ঝাউদিয়া ইউনিয়ন
অবয়ব
ঝাউদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ঝাউদিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′২০.৩″ উত্তর ৮৯°৩′৫৫.৮″ পূর্ব / ২৩.৭৭২৩০৬° উত্তর ৮৯.০৬৫৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | কুষ্টিয়া জেলা |
উপজেলা | কুষ্টিয়া সদর উপজেলা ![]() |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
আয়তন | |
• মোট | ৬৯.২০ বর্গকিমি (২৬.৭২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৫,৭৭২ |
• জনঘনত্ব | ৩৭০/বর্গকিমি (৯৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ঝাউদিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৬৯.২০ বর্গকিলোমিটার (২৬.৭২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,৭৭২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৭টি।[২]
সাংগঠনিক কাঠামো
[সম্পাদনা]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির
- পূর্বে আব্দালপুর ইউনিয়ন।
- পশ্চিমে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন।
- উত্তরে উজান গ্রাম ইউনিয়ন,আইলচারা ইউনিয়ন, আলামপুর ইউনিয়ন ও পাটিকা বাড়ী ইউনিয়ন অবস্থিত।
- দক্ষিণে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানা অবস্থিত।
গ্রামসমূহ
[সম্পাদনা]- আস্তানগর
- হাতিয়া
- বদ্দিনাথপুর
- ঝাউদিয়া
- মাছপাড়া
- আলীনগর
- উদয়পুর
- কাশিনাথপুর
- খোর্দ বাখইল
- চরবাখইল
- মধ্য বাখইল
শিক্ষাপ্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- ঝাউদিয়া মহাবিদ্যালয় (১৯৯৯)
- মাধ্যমিক বিদ্যালয়

- প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবন
- ৫৫ নং ঝাউদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৫২)
- ঝাউদিয়া বাজার প্রাথমিক বিদ্যালয়
- ৯৯ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৪)
- বুজরুক বাখইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৮)
- খোর্দ বাখইল প্রাথমিক বিদ্যালয়
- আস্তানগর প্রাথমিক বিদ্যালয়
- মাছপাড়া প্রাথমিক বিদ্যালয়
- অন্যান্য
- ক্যারিয়ার হাউজ মডেল স্কুল এন্ড টিচিং সেন্টার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]

- ঝাউদিয়া কাদরিয়া দরবার শরিফ জামে মসজিদ।
- চাঁপাইগাছির বিল
- সত্যবান শাহ মাজার, আলীনগর।
- আজিজ শাহ মাজার, আলীনগর।
- সিঁদুর ঘাট, চাঁপাইগাছি বিল।


তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঝাউদিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।