বিষয়বস্তুতে চলুন

আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়
Amla Sadarpur Secondary School
অবস্থান
মানচিত্র

৭০৩২

স্থানাঙ্ক২৩°৫৪′১৯″ উত্তর ৮৮°৫৫′৪৫″ পূর্ব / ২৩.৯০৫৪১১১° উত্তর ৮৮.৯২৯২৩৮৭° পূর্ব / 23.9054111; 88.9292387
তথ্য
প্রাক্তন নামআমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়[]
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৯৯; ১২৫ বছর আগে (1899)[]
প্রতিষ্ঠাতাজানকী নাথ সাহা[]
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[]কারিগরি শিক্ষা বোর্ড[]
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৮২৮[]
প্রধান শিক্ষকআব্দুল গাফফার[]
শিক্ষকমণ্ডলী২৫ জন
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা১১৪৯[]
শ্রেণি৬ষ্ঠ-১২শ
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৮.৭৩ একর (৩৫,৩০০ মি)[]
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ওয়েবসাইটashs.edu.bd

আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরকারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়। ১৮৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[][] বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার প্রাচীন বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে।[]

অবস্থান

[সম্পাদনা]

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরদপ্তর আমায় অবস্থিত। নিকটবর্তী শহর মিরপুর থেকে বিদ্যালয়টির দুরত্ব ৯ কিলোমিটার এবং কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ২২ কিলোমিটার। বিদ্যালয়ের পশ্চিম দিকে আমলা সরকারি কলেজ ও দক্ষিণ দিকে আমলা ইউনিয়নের কার্যালয় অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৯৯ সালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরপুরে আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠ হয়। পরবর্তীতে বিদ্যালয়ের নামকরণ আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় করা হয়।[] বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন জানকী নাথ সাহা ו[][] ২০০১ সালে বিদ্যালয়টি কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে।[]

ফলাফলের ইতিবৃত্ত

[সম্পাদনা]

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)

[সম্পাদনা]

বিদ্যালয়ের ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিগত ১৩ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত:

[ইতিবৃত্ত] উত্তীর্ণ বনাম অনুত্তীর্ণ (অংশগ্রহণকারীদের মধ্যে) (% উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫)
বছর অংশগ্রহণকারী উত্তীর্ণ অনুত্তীর্ণ পাসের হার (%) জিপিএ-৫ জিপিএ-৫ এর হার (%)
২০২৪ ১২১ ১২১ ১০০ ৩৭ ৩০.৬
২০২৩ ১১৫ ১০১ ১৪ ৮৭.৮ ২৯ ২৮.৭
২০২২ ১৯৩ ১৮৯ ৯৭.৯ ৫১ ২৭
২০২১ ১২০ ১২৮ ৯৩.৮ ২৭ ২২.৫
২০২০ ৮৮ ৮৮ ১০০ ১৩ ১৪.৮
২০১৯ ১১৮ ১১২ ৯৪.৯ ২২ ১৯.৬
২০১৮ ১৩৫ ১১৫ ২০ ৮৫.২ ৫.২
২০১৭ ১০৯ ৮২ ২৭ ৭৫.২ ১০ ১২.২
২০১৬ ৮৫ ৮৩ ৯৭.৬ ১৮ ২১.৭
২০১৫ ৮৩ ৭৭ ৯২.২ ১৭ ২২.১
২০১৪ ৭৩ ৭৩ ১০০ ১৮ ২৪.৭
২০১৩ ৭৬ ৭৩ ৯৬.১ ১১ ১৫.১
২০১২ ১০১ ৯৯ ৯৮ ৭.১
[ইতিবৃত্ত] জিপিএ পরিসংখ্যান (উত্তীর্ণদের মধ্যে)
বছর জিপিএ ৫.০০ জিপিএ ৪.x জিপিএ ৩.x জিপিএ ২.x জিপিএ ১.x
২০২৪ ৩৭ ৫৫ ২১
২০২৩ ২৯ ৪৪ ১৯
২০২২ ৫১ ৬৩ ৬২ ১৩
২০২১ ২৭ ৪১ ৩৭ ১৫
২০২০ ১৩ ৩৯ ৩১
২০১৯ ২২ ৩৯ ৩৭ ১৪
২০১৮ ৪৫ ৫১ ১০
২০১৭ ১০ ৪২ ২৯
২০১৬ ১৮ ৩৬ ২৯
২০১৫ ১৭ ২৬ ৩২
২০১৪ ১৮ ২৮ ২৭
২০১৩ ১১ ২৫ ৩৪
২০১২ ২৫ ৪৪ ২১

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)

[সম্পাদনা]

বিদ্যালয়ের ২০১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ৯ বছরের নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত:

[ইতিবৃত্ত] উত্তীর্ণ বনাম অনুত্তীর্ণ (অংশগ্রহণকারীদের মধ্যে) (% উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫)
বছর অংশগ্রহণকারী উত্তীর্ণ অনুত্তীর্ণ পাসের হার (%) জিপিএ-৫ জিপিএ-৫ এর হার (%)
২০১৯ ২৬১ ২৪৮ ১৩ ৯৫ ১১ ৪.৪
২০১৮ ২১২ ১৭২ ৪০ ৮১.১ ৪.৭
২০১৭ ১৪২ ১১২ ৩৯ ৭৮.৯ ১৮ ১৬.১
২০১৬ ১১২ ১০৯ ৯৭.৫ ৩৩ ৩০.৩
২০১৫ ১২১ ১১৮ ৯৭.৫ ১৬ ১৩.৬
২০১৪ ১১০ ১০৬ ৯৬.৪ ১১ ১০.৪
২০১৩ ১০৫ ৯৩ ১২ ৮৮.৬ ২২ ২৩.৭
২০১২ ১২০ ১১৭ ৯৭.৫ ৪.৩
২০১১ ১০৭ ৬৫ ৪২ ৬০.৭ ১.৫
[ইতিবৃত্ত] জিপিএ পরিসংখ্যান (উত্তীর্ণদের মধ্যে)
বছর জিপিএ ৫.০০ জিপিএ ৪.x জিপিএ ৩.x জিপিএ ২.x জিপিএ ১.x
২০১৯ ১১ ৫৬ ৯১ ৮১
২০১৮ ৩৬ ৬৭ ৫৫
২০১৭ ১৭ ২৬ ৪৩ ২৫
২০১৬ ৩৩ ৬১ ১৪
২০১৫ ১৬ ৭১ ৩১
২০১৪ ১১ ৪৮ ৪৫
২০১৩ ২২ ৪৬ ২৩
২০১২ ৪১ ৫৫ ১২
২০১১ ১০ ২০ ৩৩

বিঃদ্রঃ ২০১৯ শিক্ষাবর্ষের পরবর্তী সকল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।[] যার কারণে এখানে ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ফলাফলের ইতিবৃত্ত দেখানো হয়েছে।


চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মাধ্যমিক বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-আমলা ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  2. "বিদ্যালয়ের তথ্য"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  3. আব্দুল বারী (২০২৩-০৭-২০)। "আমলা-সদরপুর মাধ্যমিকে প্রতিষ্ঠাতার প্রৌপুত্রের মতবিনিময়"দৈনিক দেশ তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Amla Sadarpur Secondary School"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  5. "List of SSC Vocational"বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  6. প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৩-০৬-২৩)। "ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের"বাংলা ভিশন নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৮ 
  7. প্রতিবেদক, বিশেষ (২০২৩-০১-১৬)। "জেএসসি ও জেডিসি পরীক্ষা বাদ হয়ে গেল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]