আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়
আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় Amla Sadarpur Secondary School | |
---|---|
অবস্থান | |
আমলা, আমলা ইউনিয়ন, মিরপুর উপজেলা ৭০৩২ | |
স্থানাঙ্ক | ২৩°৫৪′১৯″ উত্তর ৮৮°৫৫′৪৫″ পূর্ব / ২৩.৯০৫৪১১১° উত্তর ৮৮.৯২৯২৩৮৭° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম | আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়[১] |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৯[২] |
প্রতিষ্ঠাতা | জানকী নাথ সাহা[৩] |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[৪] ও কারিগরি শিক্ষা বোর্ড[৫] |
বিদ্যালয় জেলা | কুষ্টিয়া জেলা |
ইআইআইএন | ১১৭৮২৮[৪] |
প্রধান শিক্ষক | আব্দুল গাফফার[৩] |
শিক্ষকমণ্ডলী | ২৫ জন |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১১৪৯[২] |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসসমূহ | ০১টি |
আয়তন | ৮.৭৩ একর (৩৫,৩০০ মি২)[২] |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
ওয়েবসাইট | ashs |
আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়। ১৮৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[২][৬] বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার প্রাচীন বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে।[৩]
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরদপ্তর আমায় অবস্থিত। নিকটবর্তী শহর মিরপুর থেকে বিদ্যালয়টির দুরত্ব ৯ কিলোমিটার এবং কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ২২ কিলোমিটার। বিদ্যালয়ের পশ্চিম দিকে আমলা সরকারি কলেজ ও দক্ষিণ দিকে আমলা ইউনিয়নের কার্যালয় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৯ সালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরপুরে আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠ হয়। পরবর্তীতে বিদ্যালয়ের নামকরণ আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় করা হয়।[১] বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন জানকী নাথ সাহা ו[৩][২] ২০০১ সালে বিদ্যালয়টি কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে।[৫]
ফলাফলের ইতিবৃত্ত
[সম্পাদনা]মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)
[সম্পাদনা]বিদ্যালয়ের ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিগত ১৩ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত:
বছর | অংশগ্রহণকারী | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | পাসের হার (%) | জিপিএ-৫ | জিপিএ-৫ এর হার (%) |
---|---|---|---|---|---|---|
২০২৪ | ১২১ | ১২১ | ০ | ১০০ | ৩৭ | ৩০.৬ |
২০২৩ | ১১৫ | ১০১ | ১৪ | ৮৭.৮ | ২৯ | ২৮.৭ |
২০২২ | ১৯৩ | ১৮৯ | ৪ | ৯৭.৯ | ৫১ | ২৭ |
২০২১ | ১২০ | ১২৮ | ৮ | ৯৩.৮ | ২৭ | ২২.৫ |
২০২০ | ৮৮ | ৮৮ | ০ | ১০০ | ১৩ | ১৪.৮ |
২০১৯ | ১১৮ | ১১২ | ৬ | ৯৪.৯ | ২২ | ১৯.৬ |
২০১৮ | ১৩৫ | ১১৫ | ২০ | ৮৫.২ | ৬ | ৫.২ |
২০১৭ | ১০৯ | ৮২ | ২৭ | ৭৫.২ | ১০ | ১২.২ |
২০১৬ | ৮৫ | ৮৩ | ২ | ৯৭.৬ | ১৮ | ২১.৭ |
২০১৫ | ৮৩ | ৭৭ | ৬ | ৯২.২ | ১৭ | ২২.১ |
২০১৪ | ৭৩ | ৭৩ | ০ | ১০০ | ১৮ | ২৪.৭ |
২০১৩ | ৭৬ | ৭৩ | ৩ | ৯৬.১ | ১১ | ১৫.১ |
