ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়
অবয়ব
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
কুষ্টিয়া - ঝাউদিয়া - আলমডাঙ্গা রোড ঝাউদিয়া বাজার, ঝাউদিয়া ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলা | |
স্থানাঙ্ক | ২৩°৪৬′২২″ উত্তর ৮৯°০৩′৫৭″ পূর্ব / ২৩.৭৭২৮১৯৫° উত্তর ৮৯.০৬৫৯১৪০° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৩০[১] |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | কুষ্টিয়া জেলা |
বিদ্যালয় কোড | ৫২৯৭ |
ইআইআইএন | ১১৭৭৬১[২] |
সভাপতি | মোঃ নজরুল ইসলাম |
প্রধান শিক্ষক | উত্তম কুমার বিশ্বাস |
লিঙ্গ | বালক - বালিকা |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
পোশাকের রং |
|
ওয়েবসাইট | jhaudiabazarss |
বিদ্যালয়ের প্রধান ফটক |
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারে কুমার নদের তীরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ২১ কিলোমিটার।
বিদ্যালয়ের -
- পূর্ব দিকে ঝাউদিয়া পুলিশ ফাঁড়ি অবস্থিত
- পশ্চিম দিকে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অবস্থিত
- উত্তর দিকে চাষাবাদ জমি রয়েছে
- দক্ষিণ দিকে রয়েছে কুমার নদ
অবকাঠামো
[সম্পাদনা]বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ৬টি। এর মধ্যে প্রশাসনিক ভবন একটি একাডেমিক ভবন ২টি ও অন্যান্য ভবন রয়েছে। বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে যা ঈদগাহ ময়দান হিসেবেও ব্যবহার করা হয়। বিদ্যালয় দুইটি শহীদ মিনার রয়েছে।
গ্যালারি
[সম্পাদনা]-
সম্পূর্ণ ক্যাম্পাস
-
প্রশাসনিক ভবন
-
নতুন একাডেমিক ভবন (নির্মাণ:২০১৯ - ২০২০)
-
পুরাতন একাডেমিক ভবন (নির্মাণ:১৯৯৪)
-
ক্যাম্পাসের একাংশ
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮।
উইকিমিডিয়া কমন্সে ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়"। সহপাঠী। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮।
- ↑ ক খ "ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, ইআইআইএন - ১১৭৭৬১"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮।
- ↑ "ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা"। কুষ্টিয়া জিলাইভ। ২০২২-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৮।