বিষয়বস্তুতে চলুন

খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯০০ সালে খোকসার স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের ০৭ মে বিদ্যালয়টি জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হয়।[১][২]

খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয়ের পুরাতন ভবন
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৩°৪৮′১১″ উত্তর ৮৯°১৭′০০″ পূর্ব / ২৩.৮০৩১৩৫২° উত্তর ৮৯.২৮৩২১৪২° পূর্ব / 23.8031352; 89.2832142
তথ্য
প্রাক্তন নাম
  • খোকসা জানিপুর ইংলিশ হাই স্কুল
  • খোকসা জানিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যশিক্ষা নিয়ে গড়ব, গর্বের বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল১৯০০; ১২৪ বছর আগে (1900)
বিদ্যালয় বোর্ডযশোর বোর্ড
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৬২১
প্রধান শিক্ষকশহিদুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষকমোঃ সজিব হোসেন
কর্মকর্তা০৭ জন
শিক্ষকমণ্ডলী২৬ জন
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৬.৯৫ একর (২৮,১০০ মি)
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ওয়েবসাইটwww.kjgssk.com

ইতিহাস[সম্পাদনা]

১৯০০ সালে খোকসার স্থানীয় ব্যক্তিদের দ্বারা বিদ্যালয়েতে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু পূর্ণ চন্দ্র সেন। বিদ্যালয়টি ১৯১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ হাই স্কুল হিসেবে স্বীকৃতি পায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যালয়টি নিবন্ধনের ব্যাপারে তৎকালীন বিরাহিমপুর মৌজার (শিলাইদহ) জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের সুপারিশ ও উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করেছিল। ১৯১৮ সালের ২৪ এপ্রিল বিদ্যালয়ের প্রথম পাকা ভবন নির্মাণ কাজ শুরু হয়। এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন কুমারখালী মহকুমার প্রশাসক রায় সাহেব ভূপেন্দ্র মুখার্জী। স্বাধীনতার পরবর্তী সময়ে প্রাথমিক শাখা পৃথক হয়ে যায়। ফলে বিদ্যালয়টি শুধু মাধ্যমিক বিদ্যালয় হয়ে যায়। ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।

গ্রন্থপঞ্জিকা[সম্পাদনা]

  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১৮২–১৮৪। আইএসবিএন 978-984-8950-41-8 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিজস্ব প্রতিবেদক, ঢাকা (২০২৩-১২-১৪)। "সরকারিকরণের ৫ বছর পর এডহক নিয়োগ পেলেন খোকসার ১৯ শিক্ষক"শিক্ষা বার্তা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  2. "জাতীয়করণকৃত খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া এর ১৯ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]