বিষয়বস্তুতে চলুন

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডানে পুরাতন একাডেমিক ভবন
ঠিকানা
মানচিত্র
কুষ্টিয়া - ঝাউদিয়া - আলমডাঙ্গা রোড


স্থানাঙ্ক২৩°৪৬′২২″ উত্তর ৮৯°০৩′৫৭″ পূর্ব / ২৩.৭৭২৮১৯৫° উত্তর ৮৯.০৬৫৯১৪০° পূর্ব / 23.7728195; 89.0659140
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৩০; ৯৪ বছর আগে (1930)[]
বিদ্যালয় বোর্ডযশোর শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
বিদ্যালয় কোড৫২৯৭
ইআইআইএন১১৭৭৬১[]
সভাপতিমোঃ নজরুল ইসলাম
প্রধান শিক্ষকউত্তম কুমার বিশ্বাস
লিঙ্গবালক - বালিকা
শ্রেণি৬ষ্ঠ-১২শ
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
পোশাকের রং
  • বালক –   
  • বালিকা –   
ওয়েবসাইটjhaudiabazarss.edu.bd

বিদ্যালয়ের প্রধান ফটক

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারে কুমার নদের তীরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়।[]

অবস্থান

[সম্পাদনা]

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ২১ কিলোমিটার।

বিদ্যালয়ের -

  • পূর্ব দিকে ঝাউদিয়া পুলিশ ফাঁড়ি অবস্থিত
  • পশ্চিম দিকে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অবস্থিত
  • উত্তর দিকে চাষাবাদ জমি রয়েছে
  • দক্ষিণ দিকে রয়েছে কুমার নদ

অবকাঠামো

[সম্পাদনা]

বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ৬টি। এর মধ্যে প্রশাসনিক ভবন একটি একাডেমিক ভবন ২টি ও অন্যান্য ভবন রয়েছে। বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে যা ঈদগাহ ময়দান হিসেবেও ব্যবহার করা হয়। বিদ্যালয় দুইটি শহীদ মিনার রয়েছে।

নতুন শহীদ মিনার
পুরাতন শহীদ মিনার
ঈদগাহ ময়দানের মিম্বার

গ্যালারি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]