২০১২ | ১০১ | ৯৯ | ২ | ৯৮ | ৭ | ৭.১ |
বছর | জিপিএ ৫.০০ | জিপিএ ৪.x | জিপিএ ৩.x | জিপিএ ২.x | জিপিএ ১.x |
---|---|---|---|---|---|
২০২৪ | ৩৭ | ৫৫ | ২১ | ৮ | ০ |
২০২৩ | ২৯ | ৪৪ | ১৯ | ৯ | ০ |
২০২২ | ৫১ | ৬৩ | ৬২ | ১৩ | ০ |
২০২১ | ২৭ | ৪১ | ৩৭ | ১৫ | ০ |
২০২০ | ১৩ | ৩৯ | ৩১ | ৫ | ০ |
২০১৯ | ২২ | ৩৯ | ৩৭ | ১৪ | ০ |
২০১৮ | ৬ | ৪৫ | ৫১ | ১০ | ০ |
২০১৭ | ১০ | ৪২ | ২৯ | ১ | ০ |
২০১৬ | ১৮ | ৩৬ | ২৯ | ০ | ০ |
২০১৫ | ১৭ | ২৬ | ৩২ | ২ | ০ |
২০১৪ | ১৮ | ২৮ | ২৭ | ০ | ০ |
২০১৩ | ১১ | ২৫ | ৩৪ | ৩ | ০ |
২০১২ | ৭ | ২৫ | ৪৪ | ২১ | ২ |
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)
[সম্পাদনা]বিদ্যালয়ের ২০১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ৯ বছরের নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত:
বছর | অংশগ্রহণকারী | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | পাসের হার (%) | জিপিএ-৫ | জিপিএ-৫ এর হার (%) |
---|---|---|---|---|---|---|
২০১৯ | ২৬১ | ২৪৮ | ১৩ | ৯৫ | ১১ | ৪.৪ |
২০১৮ | ২১২ | ১৭২ | ৪০ | ৮১.১ | ৮ | ৪.৭ |
২০১৭ | ১৪২ | ১১২ | ৩৯ | ৭৮.৯ | ১৮ | ১৬.১ |
২০১৬ | ১১২ | ১০৯ | ৩ | ৯৭.৫ | ৩৩ | ৩০.৩ |
২০১৫ | ১২১ | ১১৮ | ৩ | ৯৭.৫ | ১৬ | ১৩.৬ |
২০১৪ | ১১০ | ১০৬ | ৪ | ৯৬.৪ | ১১ | ১০.৪ |
২০১৩ | ১০৫ | ৯৩ | ১২ | ৮৮.৬ | ২২ | ২৩.৭ |
২০১২ | ১২০ | ১১৭ | ৩ | ৯৭.৫ | ৫ | ৪.৩ |
২০১১ | ১০৭ | ৬৫ | ৪২ | ৬০.৭ | ১ | ১.৫ |
বছর | জিপিএ ৫.০০ | জিপিএ ৪.x | জিপিএ ৩.x | জিপিএ ২.x | জিপিএ ১.x |
---|---|---|---|---|---|
২০১৯ | ১১ | ৫৬ | ৯১ | ৮১ | ৯ |
২০১৮ | ৮ | ৩৬ | ৬৭ | ৫৫ | ৬ |
২০১৭ | ১৭ | ২৬ | ৪৩ | ২৫ | ০ |
২০১৬ | ৩৩ | ৬১ | ১৪ | ১ | ০ |
২০১৫ | ১৬ | ৭১ | ৩১ | ০ | ০ |
২০১৪ | ১১ | ৪৮ | ৪৫ | ২ | ০ |
২০১৩ | ২২ | ৪৬ | ২৩ | ২ | ০ |
২০১২ | ৫ | ৪১ | ৫৫ | ১২ | ৪ |
২০১১ | ১ | ১০ | ২০ | ৩৩ | ১ |
বিঃদ্রঃ ২০১৯ শিক্ষাবর্ষের পরবর্তী সকল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।[৭] যার কারণে এখানে ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ফলাফলের ইতিবৃত্ত দেখানো হয়েছে।
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "মাধ্যমিক বিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-আমলা ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ ক খ গ ঘ ঙ "বিদ্যালয়ের তথ্য"। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ ক খ গ ঘ আব্দুল বারী (২০২৩-০৭-২০)। "আমলা-সদরপুর মাধ্যমিকে প্রতিষ্ঠাতার প্রৌপুত্রের মতবিনিময়"। দৈনিক দেশ তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Amla Sadarpur Secondary School"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫।
- ↑ ক খ "List of SSC Vocational"। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২।
- ↑ প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৩-০৬-২৩)। "ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের"। বাংলা ভিশন নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৮।
- ↑ প্রতিবেদক, বিশেষ (২০২৩-০১-১৬)। "জেএসসি ও জেডিসি পরীক্ষা বাদ হয়ে গেল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭।