বিষয়বস্তুতে চলুন

রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া
رابطہ مدارس اسلامیہ عربیہ
প্রতিষ্ঠাকাল১৯৯৫; ২৯ বছর আগে (1995)
সদরদপ্তরদারুল উলুম দেওবন্দ
সভাপতি
আবুল কাসেম নোমানী
মহাসচিব
শওকত আলী কাসেমী

রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া (উর্দু: رابطہ مدارس اسلامیہ عربیہ‎, অনুবাদ 'আরবি ইসলামি মাদ্রাসা বোর্ড'‎) ভারতের সর্ববৃহৎ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের অধিভুক্ত মাদ্রাসা সমূহের একটি সর্বভারতীয় সংগঠন। ১৯৯৫ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের তথ্যানুযায়ী, এই সংগঠনের অধীনে তিন সহস্রাধিক মাদ্রাসা রয়েছে।[] যদিও এই সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পূর্বে মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের সাথে অনানুষ্ঠানিকভাবে যুক্ত ছিল। এই সংগঠনের বর্তমান সভাপতি আবুল কাসেম নোমানী এবং মহাসচিব শওকত আলী কাসেমী। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দেওয়া তথ্যমতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে সংগঠনটির অধীনে প্রায় ১০ হাজার মক্তব এবং ৮০০ মাদ্রাসা রয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]
দারুল উলুম দেওবন্দ

১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পর তার ক্ষতিপূরণের অংশ হিসেবে ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের অনুকরণে শত শত মাদ্রাসা গড়ে উঠে। বিভিন্ন ইস্যুতে মাদ্রাসাসমূহের মধ্যে ঘন ঘন মতপার্থক্যের কারণে সমস্ত মাদ্রাসার মা হিসেবে দারুল উলুম দেওবন্দ ১৯৯৫ সালে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া নামে মাদ্রাসা সমূহের একটি যৌথ প্ল্যাটফর্ম গঠন করে। এই সংগঠনটি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা, পাঠ্যক্রম সম্পর্কিত বিষয় এবং মাদ্রাসার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে কাজ করে।[]

দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার ১০ জন, ১০ জন জ্যেষ্ঠ শিক্ষক এবং সংযুক্ত মাদ্রাসার ৩১ জন সদস্য, মোট ৫১ জন সদস্য নিয়ে সংগঠনটির নির্বাহী কমিটি গঠিত। প্রতিটি প্রদেশে একজন সভাপতি রয়েছে। প্রতিটি মাদ্রাসার সদস্যদের সমন্বয়ে একটি সাধারণ পরিষদ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কয়েক ডজন বৃহৎ সম্মেলনের আয়োজন করেছে।[]

কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ড

[সম্পাদনা]

২০০৭ সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রনালয় মাদ্রাসা সমূহের সমন্বয়ে দারুল উলুম দেওবন্দকে একটি কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ড গঠনের প্রস্তাব দেয়। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য ২০০৭ সালের ১৩ ও ১৪ মার্চ একটি সর্বভারতীয় সম্মেলন আহ্বান করা হয়। এই সম্মেলনে ৩০০০ মাদ্রাসার ৩৫০০ প্রতিনিধি যোগদান করেছিল। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ভারত সরকারের অধীনে কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ড গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা সহ সরকারের যেকোনো ধরনের নিয়ন্ত্রণ প্রচেষ্টার বিরোধিতা করা হয়। সম্মেলনের পরের দিন শিক্ষা মন্ত্রনালয়ের একটি খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয়, সরকারের কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই।[]

সরকারি সাহায্য প্রত্যাখ্যান

[সম্পাদনা]

সংগঠনটি বারবার সরকারের যেকোনো ধরনের সহায়তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ২০১৫ সালে নরেন্দ্র মোদী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের জন্য ১০০ কোটি রূপির বাজেট বরাদ্দ করে। সংগঠনটি ৪০০০ সদস্য নিয়ে ২০১৫ সালের ২৩–২৪ মার্চ একটি সম্মেলন আহ্বান করে নরেন্দ্র মোদীর এই বাজেট গ্রহণ থেকে বিরত থাকে।[] ২০১৮ সালে পুনরায় এরকম আরেকটি প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে সংগঠনটির নেতারা মুহাম্মদ কাসেম নানুতুবির প্রণীত দারুল উলুম দেওবন্দের মূলনীতির কথা উল্লেখ করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

উদ্ধৃতি

[সম্পাদনা]
  1. শর্মা, পঙ্কুল (১৪ মার্চ ২০১৮)। "Over 3,000 Darul Uloom-affiliated madrassas told not to accept govt aid" [তিন সহস্রাধিক দারুল উলুম অনুমোদিত মাদ্রাসাকে সরকারের সহায়তা প্রত্যাখানের আহ্বান]। টাইমস অব ইন্ডিয়া 
  2. হক, জায়দুল (৫ এপ্রিল ২০১৩)। "Open session of Rabita-E Madaris-E Islamia Arabia of Darul Uloom deoband held in Kolkata" [কলকাতায় অনুষ্ঠিত হল দারুল উলুম দেওবন্দের রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরবিয়ার উন্মুক্ত সম্মেলন]। টুক্লেরিক’স.নেট 
  3. কাসেমি, মুহাম্মদুল্লাহ খলিল (১৫ মে ২০১৭)। "'Central Madrasa Board' is Unacceptable" ['কেন্দ্রীয় মাদ্রাসা বোর্ড' অগ্রহণযোগ্য]। দেওবন্দ.নেট। ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  4. তাবরিজ, শামস (১২ মার্চ ২০১৮)। "دارالعلوم دیوبند میں رابطہ مدارس کا اجلا س شروع ،مدارس کو درپیش داخلی و خارجی مسائل زیر بحث"মিল্লাত টাইমস 
  5. ফরিদ, ফয়সাল (২৬ মার্চ ২০১৫)। "3,000 madrasas affiliated to Darul Uloom shun govt financial aid"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]