feet wide and 118 . feet long . To the north and south of the mosque are hostel - rooms of the students In the eastern direction of the courtyard of the mosque , just above the fountain of water , is situated the building of the Dar al - Ifta . This large and spacious building consists of three halls in front of which there is a veran dah . This is the largest Dar al - Ifta in the continent of Asia from which hundreds of thousands of Muslims in and outside India acquire guidance in religio - legal ( shara'i ) matters through correspondence . It was built in 1367/1948 . The post office is just near the Dar al - ifta and is known as " Dar al - Ulum Post Office " . There are 107 rooms of the New Hostel around the ground of the Dar al - Hadith.[ক] In front of these rooms there are long verandahs of high arches . The area of each room of the hostel is 19 by 18 ft . and the area of this whole compound is 500 by 361 sq . ft . Its construction began in 1338/1919 and was completed in 1364/1945 . Now rooms have been built on its first floor . On each room of the hostel the name of the donor with whose money it has been built has been inscribed on a marble slab . There are two roads in the compound of the hostel crossing each other and dividing the compound into four plots . These plots have been laid with gardens . To the north , south and west of the hostel there are three large gates . The western gate is known as Bab al - Zahir , which is a memorial of the journey to Afghanistan of Hazrat Maulana Qari Muhammad Tayyib , vice chancellor of the Dar al - Ulum , Deoband , and the monetary gift of the ex king of Afghanistan , Muhammad Zahir Shah . It was built in 1359/1940 . Its area is 54 by 42 sq . ft . There are three auditoriums of chirography in it . Facing the Bal al - Zahir there is a concrete road which the Municipal Board of Deoband has named Dar al - Ulum Road . This road connects the Dar al Ulum with the railway station . At some distance from the Dar al - Hadith , in the south - east , there are five auditoriums of the Dar al - Quran , built in 1368/1949 . The area of each one of them is 25 by 21 sq.ft. The Kitchen building , which is near the Dar al - Quran , consists of several parts . Office , godown of raw materials , godown of fuel , halls for cooking , hall for distribution of food ; the collective name of all these buildinds is Kitchen in which food for one thousand students is cooked daily for both the times . Near the Kitchen , on the first floor of the Dar - e Jadid , two new auditoriums have been built . While entering the campus of the university through the eastern gate , comes the office of the Electrical Division in the lower storey on the left side . The Accounts Office which has been mentioned in the foregone is just above this office . A passage parallel to this electrical office goes to the compound of the library . Here on the ground floor , besides the Dar al - Sana'e , there is also the office of Awqaf , and on the upper floor there is the long building of the library . The library building consists of three large halls and eight rooms . There is here a stock of more than 100,000 books details of which have been mentioned in Chapter VIII . The construction of the library building began in 1325/1907 , its third hall has been constructed recently , 1.e. , in A.H. 1396 . This library is the very soul of the Dar al - Ulum and a matchless wealth of the generosity of the Muslims of the subcontinent . There is such a large stock of text - books here that it may be hardly present elsewhere . On the lower storey of the library itself is located , in the south , the office of Organisation and Progress . This department provides finances for the Dar al - Ulum . There is a blooming garden in its courtyard . The upper storey belongs to the library . Behind this Office of Organisation and Progress is the Chhatta Mosque . It is the same old mosque in the courtyard of which , under the pomegra nate tree , the Dar al - Ulum had been inaugurated in 1283/1866 . The area of this mosque is 84 by 40 sq.ft. If you enter the Dar al - Ulum through its eastern gate , outside the compound of the Dar al - Ulum , just opposite the Mosque of the Dar al Ulum , to the east of the public thoroughfare , you will see a palatial two storeyed building . This is the Guest House of the Dar al - Ulum which was built in 1377/1958 . On the lower storey there are residential quarters for teachers and above them is the spacious building of the Guest House , consisting of several rooms and a number of verandahs . Its area is 115 by 80 sq.ft. Beside the Guest House , to the east , there is another dignified two - storeyed building , having six houses ; the office of the Centenary Celebrations is located in one of these houses . The buildings of the Jamia - e Tibbia of the Dar al - Ulum are situated to the north of the Dar al - Talaba ( Hostel ) and Bab al - Zahir , at some distance from them . There are several hails and verandahs in the Jamia - e Tibbia , and two general wards for indoor patients. Behind the back of the Jamia - e Tibbia is the building of the Afriqui Manzil , which is still under construction ; when completed , it will be one of the excellent buildings of the Dar al - Ulum . A new hostel has been built for students behind the Kitchen also . As regards the buildings of the Dar al - Ulum it should be particularly kept in mind that these buildings have not been constructed simultaneously according to a preplanned map , as it is evident from the years of their construction . On the contrary , as the Dar al - Ulum progressed the buildings too came up as per requirements ; this process still continues and , God willing , it is expected to continue in the future also.

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. Besides the New Hostel , there are lodgings for students separately et different places . The total number of rooms of the hostel is 210 in which 177 students can be acco mmodated . It is necessary to point out here that because of lack of sufficient rooms in the campus of the Dar al - Ulum for accommodating the boarders , many students have to live in rented houses and mosques in the town.

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮১)। History of Darul Uloom Deoband [দারুল উলুম দেওবন্দের ইতিহাস]। । এফ. কুরাইশি, মুরতাজ হুসাইন কর্তৃক অনূদিত। দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। পৃষ্ঠা ২৫৭–২৬২। ওসিএলসি 20222197 
  2. সিরাজুল ইসলাম (২০১২)। "ইস্ট ইন্ডিয়া কোম্পানি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. বোস, সুগত (২০০৪)। Modern South Asia : history, culture, political economy [আধুনিক দক্ষিণ এশিয়া: ইতিহাস, সংস্কৃতি, রাজনৈতিক অর্থনীতি] (২য় সংস্করণ)। নিউইয়র্ক: রাউটলেজ। পৃষ্ঠা ৭৬। আইএসবিএন 0-415-30786-4ওসিএলসি 52270088 
  4. শামসুজ্জামান, মুহাম্মদ (২০১৯)। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার ভূমিকা (পিএইচডি)। বাংলাদেশ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৯৭। ৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২ 
  5. শামসুজ্জামান ২০১৯, পৃ. ৯৮।
  6. শামসুজ্জামান ২০১৯, পৃ. ৯৯–১০০।
  7. মুহাম্মদ ইয়াহইয়া, আবুল ফাতাহ (১৯৯৮)। দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান (পিডিএফ)। ঢাকা: আল-আমীন রিসার্চ একাডেমী বাংলাদেশ। পৃষ্ঠা ১৫৬। 
  8. শামসুজ্জামান ২০১৯, পৃ. ১০৪।
  9. মুহাম্মদ ইয়াহইয়া ১৯৯৮, পৃ. ১৫৬।
  10. এম. আনসার আলী (২০১২)। "ইন্ডিয়া অ্যাক্ট, ১৮৫৮"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  11. মুহাম্মদ ইয়াহইয়া ১৯৯৮, পৃ. ১৫৭।
  12. শামসুজ্জামান ২০১৯, পৃ. ১০৭।
  13. মুহাম্মদ ইয়াহইয়া ১৯৯৮, পৃ. ১৫৮।